পুরুষের অস্বাভাবিক স্তন বৃদ্ধিকে গাইনেকোমাস্টিয়া বলে। কখনো কখনো এটা দুধ নিঃসরণ ঘটাতে পারে। গাইনেকোমাস্টিয়া শব্দটি এসেছে গ্রিক ‘গাইনি’ ও ‘মাস্টোস’ থেকে। ‘গাইনি’ শব্দের অর্থ ‘মহিলা’ এবং ‘মাস্টোস’ শব্দের অর্থ স্তন। এ অবস্থাটি নবজাতক, বয়ঃসন্ধিকালে ও বৃদ্ধবয়সে শরীরবৃত্তীয় কারণে হতে পারে। বয়ঃসন্ধি কালে ছেলেদের এ অবস্থা সচরাচর মর্মবেদনার উদ্রেক করে, তবে অনেক ছেলের বয়ঃসন্ধিকালের বড় স্তন শারীরিক স্থূলতার কারণে হয় না, স্তনের বৃদ্ধি দু’বছরের মধ্যে ছোট হয় বা মিলিয়ে যায়।
সাধারণ গাইনেকোমাস্টিয়া কারণগুলো নিয়ে এখনো সংশয় রয়েছে, যদিও সাধারণভাবে শারীরিক মিলন হরমোনের বৈষম্যকে এর জন্য দায়ী করা হয়। স্তন টিস্যুর বৃদ্ধির কারণেও স্তন বড় হতে পারে। অনেক সময় স্তনে অতিরিক্ত চর্বি জমলে স্তন বড় দেখায়, তবে এটা গাইনেকোমাস্টিয়া নয়। গাইনেকোমাস্টিয়া হলো এমন একটি অবস্থা যেখানে পুরুষের শক্ত স্তন টিস্যু গঠিত হয়। এই স্তন টিস্যু সাধারণত দেড় ইঞ্চির ছোট হয় এবং সরাসরি এটা স্তনবৃত্তের নিচে অবস্থান করে। গাইনেকোমাস্টিয়া এক পাশে বা দু’পাশেই হতে পারে। এ অবস্থা স্তনে ব্যথা সৃষ্টি করতে পারে।
শারীরবৃত্তীয় গাইনেকোমাস্টিয়া নবজাতক, বয়ঃসন্ধিকালে বা বয়ঃসন্ধিকালের আগে এবং বয়স বাড়ার সাথে সাথে হতে পারে। অনেক গাইনেকোমাস্টিয়ার কারণ অজানা, অর্থাৎ এদের নির্দিষ্ট কারণ জানা যায় না। গাইনেকোমাস্টিয়ার কিছু নির্দিষ্ট কারণের মধ্যে রয়েছে হরমোনসহ বিভিন্ন ওষুধ গ্রহণ, সিরাম ইন্ট্রোজেনের বৃদ্ধি, টেস্টোস্টেরনের উৎপাদন কমে যাওয়া, অ্যানড্রোজেন রিসেপ্টরের ত্রুটি, দীর্ঘস্থায়ী কিডনি রোগ, দীর্ঘস্থায় লিভারের রোগ, এইচআইভি এবং অন্যান্য দীর্ঘ মেয়াদি রোগ। স্পাইনাল কর্ডে আঘাতের কারণে এবং দীর্ঘদিন অভুক থাকার পর খাওয়ার পরে গাইনেকোমাস্টিয়া হতে পারে। ২৫% ক্ষেত্রে গাইনেকোমাস্টিয়ার কারণ জানা যায় নি।
বয়ঃসন্ধিকালের পরবর্তী পুরুষদের বিভিন্ন ওষুধ ১০-২০% ক্ষেত্রে গাইনেকোমাস্টিয়া ঘটায়। এসব ওষুদের মধ্যে রয়েছে সিমেটিডিন, ওমিপ্রাজল, স্পাইরোনোল্যঅকটন, ইমাটিনিব মিসাইলেট, ফিনাস্টেরাইড এবং কিছু নির্দিষ্ট অ্যান্টি সাইকোটিক ওষুধ। কিছু ওষুধ সরাসরি স্তন টিস্যুর উপর কাজ করে আবার কিছু ওষুধ ডোপামিনের কাজ বন্ধ করার মাধ্যমে পিটুইটারি থেকে প্রোলাকটিনের নিঃসরণ বাড়িয়ে দেয়। উল্লেখ্য যে, প্রোলাকটিক হলো স্তন তৈরির হরমোন। শক্তিবৃদ্ধিকারী ফুডসাপ্লিমেন্ট হিসেবে ব্যবহৃত অ্যাড্রোসটেনেডিওন ইস্ট্রোজেনের অতিরিক্ত কার্যকারিতার মাধ্যমে স্তনের বৃদ্ধি ঘটাতে পারে। প্রোস্টেট ক্যান্সারের চিকিৎসায় ব্যবহৃত ওষুধ যেমন অ্যান্টি অ্যানড্রোজেন এবং ডিএনআরএইচ অ্যানালগগুলো গাইনেকোমাস্টিয়া ঘটাতে পারে। মারিজুয়ানা গাইনেকোমাস্টিয়া একটি কারণ, অবশ্য এ নিয়ে মতভেদ আছে।
কিছু নির্দিষ্ট অন্ডকোষের টিউমার এবং হাইপারথাইরয়েডিজম রোগে ইস্ট্রোজেনের মাত্রা বেড়ে যায়। কিছু অ্যাড্রেনাল টিউমার অ্যান্ড্রোসটেনেডিওনের মাত্রা বাড়ায়। এই অ্যান্ড্রোসটোনডিওন অ্যারোম্যাটেজ নামক এনজাইম দ্বারা ইস্ট্রোন-এ রূপান্তরিত হয়। এই ইস্ট্রোন হলো ইস্ট্রোজেনের একটি ধরন। অন্যান্য যেসব টিউমার এইচসিজি নিঃসরণ করে, তা ইস্ট্রোজেনের পরিমাণ বাড়াতে পারে। লিভার সিরোসিস অসুখে গাইনেকোমাস্টিয়া হতে পারে। মোটা মানুষের ইস্ট্রোজেনের মাত্রা বৃদ্ধির প্রবণতা থাকে।
