ভূত-প্রেতদের রাতে তারকাদের সাজ, পর্ব: ০১
বছরের একটা রাত বরাদ্দ কেবল ভূত-প্রেতের জন্য! সেটি অক্টোবর মাসের শেষ দিন। মৃতদের স্মরণ করে পালিত হয় হ্যালোইন। এই সংস্কৃতির জন্ম ইউরোপে হলেও বিগত কয়েক বছরে এটি ছড়িয়ে পড়েছে বিশ্বের নানা প্রান্তে। এমনকি এ বছর সৌদি আরবও পালন করেছে হ্যালোইন উৎসব। তবে এই উৎসবের বয়স দুই হাজার বছরের কম না। আয়ারল্যান্ড, ইংল্যান্ড ও উত্তর ফ্রান্সের কেল্টিক জাতির মানুষেরা মনে করতেন, অক্টোবরের শেষ দিনে গ্রীষ্ম শেষ হয়। আর শীত শুরু হয়। এই গ্রীষ্ম আর শীতের মাঝামাঝি সময়ে প্রেতাত্মা ও অতৃপ্ত আত্মারা তাঁদের পুরোনো জীবনে ফিরে আসতে চায়। তাই সেই রাতে প্রেতাত্মারা পরিচিত মানুষদের সঙ্গে দেখা করতে চায়। এ জন্যই প্রেতাত্মার কারণে কারও যাতে ক্ষতি না হয়, সেই ভয়ে এই রাতে কেউ একা থাকতেন না। বরং প্রেতাত্মাদের ‘কনফিউজড’ করতে নিজেরাই সন্ধ্যা থেকে প্রেতাত্মা সেজে সারা রাত উৎসব করতেন! একনজরে দেখে নেওয়া যাক তারকাদের হ্যালোইনের সাজপোশাক।
১ / ১২
২ / ১২
৩ / ১২
৪ / ১২
৫ / ১২
৬ / ১২
৭ / ১২
৮ / ১২
৯ / ১২
১০ / ১২
১১ / ১২
১২ / ১২
সূত্র : প্রথমআলো ডট কম
ছবি: ইনস্টাগ্রাম থেকে
Leave a Reply