সমস্যাঃ আমার বয়স ১৯ বছর। আমার শরীরে প্রচুর সাদা ছুলিতে ভরে গেছে। চার-পাঁচ বছর ধরে এতে ভুগছি। এত দিন অনেক ওষুধ খেয়েছি এবং দুবার বিশেষজ্ঞকেও দেখিয়েছি, কিন্তু কোনো লাভ হয়নি। এ অবস্থায় আমি কী করতে পারি? আমার আরেকটা সমস্যা হচ্ছে, ছোটবেলা থেকে আমার মুখে সাদা সাদা গোল গোল দাগ হতো, কিন্তু সেগুলো বর্তমানে নেই। মাঝেমধ্যে অ্যালার্জি-জাতীয় কোনো খাবার খেলে মুখ চুলকায় ও খসখসে হয়। একটি অয়েন্টমেন্ট ব্যবহারের ফলে মুখের কিছু জায়গায় চুলকায় ও খসখসে হয় এবং ওই জায়গাগুলো চড়চড়ে ও মুখের চেয়ে জায়গাগুলো বেশি সাদা বোঝা যায়। মুখে আমি কোনো প্রকার প্রসাধনী ব্যবহার করতে পারি না। এ অবস্থায় আমি কী করতে পারি? জানতে চাই, শীত ও গরমে কী প্রসাধনী ব্যবহার করতে পারি এবং মুখের সাদা দাগ কীভাবে দূর হতে পারে। এসব সমস্যা দেখা দিলে আমি ওষুধ সেবনের ফলে সেগুলো দূর হয়, কিন্তু আবার নতুন করে দেখা দেয়। আমি একেবারে এসব সমস্যার সমাধান চাই।
মাহবুবা সুলতানা, বগুড়া।
পরামর্শঃ আপনি চিঠিতে উল্লিখিত অয়েন্টমেন্টটি আর ব্যবহার করবেন না। শরীরে সাদা রঙের দাগ অনেক কারণেই হতে পারে। না দেখে ও পরীক্ষা-নিরীক্ষা না করে এ ব্যাপারে পরামর্শ দেওয়া ঠিক নয়। আপনার ত্বকের কয়েকটি পরীক্ষা-নিরীক্ষা করার প্রয়োজন হতে পারে। আপনার ত্বকের সমস্যার চিকিৎসা হয়তো নতুন করে শুরু করতে হবে। আগের ব্যবস্থাপত্রে দেওয়া ওষুধের কোর্স শেষ হলে আপনি একজন অভিজ্ঞ চর্মরোগ বিশেষজ্ঞের সঙ্গে দেখা করুন।
পরামর্শ দিয়েছেন
রাশেদ মোহাম্মদ খান
ত্বক বিশেষজ্ঞ, সহযোগী অধ্যাপক
স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতাল
সূত্র: দৈনিক প্রথম আলো, জুন ১১, ২০০৯
Leave a Reply