প্রবেশপথেই চোখে পড়ে পাটের শিকায় ঝোলানো মাটির কলসি আর বেতের কুলা। ভেতরে ঢুকলে আলো-আঁধারির মধ্যে সন্ধ্যা-পেঁচা, ঢোল, চালুনি ও বাঁশঝাড়ের দেখা মিলবে। খালবিলে ফুটে থাকা শাপলা আর পদ্মের সঙ্গে রঙিন মাছের দেখাও মিলবে। ঢাকার বনানীর ১১ নম্বর সড়কে অবস্থিত প্লাটিনাম স্যুটসে খুঁজে পাবেন চিরায়ত বাংলার এই রূপ। বেসমেন্টসহ আটতলা এ হোটেলের প্রতিটি তলায়ই খুঁজে পাবেন বাঙালিয়ানার ছোঁয়া। নিচু এলাকার সামনের পাশে কফি শপ, সেখানে পাওয়া যাবে কফি থেকে শুরু করে নানা ঠান্ডা পানীয়। কেক, পেস্ট্রি, শরমা, জুসসহ নানারকম ফাস্টফুড। এটি ২৪ ঘণ্টা খোলা থাকে। প্রথম তলার ভেতর দিকে ক্যাফে নিমো। এখানে ভারত, পাকিস্তান, চীনসহ উপমহাদেশের নানা রকম খাবারের স্বাদ নেওয়ার সুযোগ রয়েছে। জিজি রেস্টুরেন্টে পাবেন ইতালিসহ ইউরোপের নানা দেশের ২০০ ধরনের খাবার। সবচেয়ে আকর্ষণীয় রেস্টুরেন্টে খাওয়ার জন্য আপনাকে অপেক্ষা করতে হবে সন্ধ্যা পর্যন্ত। আটতলার ছাদে সবুজ ঘাস আর সুবিশাল আকাশের সন্ধ্যাতারার সঙ্গে কথা বলতে বলতে খিদেটা অবশ্যই দ্বিগুণ হয়ে যাবে আপনার। এখানে রয়েছে বার-বি-কিউয়ের সুযোগ। আর সঙ্গে গান শোনা। হ্যাঁ, প্লাটিনাম টেরেসের কথাই বলছি। রান্নাবান্না কিন্তু হয় একেবারে সবার সামনেই, যা দেখে খিদেটা বেড়ে যাবে আপনার। এত গেল রকমারি খাবারের গল্প। খাবার বন্দোবস্তটাও কিন্তু দারুণ। দ্বিতীয় তলা থেকে শুরু আবাসিক সুইটগুলো। থিম, লার্জ, রেগুলার, স্টুডিও—এই চার ধরনের স্যুট রয়েছে এখনে। থিম সুইটগুলোতে বিছানার চাদর থেকে শুরু করে সোফার কুশন, দেয়ালের কারুকাজে খুঁজে পাবেন নকশি, জামদানি, রেশমি বা মসলিনের আবেশ। ফ্ল্যাট টেলিভিশনটি আপনার সুবিধামতো ঘুরিয়েও নিতে পারবেন। আরও রয়েছে নিজের হাতে চা-কফি বনানোর সুবিধা। সেফটি লকার ও ইন্টারনেট-সুবিধা।
এত চমৎকার সব আয়োজনের খবর শুনে খরচটার কথা ভেবে হতাশ হওয়ার কোনো কারণ নেই। এ কথাই বলছিলেন হোটেল প্লাটিনাম স্যুটসের হেড অব করপোরেট অ্যাফেয়ারস অ্যান্ড সেলস মোহাম্মদ আলী। সকালের খাবার সর্বনিম্ন ২৫০ টাকা, দুপুরের খাবার সর্বনিম্ন ৪০০ টাকা এবং রাতের খাবার সর্বনিম্ন ৬৫০ টাকার মধ্যে। তাও সীমিত নয়। একেবারে পেট পুজো বুফে মেনু। স্টুডিও স্যুটের ভাড়া ৮৪০০ টাকা, রেগুলার ৯৮০০ টাকা, লার্জ ১২৬০০ টাকা এবং থিম স্যুটস ১৯২৫০ টাকা। এর সঙ্গে যোগ হবে ভ্যাট এবং সার্ভিস চার্জ। এখানে পার্টির আয়োজন করতে পারেন আপনার কোনো প্রিয়জনের বিশেষ দিনটিতে। সে ক্ষেত্রে টেরেসসহ অন্যান্য অংশের ভাড়া পড়বে ১৫ হাজার থেকে ৪০ হাজার টাকা পর্যন্ত। বুফে খাবার প্রতি জন ৫৫০ থেকে দুই হাজার ৫০০ টাকা পর্যন্ত। করে নিতে পারেন প্রিভিলেজ কার্ডও। সে ক্ষেত্রে প্লাটিনাম স্যুটসের যেকোনো সেবায় রয়েছে ১৫ শতাংশ ছাড়।
ঠিকানা: বাড়ি নম্বর-৫৮, সড়ক-১১, ব্লক-এফ, বনানী, ঢাকা।
ফোন: ৮৮৩১৪০৯।
শান্তা তাওহিদা
সূত্র: দৈনিক প্রথম আলো, জুন ২২, ২০১০
Leave a Reply