পুরুষ হরমোন টেস্টোস্টেরনের উৎপাদনের মাত্রা কমে গেলে গাইনেকোমাস্টিয়া হতে পারে। এই টেস্টেস্টেরনের উৎপাদনের মাত্রা কমে যেতে পারে। জন্মগত বা অর্জিত অন্ডকোষের সমস্যার কারণে। হাইপোথ্যালামাস কিংবা পিটুইটারির রোগও টেস্টোস্টেরনের মাত্রা কমাতে পারে। অ্যানাবলিক অ্যান্ড্রোজেনিক স্টেরয়েডের অপব্যবহারও একই প্রভাব ফেলে।
সাধারনত যেসব ওষুধ খেলে গাইনেকোমাস্টিয়া হয়, যদিও সেসব ওষুধ বন্ধ করলে গাইনেকোমাস্টিয়া আগের অবস্থায় ফিরে যেতে পারে। তবুও মাসে মাসে এ অবস্থা নির্মূল করতে অপারেশনের প্রয়োজন হয়। বয়ঃসন্ধিকালের পূর্বের ছেলেদের কিছু হার্বাল তেল ও লোশন বারবার মাখলে গাইনেকোমাস্টিয়া হতে পারে। ধারণা করা হয় যে এসব তেল বা লোশন তাদের ইস্ট্রোজেন ও অ্যান্টি অ্যান্ড্রোজেন জনিত ক্রিয়াকলাপ বাড়িয়ে দেয়।
ডা. মিজানুর রহমান কল্লোল
চেম্বার : কমপ্যাথ লিমিটেড, ১৩৬, এলিফ্যান্ট রোড, (বাটা সিগন্যাল ও হাতিরপুল বাজারের সংযোগ রাস্তার মাঝামাঝি), মোবাইল : ০১৭১৬২৮৮৮৫৫।
সূত্র: দৈনিক ইত্তেফাক, জুলাই ০৪, ২০০৯
$hovon
Amar boyos 17 and amar ai shomossata hoiasa. Plz help me… How i could solve this prbm without any doctor?
Bangla Health
বয়ঃসন্ধিকালে হরমোনের জন্য এমন হতে পারে। বড় হলে ঠিক হয়ে যায়। আবার চর্বিও জমতে পারে। সেজন্য দৌড়িয়ে, সাঁতার কেটে বা বুকের ব্যায়াম (যেমন বুকডন, বেঞ্চ প্রেশ, বার ডীপ) করে চর্বি কমিয়ে ফেলতে পারেন।
ওষুধ খেয়েও কমানো যায়। বিভিন্ন প্রকার ওষুধ আছে। তবে তার আগে ডাক্তার দেখিয়ে পরামর্শ নিয়ে তবেই ওষুধ খাবেন।
Mr_reverse
বার ডীপ টা কি ধরনের ব্যায়াম? দয়া করে একটি ফোটো দেয়া যাবে। বলা যাবে কি?
Bangla Health
Salman
Same prbm with me.I am 16 year old. Jodio amar shastho chikon but Amar breast khub boro hoia gasa meyadar moto jar karona khali gaiy thakta pari na. Shob shomoi shart pora thakta hoi. Goromar majhao shart pora thaki boro brestar jonno. Ami khub tensona asi free vaba cholafala korta pari na plz help me. . . .
Bangla Health
দয়া করে প্রথম মন্তব্যের উত্তরটা দেখে নিন।
Pranto
Hello doctor amaro aki prbm. All time kapor pora thakta hoi. Kapor porao laav hoina bcuz shobi bujha jai. Kivabe amar big boobs normal hoba? Ami baira gala nijaka onak opoman bhod kori bcuz shobai jani kamon kora takia thaka amar boobs-ar dika. Boob normal korar upai bolun
Bangla Health
আপনিও দয়া করে প্রথম মন্তব্যের উত্তরটা দেখে নিন।
Irfan Hasan
I am 22years old…Ek mas jabot eirokom porblem face kortechi tai khali gaye thakte partechi na r amar bam paser nipple er nicher dike shokto kichu onuvob hoy r dhorle betha korteche, Cap dile sui bidar moto betha kore…X-ray r Cbc korano hoise but sob normal….Ekhon ki kora jay?
neo
আমার বয়স ২২ বছর। আমার এই একই সমস্যা আছে। এইটা কি operation ছাড়া ঠিক হওয়া সম্ভব? আর এই জন্য আমি কোন বিশেষজ্ঞ এর কাছে যেতে পারি?
