হাইপারটেনশন অর্থাৎ রক্তচাপ হচ্ছে নীরব ঘাতক। বেশিরভাগ ক্ষেত্রে দেখা গেছে, রোগীর তেমন কোনো উপসর্গ দেখা যাচ্ছে না। আর ৩০ শতাংশ রোগীর উপসর্গ থাকলেও তারা তা উপলব্ধি করতে পারেন না। দীর্ঘদিন ধরে যারা উচ্চ রক্তচাপে ভুগছেন কিন্তু কোনো ওষুধ সেবন করছেন না তাদের জানা উচিত, উচ্চ রক্তচাপ শরীরের ভেতরের সব অঙ্গগুলোকে ধীরে ধীরে ধ্বংস করে ফেলে এবং একটা সময় জীবননাশকারী রোগের দিকে ঠেলে দেয়। যেমন হৃৎপিণ্ডের রোগ এবং স্ট্রোক। সুতরাং আপনার ব্লাড প্রেসার কত পর্যন্ত আপনার জন্য স্বাভাবিক এবং কী ওষুধের দ্বারা আপনি ব্লাড প্রেসার স্বাভাবিক রাখবেন তার জন্য অবশ্যই আপনি ডাক্তারের শরণাপন্ন হবেন।
জন্মনিরোধক পিল এবং ক্যান্সার জন্মনিয়ন্ত্রণের জন্য জন্মনিরোধক পিলের ব্যবহার খুব জনপ্রিয় হলেও অনেকেই আতঙ্কে ভোগেন। এই আতঙ্ক মুটিয়ে যাওয়ার। কারো আবার ধারণা দীর্ঘদিন ওরাল পিল গ্রহণ করলে জরায়ু, ডিম্বাশয় কিংবা ব্রেস্ট ক্যান্সারও হতে পারে। এসব ধারণা কিন্তু একেবারে ভিত্তিহীন। অ্যামেরিকান কলেজ অব গাইনোকলজিস্ট অ্যান্ড অবসট্রেটিশিয়ানদের এক অ্যানুয়াল মিটিংয়ে বলা হয়েছে, যারা দীর্ঘ ১০ বছর ধরে ওরাল পিল গ্রহণ করেছেন তাদের ডিম্বাশয়ের ঝুঁকি ৮০ শতাংশ কম।
লেখকঃ ডা. সুমাইয়া নাসরীন লোপা
দৈনিক নয়াদিগন্ত, ০৬ জানুয়ারী ২০০৮
Leave a Reply