কী ভাবে ডাউনলোড করবেন এই পরীক্ষার ফলাফল?
- প্রথমেই অসম পাবলিক সার্ভিস কমিশনের সরকারি ওয়েবসাইট apsc.nic.in-এ যেতে হবে পরীক্ষার্থীদের।
- এরপর ‘Written/Screening Test Results’ নামক ট্যাবে ক্লিক করতে হবে। স্ক্রিনের ডান দিকে ‘Important Links’ নামক সেকশনের মধ্যে এই ট্যাবটি খুঁজে পাবেন পরীক্ষার্থীরা।
- এই ফলাফলের pdf কপিটি ডাউনলোড করুন।
এই pdf কপিটিতে সফল প্রার্থীদের রোল নম্বর প্রদান করা হয়েছে। এখানে দেওয়া রোল নম্বরের সঙ্গে নিজের রোল নম্বর মিলিয়ে দেখুন।
মোট তিনটি পর্যায়ে গ্রহণ করা হয় এই পরীক্ষা। প্রথম পর্যায়ে থাকে প্রিলিমিনারি পরীক্ষা। যে সকল পরীক্ষার্থী প্রিলিমিনারি পরীক্ষায় উত্তীর্ণ হন, তাঁদের মেইন্স পরীক্ষায় বসার অনুমতি প্রদান করা হয়। ২০০ নম্বরের দুটি পেপার থাকে এই পরীক্ষায়। প্রতিটি পেপারের উত্তর দেওয়ার সময় থাকে দুই ঘণ্টা।
অসম সিভিল সার্ভিসের মোট ১২১টি শূন্য পদে নিয়োগের বিজ্ঞপ্তি জারি করেছে অসম পাবলিক সার্ভিস কমিশন। এর মধ্যে রয়েছে অসম সিভিল সার্ভিস (জুনিয়র গ্রেড) অসম পুলিশ সার্ভিস (জুনিয়র গ্রেড) ট্যাক্স সুপারিন্টেন্ডেন্ট, জেলা পরিবহণ অফিসার,অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার অফ ইন্ডাস্ট্রিজ, ব্লক ডেভেলপমেন্ট অফিসার, অ্যাসিস্ট্যান্ট এমপ্লয়মেন্ট অফিসার, লেবার ইনস্পেক্টর, ট্যাক্স ইনস্পেক্টর ও এক্সাইজ ইনস্পেক্টর এবং সাব-রেজিস্ট্রারের মতো বেশ কিছু গুরুত্বপূর্ণ প্রশাসনিক পদ।
Lifestyle News in Bengali, লাইফস্টাইল খবর, Health Tips, Fashion Trends and Tips in Bangla
2021-11-08 18:53:23
Source link
Leave a Reply