Bangla Health
অপেরাশন ছাড়া বিভিন্ন প্রকার ওষুধ, এমনকি রেডিয়েশন থেরাপী দিয়েও এর চিকিৎসা করা হয়। কিন্তু এসবেরই কিছু না কিছু সাইড এফেক্ট থাকে।
আপনি ব্যায়াম করতে পারেন। বিশেষ করে বুকের, যেমন বুকডন, সাঁতার, বেঞ্চ প্রেস, বার ডীপ, ইত্যাদি।
আর্টিকেলের নীচে ডাক্তারের নাম ঠিকানা আছে। ওখানে যোগাযোগ করে দেখতে পারেন।
Sharif
আমার বয়স ২৩ বছর। আমার এই একই সমস্যা আছে। ব্যায়াম করে কি স্তন টিস্যু কমাতে পারবো।
Bangla Health
ব্যায়াম করে বুকের ফ্যাট কমিয়ে ফেলতে পারা যাবে।
যুবায়ের
আমার ও এই সমস্যা ছিলো । আমি ও অনেক ভুগেছিলাম । কিন্তু প্রতিদিন ৩০ টি বুক ডন ও অন্যান্ন ব্যায়াম করে এখন আমি ৯০% ভাল হয়ে গেছি
Bangla Health
জেনে ভালো লাগলো। আপনি আরেকটু বিস্তারিত ভাবে আপনার এক্সপেরিয়েন্স শেয়ার করলে অন্যদের অনেক উপকার হবে বলে মনে করছি।
নাম প্রকাশে অনিচ্ছুক
আমি একজন ছেলে, বয়স ১৭ বছর এবং ওজন ৫১ কেজি।
আমার ডান পাশের স্তন উঠতি বয়সের মেয়েদের মতো বেড়ে উঠেছে এবং এটা প্রায় দুই বছর ধরে এক ইঞ্চি সাইজের। অতিরিক্ত জোড়ে চাপ না দিলে ব্যাথা পাই না। এই সম্পর্কে আমি বাসায়ও কিছু জানাতে পারছি না এবং পারবোও না।
প্লিজ…প্লিজ…প্লিজ__এটার প্রাথমিক চিকিত্সা সহ একটু বিস্তারিত বললে বিশেষভাবে উপকৃত হতাম।[আমি নিয়মিত খেলাধুলা করি, ডায়াবেটিস ও এ্যলার্জি আছে]
Bangla Health
এতে লজ্জা পাবার কিছু নাই। প্রায় সবারই অল্প বয়সের দিকে এরকম হয়ে থাকে। বয়স বাড়ার সাথে সাথে আবার বেশিরভাগেরই কমে যায়।
আপনি এই পোস্টে বর্ণিত ব্যায়ামগুলো করতে পারেন। এতে বুকের বাড়তি চর্বি ঝরে যাবে এবং বুকের পেশি সুগঠিক হবে।
অপু সরকার
ভাই আমার বয়স ১৯ বছর । উচ্চতা ৫.৮ ইন্চি। ওজন ৬৪ কেজি । আমার গাইনোকোম্যাস্টিয়া সমস্যা হয়েছে। একটা পাতলা চাকার মতো স্তনে আছে । সার্জারি ছাড়া রোগমুক্ত হওয়ার উপায় আছে কি?
নাম প্রকাশে অনিচ্ছুক
কিন্তু আমার তো একপাশে। আর এই জন্যেই আমি খুব চিন্তিত।
Bangla Health
দুই পাশেই হবে, এমন কোন কথা নাই। বয়স কম বলে এগুলো নিয়ে খুব একটা চিন্তিত হওয়ার কিছু থাকে না। আপনা থেকেই সেরে যায়।
তবুও আপনার দুশ্চিন্তা হলে ডাক্তার দেখিয়ে পরীক্ষা করে নিশ্চিত হতে পারেন।
aziz
amar boyos 23 bosor.ami 83.5 kg.amar berast gulo boro boro .ami ki kore sure hobo ata gynecomastia ki na ? please help me.
Bangla Health
নিশ্চিত হবার জন্য ডাক্তার দেখিয়ে পরীক্ষা করে নিতে হবে।
sanaul habib
ami sanaul amaar boyos 29 amar 15 bachor boyos theke amar donu stonne chaka chilo ebong eta ekhono ache ebong ager chaite baro hoiche ebong amar sttanno dekhte maiyee der mato.ebong nipler badami jaigate choto choto botar mato ache ebong segolo jore chap dile sada ash bahir hoi but anno kono panir mato ba rokto bahi hoi na .ar sttoner chaka golo shadaranto betha korena but jore chap dile betha kore,.bhai ami khob chintar modhee achi.ebong ami probashe achi 2.5bachor jabot ar ekti maiyee ke ami valo bashi amara shidhanto niyachi biyee korar,ekhon ami chintate achi jodi amar kharap kicho hoi tahole to or jibonta nasto hoiyaa jaibo.tai doyaa kore amake janaben ki samosha theake eta hote pare.
Bangla Health
সাধারণত বড় হলে এগুলো ঠিক হয়ে যায়। আপনার যেহেতু হয় নাই, তাই ডাক্তার দেখিয়ে পরীক্ষা করে নেয়াই ভালো হবে।
sanaul habib
ullekho ami steron tablet onek din jabot khaichi.
