সমস্যা : আমার বয়স ২০ বছর। বিবাহিত। দুই মাস আগে আমার বিয়ে হয়েছে। আমরা দু’জনই সন্তান নিতে চাই না এখন। তাই আমরা ডাক্তারের পরামর্শ নিয়েছি। ডাক্তার বলেছেন, প্রথম প্রথম পিল খেলে নাকি পরবর্তীতে সন্তান নিতে অসুবিধা হয়। এটা কি সত্যি। আমার ঋতুস্রাব নিয়মিত হয়। তাই আমি প্রাকৃতিক নিয়েমের ব্যাপারটি বুঝতে চাই।
সুমি, মধ্য বাসাবো, ঢাকা
সমাধান : আপনারা বুদ্ধিমান প্রথমেই পরামর্শ চেয়েছেন। পিল খাওয়া যদিও খুব একটা ভাল না, তবুও নতুন বিবাহিতদের জন্য পিল বা প্রোটেকশন ব্যবহার করাই ভাল। মাসিকের প্রাকৃতিক নিয়ম তাদের জন্য প্রযোজ্য নয়। কারণ এতে সহজেই গর্ভধারণ হতে পারে এবং যার পরিণাম এমআর হবে। এম আর করার চাইতে প্রথম প্রথম দুই মাস পিল ও এক মাস প্রোটেকশন-এইভাবে এক বছর পার করতে পারলে ভাল হয়।
পরামর্শ দিয়েছেন-
ডা. রওশন আরা খানম
প্রসূতি ও স্ত্রীরোগ বিশেষজ্ঞ
ঢাকা মেডিক্যাল
কলেজ হাসপাতাল
সূত্র: দৈনিক ইত্তেফাক, জুন ২৭, ২০০৯
AK
আমি নতুন বিবাহিত ।আমি ফেমিকন খাওয়াচ্ছি আমার মিসেস কে ।কিছু প্রশ্ন করছি আশা করি উত্তম উত্তর পাবো ।
১।ফেমিকন খাওয়া কি পরবর্তীতে সন্তান নিতে কোন সমস্যা হতে পারে ?
২।আমি আগামী ৪ থেকে ৫ বছরের মধ্যে সন্তান নিতে চাই না ।তাহলে কি আমি ৪ , ৫ পিল খাওয়াতে পারবো ?আর এতে কি কোন সমস্যা হতে পারে ?
Bangla Health
যে কোন অ্যালোপ্যাথি ঔষধ খাওয়ার আগে ডাক্তারের সাথে পরামর্শ করে নিতে হয়। কেননা সব ঔষধেরই কিছু না কিছু পার্শ্বপ্রতিক্রিয়া আছে। এই প্রতিক্রিয়াগুলো ট্যাকল করার মত শারীরিক অবস্থায় আছেন কিনা, সেটা ডাক্তার পরীক্ষা করে বলতে পারবেন। তো এসব দেখেই ডাক্তার নির্ধারণ করেন, কার জন্য কোনটা ভালো হবে। আশা করি বুঝতে পারছেন।
Rana
Pil kawer agei sohobas ses pore pil kele kaj hbe ki??
10 minit por kea nise
AK
হ্যাঁ তা ঠিক ।কিন্তু অনেকেই বলে র্দীঘ দিন ফেমিকন খাওয়ালে নাকি পরবর্তীতে সন্তান নেয়া যায় না ।কোন একটা নার নাকি শুখিয়ে যায় ।এই কথা টা কতটুকু সত্য ?
আর আমি ৪থেকে ৫ বছরের মধ্যে সন্তান নিতে চাচ্ছি না এক্ষেত্রে আপনার কি মতামত ?
{আপনার}
Bangla Health
ঠিক এভাবে বলা যায় না। কোন পরিসংখ্যান নেই। তবে মাঝে মাঝে অন্য পদ্ধতি গ্রহণ করা ভালো।
সন্তান না নেয়াটা নির্ভর করছে আপনাদের পারিপার্শ্বিক অবস্থার উপর। আপনাদের বয়স কত? কতদিনের বিয়ে?
