জিজ্ঞাসা: আমার বয়স ২৩ বছর। বিশ্ববিদ্যালয়ের ছাত্র। দিনে তিনবার টয়লেট হয়। সকালে ঘুম থেকে ওঠার ঘণ্টা দেড়েকের মধ্যে একবার। সকালের নাশতা করার পরপরই এবং দুপুরের খাবার শেষ হওয়ার সঙ্গে সঙ্গে। কোনো কোনো দিন রাতের খাবারের পরও চাপ আসে। তবে নিয়মিত নয়। আমার প্রশ্ন হলো, খাওয়ার পরপরই টয়লেটের চাপ কেন আসে? আর এতবার কেন টয়লেটে যেতে হয়?
কামাল উদ্দীন, কিশোরগঞ্জ
পাঠকের পাঠানো এই প্রশ্নটির পরামর্শ দিয়েছেন ল্যাবএইড স্পেশালাইজড হাসপাতালের মেডিসিন, অ্যালার্জি ও রিউম্যাটোলজি বিশেষজ্ঞ ডা. জুবায়ের আহমদ
পরামর্শ: আপনি সম্ভবত ইরিটেবল বাওয়েল সিনড্রোম (আইবিএস) রোগে ভুগছেন। এ রোগের রোগীদের পরিপাকতন্ত্র অতিসংবেদনশীল থাকে। সাধারণত মনস্তাত্ত্বিক চাপ ও কিছু কিছু খাবার হজমে অপারগতার কারণে এটি হয়ে থাকে। খাদ্যাভ্যাসের ব্যাপারে আপনাকে সচেতন হতে হবে। বাইরের খাবার এড়িয়ে চলা জরুরি। শাকসবজি ও দুগ্ধজাত খাবার এই রোগের জন্য ঝুঁকিপূর্ণ। এগুলো এড়িয়ে চলবেন। আর দ্রুত একজন পরিপাকতন্ত্র বিশেষজ্ঞ দেখিয়ে পরীক্ষা-নিরীক্ষা করে সেই অনুযায়ী চিকিৎসা গ্রহণ করুন।
Leave a Reply