সানাউল হাবিব
ভাই আমি সানাউল আমার বয়স ২৯ আমার ১৪ এবং১৫ বছর বয়স থেকে দুই ব্রেস্টে চাকা হয় এবং এখনও আছে ।কি্নতু এটা আগের চাইেত বড় হইছে এটা জোরে চাপলে ব্যাথা করে এবং বোটার পাশে বোটার মত হইছে জেগুলাতে চাপ দিলে মাঝে মাঝে সাদা আশের মত বাহির হয় বাট কোনও রক্ত বাহির হয়না এবং মাঝে মাঝে শরিরের বিভিন্ন যায়গাতে বিসেষ করে মাংশ পেশিতে কেপে উঠে বা মাংশ পেশী খিচুনি হয় ।ভাই আমি দুবাইেত আছি এবং আমি দেশে একটি মেয়েকে ভাল বাসি এবং আমরা কিছু দিনের মধ্যে বিয়ে করবো এখন আমি চিন্তার মধ্যে আছি যদি আমার খারাপ কিছু হয় তাহেলতো অই মেয়ের জিবনটা নস্ট হইয়া জাবে ।আমি ওকে ব্যাপারটা জানানোর পর ও বললো ১৪ বছরে যখন কিছু হয় নাই এটা এখনও কোন সমসস্যা হবে না ।ভাই এই ব্যাপার টা নিয়ে আমি আগে এত ভাবি নাই কিনতু কিছু ১ সপ্তাহ আগে ইউটিউবে একটা ব্রেস্ট ক্যান্সার বিষয়ে ভিডিও দেেখ আমার এই ব্যাপারটা খেয়াল হয় ।ভাই আমি একমি কম্পানির স্টেরন ট্যাবলেট খাইছি অনেকদিন মোটা হওয়ার জন্য ।ভাই আমাকে দয়া করে বলেবন এটা কিসের থেকে ।আর এটা যদি ক্যান্সার হয় তাহলে কত টাকা লাগেত পারে অপারেশন এবং অন্যান্য খরচ বাবদ এবং দেশে কোথাতে এই চিকিৎসা হয় ।ভাই আমি খুব চিন্তিত ব্যাপারটা নিয়া ।
Bangla Health
আপনার আগের মন্তব্যে উত্তর দেয়া হয়েছিল।
এবার বাংলায় লেখার জন্য ধন্যবাদ।
সানাউল হাবিব
ভাই আমি জানতে চাচ্ছিলাম এটা কি ব্রেস্ট ক্যান্সারের লক্ষণ ?আর ব্রেস্ট ক্যান্সােরর চিকিৎসাতে বাংলাদেশে কত টাকা খরচ হতে পারে ।গাইনোকেমেস্টিয়াতে ব্রেস্টে বড় চাকা বা পিন্ড থাকে ?
Bangla Health
হ্যাঁ, বড় চাকা থাকতে পারে। তবে পরীক্ষা না করে কিছুই বলা যায় না।
কাযি মহাম্মাদ আবু সুফিআন পাপন
্আমার নাম পাপন। আমি ইনতার প্রথম বরশের শিখারথি। আমার বয়স ১৮+। আমার অন্ডকশ ছ্ট বর । আর এ গুলা ঝুলে থাকে। ডান পাশের টআ বর। এগুলা আমার জন্ম থেকে না। কন বেথা নাই। টেন-শনে আসী কি করব। *** এইটা আমার নাম্বআর কল দিলে ভাল হয়। দয়া করে হেল্প করেন।
কাযি মহাম্মাদ আবু সুফিআন পাপন
ভাই আমার উত্তর কই
Bangla Health
@কাযি মহাম্মাদ আবু সুফিআন পাপন/
টেনশনের কিছু নাই। একটু ছোট-বড় সবারই হয়ে থাকে। ঝুলে থাকাটাও সমস্যার কিছু নাই।
শরীরের দিকে লক্ষ্য রাখুন। বাজে অভ্যাস বাদ দিন। কুচিন্তা-কুভাবনা করবেন না। চিন্তাভাবনা সুন্দর ও সৎ রাখুন।
Irfan Hasan
I am 22years old…Ek mas jabot eirokom porblem face kortechi tai khali gaye thakte partechi na r amar bam paser nipple er nicher dike shokto kichu onuvob hoy r dhorle betha korteche, Cap dile sui bidar moto betha kore…X-ray r Cbc korano hoise but sob normal….Ekhon ki kora jay?
Irfan Hasan
I am 22years old…Ek mas jabot eirokom problem face kortechi r amar bam paser nipple er nicher dike shokto kichu onuvob hoy
dhorle betha korteche, Cap dile sui bidar moto betha kore…X-ray r Cbc korano hoise but sob normal….Ekhon ki kora jay?
Irfan Hasan
আমার বয়স ২২ বছর, প্রায় ১মাস যাবত এইরকম সমস্যা অনুভব করতেছি, আমার বাম পাশের নিপ্পলের নিচে হাল্কা শক্ত কিছু অনুভব হয় এবং ধরলে অনকে বেথা করে, সুই বিধার মতো বেথা,,,এক্সরে আর সিবিসি করানো হইসে, সব নরমাল আসছে। এখন আমার করনীয় কি, পরামর্শ দেন আর ভালো কোন ডাক্তার রিকমেন্ড কইরেন। ধন্যবাদ
টম
বাংলাদেশ এ গাইনেকোমাস্টিয়া অপারেশন করতে কত টাকা খরচ হতে পারে ?
