দাঁতের সৌন্দর্য বৃদ্ধিতে দাঁতকে সাদা, ঝকঝকে করার জন্য মানুষ লবণ, ছাই, দাঁত সাদা করার টুথপেস্ট-কত কিছুই না ব্যবহার করছে। দাঁত ক্ষয় হলে দাঁতের রঙের সঙ্গে মিলিয়ে ফিলিং করা যায়। দাঁত আঁকাবাঁকা হলেও সেগুলোকে সঠিক স্থানে নিয়ে আসার চিকিৎসা বাংলাদেশে এখন আর নতুন নয়। কিন্তু বিবর্ণ বা রং পরিবর্তন হয়ে যাওয়া দাঁত সাদা ঝকঝকে করার চিকিৎসা উন্নত বিশ্বে থাকলেও বাংলাদেশে তা খুব সীমিত আকারে ছিল। সম্প্রতি ঢাকায় চালু হয়েছে বিবর্ণ দাঁত সাদা করার আধুনিক চিকিৎসাব্যবস্থা।
কীভাবে দাঁত সাদা করে
৩৫ শতাংশ হাইড্রোজেন পার-অক্সাইড ২০ ন্যানোমিটার সিলিকন ডাই-অক্সাইড এবং অন্যান্য নিরাপদ বিশেষ পদার্থের সমন্বয়ে তৈরি একটি জেলকে দাঁতের ওপর প্রয়োগ করে ১০ মিনিট সময় মেশিনের সাহায্যে বিশেষ আলো দাঁতের ওপর প্রতিস্থাপন করে দাঁতের রং পরিবর্তন করা হয়। এই মেশিন থেকে বের হওয়া আলো সম্পূর্ণ নিরাপদ। এটা দাঁতের শিকড়ের ভেতরের স্মায়ু রক্তে প্রদাহ সৃষ্টি করে না। এ পদ্ধতিতে ব্যবহৃত জেল দাঁতে লাগানোর আগে দাঁতের গোড়ার মাঢ়ির চারদিকে প্রতিরোধক একটি পদার্থের আবরণ লাগিয়ে দেওয়া হয়, ঠোঁট এবং এর ভেতরের দিকেও আর একটি প্রতিরোধক জেল লাগানো হয়। এ পদ্ধতিতে দাঁত সাদা করার কার্যকরতা যেকোনো সাধারণ প্রক্রিয়ার চেয়ে ৩০ শতাংশ বেশি।
কোন কোন ধরনের সমস্যার সমাধান দেওয়া যায়-
— জন্মগ্রহণের আগে মায়ের অ্যান্টিবায়োটিক গ্রহণের কারণে শিশুর পরবর্তী সময়ে আসল দাঁতের যে নীলাভ দাগ হয়।
— জন্মগতভাবেই হলদে, বাদামি বা লালচে দাঁত।
— যেকোনো কারণে বাদামি হওয়া দাঁত।
যোগাযোগঃ ইন্টিমেট ডেন্টালকেয়ার, সাতমসজিদ রোড, ধানমন্ডি, ঢাকা। ফোনঃ ৮৬১২১৩৬
সূত্র: দৈনিক প্রথম আলো, জুন ১১, ২০০৯
Leave a Reply