মারুফ
আমার বয়স ২৪ আমার স্ত্রীর ১৮.৪। আমরা ৫বছর সন্তান নিতে চাই না ।আমাদের ১টি মেয়ে আছে ।আমরা কোন পদ্ধতি গ্রহন করব?
Bangla Health
পালাক্রমে ক*ন*ড*ম এবং পিলের উপর নির্ভর করতে পারেন।
Sami
Pil khale naki mayra mota hoa jai?
Bangla Health
কিছু কিছু পিলের কিছু পার্শ্ব প্রতিক্রিয়া থাকে। এসব একেক জনের বেলায় একেক রকম হয়। আপনার বেলায় এমন হলে ডাক্তারের সাথে পরামর্শ করে অন্য পদ্ধতি বা পিল গ্রহণ করবেন।
সাইফুল
আমি বিয়ে করেছি ২০১১ মে, এবং গত ২০১২ march য়ের ১৩তারিখে আমাদের ১টা মেয়ে হয়েছে, আমি দেশের বাহিরে থাকি, আগামী অক্টোবর মাসে দেশে যা্ওয়ার কথা ভাবতেছি। এখন আমি চাইতেছি আমার স্ত্রীকে কিছু ব্যবহার না করে ৩ মাসের জন্য আমি কোনো জন্মনিয়ন্ত্রন পদ্ধতি ব্যবহার করি । কোন পদ্ধতিটা আমি ব্যবহার করলে ভাল হয় জানালে উপকরীত হব।
লিখেছি দোহা কাতার থেকে.
Bangla Health
ক*ন*ড*ম ব্যবহার করলে ভালো হবে।
Ruddro
Amar girlfriend last month er 9 tarikh concieve kore. Aj pregnency kit er madhhome sure hoese je o pregnent. Ekhon amra kono baby nite chassina. So, ki korle shobchey valo hobe kindly janaben. R amar gf er age 20. English e lekhar jonno sorry.
Bangla Health
বাচ্চা নিতে না চাইলে যত তাড়াতাড়ি পারেন ডাক্তারের সাথে যোগাযোগ করবেন।
firoz
ami jante chai masik surur theke koto din projonto baby hoyar somvobona thake?
Bangla Health
দশম থেকে ২১তম দিন পর্যন্ত।
riad
i-pill kawer niom ki. ata ki akta kale hobe.akvar sex korle akta hole hobe
Bangla Health
প্রটেকশন ছাড়া সেক্স করতে গর্ভবতী হওয়ার আশংকা থাকলে ইমারজেন্সি পিল খাওয়া যেতে পারে। সেক্স করার পর যত তাড়াতাড়ি সম্ভব এটি খাওয়া উচিত। মোটামুটি ৭২ ঘন্টার মধ্যে খেলে কাজ হতে পারে।
jubayer
আমি কোন প্রোটেকশন ছারা আমার girl friend এর সাথে অনাকাংখিতভাবে সেক্স করে ফেলছি|আমরা এখন এটা নিয়ে খুব ভয় পাচ্ছি|এখন pregnency এর থেকে বাঁচতে আমাদের কি করা উচিত ? আমার বয়স ১৮ আর আমার এর বয়স ১৬…
mamun sarker
1.hi dear …amar akta baby hoysa .but mens bondo hower porpor sex korse akhon ki baby hova ????????
2.baby hower pore j mins hoy ta bonda hower koto diner modda sex korle abar baby hoba ?????? ples: ans me …..
Bangla Health
১) না। তবে হিসাবটা রাখতে হবে মিন্স শুরুর দিন থেকে। শুরুর দিন থেকে পরবর্তী ৭ দিন সেইফ। আর মাসিক যদি নিয়মিত হয় তাহলে মাসিক শুরুর আগের ৭ দিনও সেইফ।
২) বাকি ১৪ দিন নিরাপদ নয়। বিশেষ করে ১৩ থেকে ১৭তম দিন পর্যন্ত খুবই ঝুঁকিপূর্ণ।
Rana
Pil kawer agei sohobas ses pore pil kele kaj hbe ki??
10 minit por kea nise prothom pil