Bangla Health
নির্দিষ্ট করে বলা যাচ্ছে না।
রানা
আমার বয়স যখন ১৫ । তখন থেকে এ সমস্যাই ভুগছি । আমার শুধু বাম স্তনে যদি ও ছোট তবুও খারাপ দেখায় । বন্ধুরা তামাশা করে । খালি গায়ে থাকতে পারিনা । ছেলে মানুষ হয়ে ও যদি খালি গায়ে না থাকতে পারি । কি বলব দুঃখের কথা । kindly help me.how can i get relief from this problem…now my age 23yrs…
Bangla Health
হরমোনের কারণে আপনার এমন হচ্ছে। বয়স বাড়ার সাথে সাথে এসম কমে যায়। এসব নিয়ে যত ভাববেন, ততই মস্তিস্কে হরমোন নিঃসৃত হবে এবং এসব সমস্যা বেশি হবে। ব্যায়াম করতে শুরু করেন। তখন বুকের গঠন ঠিক হয়ে যাবে।
নিষাদ
আমার বয়স ২৫ বছর।১২ বছর বয়স থেকে আমার গাইনোকোম্যাসিয়া আছে…বাম স্তন একটু বেশি বড়…ডান স্তন টা তুলনামূলক ভাবে কম।এখন ও মাঝে মাঝে ব্যাথা হয়। এটার কারণে আমি কোন টিশার্ট পড়তে পারি না,খালি গায়ে থাকতে পারি না।মানসিক ভাবে নিজেকে খুব ছোট লাগে। ছোটবেলায় শুনেছিলাম বড় হলে এটা ঠিক হয়ে যায়…কিন্তু আমার আর ঠিক হলো না।আমার প্রশ্ন হল,এর আদৌ কি কোন চিকিতসা আছে?
আমি বিয়ে করতে ভয় পাচ্ছি…যদি বউ এ ব্যাপারে কিছু বলে,কি জবাব দেবো?
Bangla Health
বিয়ের সাথে এটার কোন সম্পর্ক নেই। বুকের ব্যায়াম করুন। খাওয়া-দাওয়া ঠিক রাখুন।
সাবু
বাংলাদেশ এ গাইনেকোমাস্টিয়া অপারেশন করতে কত টাকা খরচ হতে পারে আনুমান ক্বরো বলা jaba? please
Bangla Health
অনুমান করে বলা যাচ্ছে না। সরি।
shuvo
BAI STON COTO KORAR JANO KE OSHUD BABOHR KORBO.PLEASE ANS ME.
Bangla Health
সাধারণত ঔষধ নাই। বুকের ব্যায়াম করেন।
risan
amar age 17,ami ae problem a achi.protidin home gym kori.but se rokom kono result dksi na. Ami amar nipple komanonr gonno ak bosor age theke exercise kori. Tobe bam pasher ta aktu sababik hoyache,but dan pasher ta akhono boro.amar prosno holo breast gulu sababik hoyoar por ke dan sider ta ke boro thakbe na ke 2 tai aki hobea?
Bangla Health
একই হওয়ার কথা। একটি যখন কমে গেছে, অন্যটিও কমে যেতে পারে। তাছাড়া আপনার বয়স কম। এই বয়সে এমন হতেই পারে। বয়স বাড়ালে ঠিক হয়ে যাবে।
Sakib
I m 18year boy. Doctor- khaowa dowar satha ki gynecomastiar shomporko asa? Orthat khabar dabar thaka ki gynecomastia hotapara? Kunkun khabar gynecomastia barai? Ami googly search dia daklam soia protin, nodols, bivinno fish or vagetable jagluta naki ak prokar toxin asa. .ashob khala naki ai prblm hota para. Amar shasto chikon but breast khub boro tai amar dharona amar gynecomastia asa. But shasto mota korar jonno bashi khowadaowa o korta parsina jodi breast aro boro hoia jai ai chintai. Tasara googly daklam body spary, shampo, shaban etc naki ai prblm ghotai.. .ati ki sotti? Ai prblm ta amar 11 bosor thaka & tokhon shunasilam ata naki boro hola tik hoia jaba kin2 ami r koto boro hobo. Akhon amar 18 bosor kin2 breastto suto holo na borong aro boro hoiagasa. Ami atodin bayam korsi kin2 love hoinai. Akhon plz bolan kuno oshudar name ja gynecomastiar jonno use hoi. . Jani oshudar kuno na kuno side effect thaka but tobuo oshudar name ta bollan. . . . . .
