হাইলাইটস
- সানিয়া কিন্তু একা নন,
- খেয়াল করে দেখবেন ভারতীয় এথনিক লুকে যে কোনও বয়সের,
- যে কোনও ফিগারের মহিলাদেরই সুন্দর লাগে।
অবশ্য সানিয়া কিন্তু একা নন, খেয়াল করে দেখবেন ভারতীয় এথনিক লুকে যে কোনও বয়সের, যে কোনও ফিগারের মহিলাদেরই সুন্দর লাগে। ডিজাইনার ব্লাউজের সঙ্গে ম্যাচিং ঘাগরা বা লেহেঙ্গা, সঙ্গে ভারি গয়না (কুন্দনের সেট হলে তো কথাই নেই), কপালে অবশ্যই একটি টিকলি এবং হালকা মেক আপ। ব্যস্ তাহলেই সেই মহিলার সাজ সুপারহিট। সদ্য দুর্গাপুজো গেল, দীপাবলিও শেষ। আর কিছুদিন পরই শুরু হবে বিয়ের সিজন। আর তার জন্য সানিয়ার মীনাক্ষী সুন্দরেশ্বর লুকটি কিন্তু একদম পারফেক্ট।
লেহেঙ্গা-চোলি
এই যেমন এই ছবিটিতে সানিয়া পরেছেন একটি হলুদ রঙের ডিজাইনার লেহেঙ্গা। একই রকম লেহেঙ্গায় আপনিও সেজে উঠতে পারেন। তা আপনার বয়স যাই হোক না কেন। ক্যারি করতে পারলে আপনি স্লিভলেস ব্লাউজ পরুন। পিঠের ডিজাইন ডিপ কাট হলেই ভালো লাগে। সুন্দর হলদে ওড়নাটি ডান কিংবা বাঁ দিকের কাঁধে রাখুন।
কোমরের দিক দিয়ে ঘুরিয়ে পিছন থেকে দুই হাতে ওড়নার ধারগুলি আলতো করে রাখুন। গলায় গয়না পরার দরকার নেই। তবে কানের দুলটি যেন ভারি হয়। চুল নিজের ইচ্ছে মতো খোঁপা করুন। অনেকটা লম্বা চুল হলে বেণীও করতে পারে। বিয়ে বাড়ির অনুষ্ঠানে এই সাজে গেলে খোঁপা কিংবা বেণীতে ফুল দেওয়া কিন্তু মাস্ট। হলুদ পোশাকের সঙ্গে হোলকা গোলাপি লিপস্টিক খুব ভালো লাগে। চোখে গাঢ় কাজল। অনুষ্ঠান বাড়িতে আপনিই হয়ে উঠবেন ফ্যাশনিস্তা।
ঘাগরা-চোলি
সানিয়ার এই লুকটি দেখুন। হলদেটে সবুজের এই ঘাগরার কিন্তু কোনও তুলনা হয় না। তার সঙ্গে ডিপ কাটের ব্লাউজের কম্বিনেশন তো অসাধারণ। তবে বাঙালি ঘরোয়া অনুষ্ঠানে বলিউড নায়িকাদের মতো এতটা ডিপ কাটের ব্লাউজ পরা হয়তো অনেক ক্ষেত্রেই সম্ভব হয় না। বা পরতে পছন্দ করেন না। সেক্ষেত্রে ব্লাউজের ডিপ কাট কমিয়ে স্মল করা যেতেই পারে।
ব্লাউজের ডিজাইন নিজের পছন্দ এবং সুবিধে মতো দেওয়াই ভালো। তবে ঘাগরা চোলির ম্যাচিং-এর কোনও তুলনা হয় না। কানে বেশ ভারি একটি দুল, সিঁথিতে ভারি টিকলি, চুল আঁটো করে বাঁধা। মেক আপটাও হতে হবে রুচিশীল। ন্যুড মেকআপ, স্মোকি আই এই পোশাকের সঙ্গে খুব ভালো মানায়। সঙ্গে অবশ্যই হিল জুতো। হাতের ক্লাচটিও ড্রেসের সঙ্গে মানানসই হতে হবে কিন্তু।
শাড়ি
এথনিক সাজের কথা উঠলে সুপার ডুপার হিট পোশাকটি হল ‘এক মেব দ্বিতীয়ম’ শাড়ি। সানিয়ার এই রয়্যাল ব্লু রঙের সিল্কের শাড়িটি দেখুন। যে সিম্পল কিন্তু সফিস্টিকেটেড। এর সঙ্গে বেশি সাজের দরকারই পরে না। হাতে একটি চওড়া চূড় কিংবা সুন্দর ঘড়ি, কানে দুল আর মুখে একটা মিষ্টি হাসি দিলেই এই শাড়ির সঙ্গে মানিয়ে যাবে।
গাঢ় মেক-আপের যুগ আর নেই। এই শাড়ির সঙ্গেও হালকা মেক-আপ মানাবে। আর যদি গাঢ় লিপস্টিক পছন্দ করেন তাহলে চোখের মেকআপ একদম হালকা করুন। তাহলেই কেল্লা ফতে। সানিয়ার মতো সাবেকি স্টাইলে চুল বাঁধতে পারেন। তবে এই শাড়ির সঙ্গে যে কোনও হেয়ার স্টাইলই মানাবে।
নীল রং গেল এবার গোলাপিতে আসি। সিল্ক-শিফন শাড়িতে হালকা পারের কাজ। গোলাপি রঙের গঢ় এবং হালকা দুটি শেডে সানিয়া যেন এক সুন্দরী রাজকন্যা। শাড়ির সঙ্গে ব্লাউজের ডিজাইনটিও অনবদ্য। ফ্রক হাতা স্লিভলেস ব্লাউজের সঙ্গে পিঠে শিফনের গিঁট। একেবারে সাতের দশকের স্টাইল। কানে ছোট্টো একটা দুলই সৌন্দর্য্য বাড়িনোর জন্য যথেষ্ট।
Lifestyle News in Bengali, লাইফস্টাইল খবর, Health Tips, Fashion Trends and Tips in Bangla
2021-11-08 16:17:22
Source link
Leave a Reply