মূল ফটকের দুই পাশে বড় দুটি কোণে সাজানো বাহারি আইসক্রিম দেখেই যেন হিম হিম একটা আমেজ পাওয়া গেল। আইসক্রিম উৎসবের যথার্থ ফটকই বটে। ভেতরের সাদা, হলুদ, গোলাপি বেলুনগুলো দুলে দুলে অভ্যর্থনা জানাচ্ছিল আইসক্রিমপ্রেমীদের। ইগলুর সাদা, চকলেট, হলুদ, কমলা আইসক্রিমগুলোও ছিল তাদের অপেক্ষায়। ২ জুন হোটেল শেরাটনে আইসক্রিম উৎসবের উদ্বোধন করলেন ইগলুর প্রধান বিক্রয় কর্মকর্তা (হেড অব সেলস) এম এ বায়েস। সঙ্গে ছিলেন ব্র্যান্ড ম্যানেজার আকরাম হোসেন, ব্র্যান্ড এক্সিকিউটিভ ইসরাতসহ আইসক্রিমপ্রেমীরা। ২ থেকে ৫ জুন পর্যন্ত সকাল আটটা থেকে রাত ১০টা শেরাটন হোটেলের লবি রেস্টুরেন্টে জমেছিল ইগলুর এ আইসক্রিম উৎসব। মাত্র ৫০০ টাকার বিনিময়ে যত খুশি তত আইসক্রিম খাওয়া। আইসক্রিম উৎসবে ইগলুর নতুন চমক হিসেবে ছিল ১৫টি নতুন স্বাদের আইসক্রিম। ভ্যানিলা, চকলেট, ক্রিম—তিনটির সঙ্গে বিভিন্ন ফলমূল যোগ করে তৈরি করা হয়েছে ফ্রেঞ্চ ভ্যানিলা স্ট্রবেরি ক্রিম। সুইস চকলেট, ফ্লোরিডা ফ্যান্টাসি, বাটার পিকান, টপিয়ানোসহ ১৫টি নতুন আইসক্রিম হলুদ, খয়েরি, সাদা, গোলাপি, কমলা ও চকলেট রঙের এই লোভনীয় আইসক্রিমগুলো কিছুদিনের মধ্যেই বাজারে পাওয়া যাবে বলে জানালেন ইগলুর সহকারী বিক্রয় কর্মকর্তা (অ্যাসিস্ট্যান্ট সেলস ম্যানেজার) মেজবাহ উদ্দিন।
সূত্র: দৈনিক প্রথম আলো, জুন ০৮, ২০১০
Leave a Reply