Bangla Health
ন্যাচারাল খাবার খাবেন। সার দেয়া খাবার এড়িয়ে চলবেন। পল্ট্রির চিকেন খাবেন না। আবার অনেক সময় গরু মোটা তাজা করতে ইনজেকশন দেয়া হয়, সেসব গরুর মাংশ খাবেন না।
বুকের ব্যায়ামসহ অন্যান্য ব্যায়াম চালিয়ে যান, সেই সাথে শরীর বাড়াতে খাওয়া বাড়িয়ে দিন। এতে সমস্যা হবে না। শুধু দেখবেন যেন খাবারটা ক্লিন ন্যাচারাল হয়।
c
Beyamer fale buker badik bere gechhe,don dileo badiktai barchhe.badiker kandhtao boro.ki korbo
Bangla Health
ব্যায়াম ঠিক ভাবে হচ্ছে কিনা, খেয়াল রাখুন। শুধু একদিকে নয়, দুইদিকেই যেনো সমান চাপ পড়ে ব্যায়ামের সময়।
বাবু চৌধুরী
সালাম নিবেন। ধন্যবাদ আপনাকে ধন্যবাদ বাংলা হেলথ কে আমার বয়স ২৫, ১২ বছর বয়সে আমার স্তন দুটি বড় হয়ে যায় কিছু দিন পরে আবার সাভাবিক হয়ে যায় তার কিছু দিন পরে আবার বড় হয়ে আজ অব্দি আর স্বাভাবিক হয়নি। কিছু দিন পুর্বে আমি ডা. মোয়াজ্জেম হোসেন স্যারের কাছে যাই উনি আমাকে prolactin এবং testosterone পরীক্ষা করান ফলাফল prolactin 28.50 ng/ml এবং testosterone 8.17 nmol/L উনি আমাকে cap. prem(remex)60দিন এবং cap.Lojana 30 দিন খেতে বলেন এবং 1মাস পরে দেখা করতে বলেন কারনবশত আর যাওয়া হয়নি। আমি রাজশাহী থাকি এ রোগের সুনির্দিষ্ট চিকিতসা কি এবং কোথায় পেতে পারি দয়াকরে জানাবেন। আসলে *যৌ*ন* রোগ বিশেষঙ্গ না সার্জন কোথায় সঠিক চিকিৎসা পাব।
Bangla Health
ঔষধ কি শেষ করেছিলেন? আবার দেখা করেন।
সেই সাথে বুকের ব্যায়াম করতে পারেন।
Hridoy HD
কোন ধরনে ডাক্তা এর কাছ থেকে এর সাজের্রী করাতে পারব?????
Hridoy HD
অামিও ৩-৪ বছর ধরে এই সমস্যায় পরেছি।এ রোগ প্রতিকারে কি কি পদক্ষেপ ও ঔষধ গ্রহনে প্রতিকার করতে পরি তা দয়া করে জানান।
Hridoy HD
কোন ধরনের ডাক্তারের কাছে সাজের্ি করাতে পারি দয়া করে বলুন???plz
Bangla Health
আগে জেনারেল ডাক্তার দেখিয়ে তারপর তার পরামর্শ মত সার্জারির ব্যবস্থা করতে পারেন।
shakib
vai amr o ai plm
musfiqul alam shakib
vai amr o ai pl
shadik
আমার ২ বছর থেকে স্তন বৃন্তে ব্যাথা করে এবং স্তন সামান্য বড় ও…স্তন ব্যাথা করার কারণে কাপড় পড়তে ও অসস্থি লাগে।এটা কী গাইনেকোমাস্টিয়া?আর এ সমস্যার সমাধান কী আছে?দয়া করে জানাবেন
Bangla Health
সম্ভাবনা আছে। এবং অবশ্যই সমাধান আছে। তবে আগে একবার ভালো ডাক্তার দেখিয়ে পরীক্ষা করিয়ে নিলে পারেন।
shadik
আমার বয়স 16..এর আগে একটা কমেন্ট করছি। আমি প্রায় ১ বছর মাথা ব্যাথার কারণে চিকিৎসা নিচ্ছিলাম।তারপর থেকে স্তন বৃন্তে ব্যাথা এবং স্তন বড় হয়।যার কারণে মাথা ব্যাথা ভালো না হওয়ার পর ও আমি ঔষধ খাওয়া বাদ দিয়ে দিছি।এখন ঔষধ খাতেই ভয় হয়। গাইনেকোমাস্টিয়ার কী কোনো হোমিও চিকিৎসা আছে?আবার অনেক জায়গায় দেখলাম স্তন বড় করতে বুকডন দিতে হয়।অনেক জায়গায় দেওয়া স্তন ছোট করতে বুকডন দিতে হয়।কোনটা আসলে সঠিক?এইদিকে গাইনেকোমাস্টিয়া ও ভালো হচ্ছেনা অন্যকোনো অসুখের চিকিৎসা ও করতে পারতেছিনা।অনেক সমস্যার মধ্যে আছি, স্যার।…plz reply
Bangla Health
দুইটাই সঠিক। আসলে বুকের ব্যায়াম করলে বুকের গঠনটা সঠিক আকারে আসে, তখন ঠিক বড়ও বলা যায় না, আবার ছোটও বলা যায় না।
আর আমরা ব্যক্তিগত ভাবে হোমিও চিকিৎসা নিয়ে তেমন কিছু বলি না। আসলে বলার নেই-ও। কারণ এটা ঠিক কীভাবে কাজ করে, তার কোনো বৈজ্ঞানিক তথ্য আমাদের জানা নেই। এটা অনেকটা বিশ্বাসের মত বা পানিপড়া খাওয়ার মত। আপনার যদি বিশ্বাস হয় এতে উপকার হবে, তাহলে চিকিৎসা নিয়ে দেখতে পারেন।
shadik
sorry..আমার বয়স 16(SHADIK)
Bangla Health
নিয়মিত বুকডন দেয়া অনুশীলন করলে বুকের ফ্যাট কমে পেশী হবে, তাতে ফোলা ভাবটা কমে যেতে পারে।
Eleyas
sir,sunsilm sotobelay.. ai rog sarta বাশেঁর chonci baboher kra..
ar vitorar gegts ber kra deya hoto…Apnader motomot ki?
Bangla Health
আধুনিক নিরাপদ কার্যকরী চিকিৎসা পদ্ধতি থাকতে পুরানো পদ্ধতিতে ফিরে যাওয়ার মানে হয় না।
shadik
স্যার কাপড় পড়লে আমার স্তন তেমন বড় বুঝা যায় না।সবচেয়ে বড় সমস্যা স্তন বৃন্তে ব্যাথা।স্তন বুকের সাতে মিলিয়ে গেলে কী আর এই ব্যাথা হবে না?তাছাড়া ব্যাথা ভালো করতে কী বিশেষঙ্গ ডাক্তার দেখাব?
Bangla Health
ব্যথাটা সাধারণত সময়ের সাথে এমনিতেই মিলিয়ে যাবে। তবে বেশি হলে ডাক্তার দেখাতে পারেন।
shadik
আর একটি প্রশ্ন:প্রায় সবারই স্তনের বোটা সমতল দেখি।কিন্তু আমার স্তনের বেশিলভাগ সময় খাড়া হয়ে থাকে এর কারণ কী
Bangla Health
উত্তেজনার সময় খাড়া হতে পারে। এছাড়া জেনেটিক্যাল সমস্যা হলে।
anik
হস্তমৈথুনের কারণে গাইনেকোমাস্টিয়া হতে পারে?
Bangla Health
নির্দিষ্ট করে বলা যায় না। তবে সাধারণত সরাসরি যোগাযোগ নেই।
Shakib
স্যার আমার বয়স 17।আমার ওজন 54।আমার স্তন বৃন্তে ব্যাথা করে।কাপড়ের ঘষাতেই ব্যাথা বুঝা যায়।খুব চিন্তায় আছি।এটা কি চিকিৎসা ছাড়াই ভালো হবে না চিকিৎসা নিতে হবে??
Bangla Health
বেশিরভাগ ক্ষেত্রে কয়েক সপ্তাহ পরে ঠিক হয়ে যায়। আপনার ঠিক না হলে ডাক্তার দেখাতে হবে। নিয়মিত বুকডন দিলে বুকের গঠন ভালো হবে।
mayen
Amar age ekhon 17..amr ei problem hoise almost 2 years hoie jabe…..ar gym korarr kono sojog paicchI na……to ei obosthai amat koronio ki???ar jodi gym kori tahole ki problem solve hobe.?????Ar operation er cost koto hote pare ekto idea pawa jabe?????
Bangla Health
নির্দিষ্ট করে বলা যায় না। ডাক্তার দেখিয়ে তারপর বুঝতে হবে।
Saddam
আমার স্তনের আকার স্বাভাবিক।স্তনে কোন সমস্যা নাই।আমার শুধু স্তনের নিপল বড় ও ফুলে গেছে।যখন গরম পরিবেশে থাকি তখন শুধু নিপল বড় ও ফুলে থাকে। আবার যখন ঠান্ডা পরিবেশ পায় বা গোসল করি তখন নিপলের আকার অনেকটা স্বাভাবিক দেখা যায়।কিন্তু কাল দেখা যায়।কিছুক্ষন খালি গায়ে থাকলেও নিপল আস্তে আস্তে বড় হয় ও ফুলে থাকে। আমি এর আগে ৪টি হরমোন পরীক্ষা করেছি।হরমনে কোন সমস্যা নাই।এখন সার্জারি করতে হবে নাকি অন্য কোন চিকিৎসা করতে হবে।দয়া করে বলবেন Plz,,,,,,
গত ৭ বছর ধরে এই সমস্যায় ভুগছি।
Bangla Health
আপনার বয়স কত? ফুলে গেলে ব্যথা হয় কি?
Sohag
Boyos 21
Batha hoyna
Shamsul Hoda
Vai amar soto belay mumps hoisilo golay. Pore sheta amar testis a chole jay.. 3 din hospital a silam pore oshudh dey n ami thik hoi bt amar dan testis ta soto hoye jay… Ekhon amar age 28 ami bibahito.. Eto din kono prob face kori nai bt ekhon sex er pore amar oi soto testis ta betha kore pray e… Hostomonthon korleo betha koree.. Bt kichukhon por aste aste beths ta komte thake.. Jodi iktu help korten .. Ami ki hoise n amar ki kora uchit ..
Bangla Health
শারীরিক দুর্বলতা, দুশ্চিন্তা, ঘুমের সমস্যা, অনিয়ম, ধূমপান-নেশাজনিত কারণে শরীর-মন ঠিক না থাকলে অনেক সময় এমন হতে পারে। এসব দিকে নজর দিয়ে দেখতে পারেন। ভালো না হলে ডাক্তার দেখাবেন আবার।
ইকবাল
ভাই আমার বয়স ২৫ ৷
আমার বয়স যখন ২৹, তখন থেকেে এই সমস্যাটা ৷
আমি ভীষন বিরক্তি বোধ করছি ৷
আমায় দয়া করে বলবেন এর জন্য সার্জারি খরচ কত লাগবে ৷
pabel
আমার বয়স ২৪ বছর। ১০ বছর যাবত আমার দুই স্তনের নিচে স্তন টিস্যু এজন্য আমার স্তন বড় দেখায় এখন আমি কি চিকিৎসা নিব??
Sastho Barta
কথা গুলো পড়ার মত
মিলাদ
আসসালামুলাইকুম আমি মিলাদুন্নবী বয়স ২০ বৎসর। আমার স্তন গুলো সাধারনের তোলনায় একটু বড় এ নিয়ে আমি ফ্রেন্ড সার্কেলের কাছে প্রায় হাসাহাসির কারণ হয়।
আলহামদুলিল্লাহ স্তনে এমনিতে কোন ব্যাথা অনুভব হয় না তবে অসস্তি বোদ হয়। এটাকি গাইনেকোমাস্টিয়া? এবং একটু সলিউশন সহ জানাবেন প্লিজ?
Bangla Health
তুলনামূলক ভাবে বেশি বড় হলে বুকের ব্যায়াম করে শেপে আনতে পারেন। গাইনেকোমাস্টিয়া কি না, সেটা ডাক্তার পরীক্ষা করে বলতে পারবেন।
তুষার
আমার বর্তমান বয়স ২১ বছর,,,,,১৭ বছর বয়স থেকে আমার এই সমস্যা,,,,,আগে ছোট ছিল এখন আস্তে আস্তে বড় হচ্ছে,,,আমার স্তনে তেমন কোনো ব্যাথা নেই,,,,,আমি চিকিৎসা নিয়েছিলাম,,,,বাট ঠিক হয়নি,,,,,এখন কিভাবে কি করলে এ সমস্যা দূর করা যাবে প্লিজ একটু বলবেন??
Bangla Health
হরমোন টেস্ট করিয়ে দেখতে পারেন। আর এমনিতেই বুকের ব্যায়াম করবেন।
রাব্বি
স্যার আমার বয়স 19 আমার বুকের স্তন বড় হয়েছে আগে থেকেই একটু এখন স্বাস্থ্য ভালো হওয়ার কারণে বুকের স্তন আরো বৃদ্ধি হয়েছে টি-শার্ট শার্ট পরলে তেমন একটা বড় বুঝা যায় খালি গায়ে থাকলে বড় বুঝায় এবং অসস্তি বোধ হয় এবং বুকের ভিতর রাখো কেরকম করে করে
রাব্বি
শার্ট টি শার্ট পড়লে বড় বুঝায় না এবং বুকের ভিতর কেমন জানি করে
হাসান
আচ্ছা আমার সমস্যা হল
আমি ছোট বেলায় খুব শুকনা ছিলাম, তখন নিয়মিত খেলাধুলা করতাম। কিন্তু যখন ১০-১১ বছর বয়স তখন আমার পরিবার নতুন শহরে স্থানান্তর হয়। এতে অপরিচিত শহর হওয়ার বাইরে খেলাধুলা আর করা হয় না। বেশির ভাগ ঘরে কাটানো হতো। প্রাইভেট আর স্কুল ছাড়া আর বাইরে বের হওয়া হতো না। শারিরীক পরিশ্রম না হওয়ার দুরন আমি মোটা হতে শুরু করলাম। এবং একসময় লক্ষ্য আমার স্তন এর আকার ও বৃদ্ধি পেয়েছে। এর থেকে মুক্তির উপায়?
হাসান
আমি স্তনের কোন ব্যাথা আজ পযর্ন্ত হয় নাই
Farhad
স্যার gynecomestia রোগের সার্জারিতে স্তন ফুটো করে চর্বি অপসারন এই পদ্ধতির সার্জারি করতে সর্বনিম্ন কতো টাকা খরচ হতে পারে ? আন্দাজ করেও বলতে পারেন তবুও বলবেন !
Zinedin zidan
Amr 2 bosor par hoe help somossa ase,plz help me plz
Niloy Partho
Amar age 17.12-13 bochor thekei Amar chest ektu boro.kono betha nay.kontu betore tissuer moto.workout start korechi.ki kora Jay any suggestion
Niloy Partho
Amar weight 60.height 5.6.buke betha nay .but chest boro.halka tissu r Moto .ki kora Jay chai.
Irfan Hasan
আমার বয়স ২২ বছর, প্রায় ১মাস যাবত এইরকম সমস্যা অনুভব করতেছি, আমার বাম পাশের নিপ্পলের নিচে হাল্কা শক্ত কিছু অনুভব হয় এবং ধরলে অনকে বেথা করে, সুই বিধার মতো বেথা,,,এক্সরে আর সিবিসি করানো হইসে, সব নরমাল আসছে। এখন আমার করনীয় কি, পরামর্শ দেন আর ভালো কোন ডাক্তার রিকমেন্ড কইরেন। ধন্যবাদ
মেহেদি
আমার বয়স ২২ বছর, প্রায় ১মাস যাবত এইরকম সমস্যা অনুভব করতেছি, আমার বাম পাশের নিপ্পলের নিচে হাল্কা শক্ত কিছু অনুভব হয় এবং ধরলে অনকে বেথা করে, সুই বিধার মতো বেথা,,,এক্সরে আর সিবিসি করানো হইসে, সব নরমাল আসছে। এখন আমার করনীয় কি, পরামর্শ দেন আর ভালো কোন ডাক্তার রিকমেন্ড কইরেন। ধন্যবাদ