হাইলাইটস
- ফল কিনতে কেউ লাখ টাকা খরচ করবেন- ভারতে বাদ-ই দিন, এমন বিলাসী মানুষ এ দুনিয়ায় বিরল বলেই মনে হয়।
- কিন্তু, যদি পকেট পারমিট করে, একবার আশ মিটিয়ে নিতে পারেন।
- এক কেজি এই ফলের যা দাম তা দিয়ে একটি সোনার গয়না বা একটি জমিও কিনে নিতে পারেন।
জাপানের যুবারি মেলন, বাইরে থেকে দেখতে অনেকটাই আমাদের তরমুজের মতো। কিন্তু, স্বাদে আবার কমলালেবুর কাছাকাছি। ফল গোত্রে এটাই দুনিয়ার সবচাইতে দামি বলে জানা গিয়েছে। এতটাই দামি, এ সপ্তাহে জাপানের বাজারে একটা যুবারি মেলনের দাম উঠেছে ভারতীয় মুদ্রায় ৭ লক্ষ ৯২ হাজার টাকা। এর চাইতে কম টাকায় জাপানে নতুন গাড়ি কেনা হয়ে যাবে।
এক কেজি এই ফলের যা দাম তা দিয়ে একটি সোনার গয়না বা একটি জমিও কিনে নিতে পারেন। তবে এই ফল জাপানে মিললেও সহজলভ্য নয়। এক কেজি ইউবারি মেলনের দাম ২০ লক্ষ টাকা। এই ফল সহজে পাওয়া যায় না। এক বিশেষ বর্গের মানুষ ইউবারি মেলন বিক্রি করেন। বিলাসবহুল খাবার এবং পানীয় যেমন বার্বন, শ্যাম্পেন বা কোবে বিফের মতো ইউবারি মেলন এক বিশেষ পরিবেশের মধ্যে ইউবারি অঞ্চলে চাষ করা হয়। এই ফল বড় হতে সময় নেয় ১০০ দিন। ২০১৯ সালে এক জোড়া ইউবারি মেলন বিক্রি হয়েছিল প্রায় ৩২ লক্ষ টাকায়। বিশ্বের সবচেয়ে দামী এই ফল।
বিলাসবহুল খাবার এবং পানীয় যেমন বার্বন, শ্যাম্পেন বা কোবে বিফের মতো ইউবারি মেলন এক বিশেষ পরিবেশের মধ্যে ইউবারি অঞ্চলে চাষ করা হয়। সারা বছরই ফলে ইউবারি মেলন। অতি ধনী ব্যক্তিরা ছাড়া এই ফল কেনার সাধ্য কারও নেই। এছাড়া, জাপানে খুব কম পরিমাণেও এই ফলের ফলন হয়। তাই এটিকে বিশ্বের সবথেকে দামী ফল হিসেবে বিবেচনা করা হয়। জানা যাচ্ছে, ২০ লক্ষ টাকা প্রতি কেজি দাম হলেও ইউবারি মেলনের চাহিদাও রয়েছে ব্যাপক হারে।
তবে, জাপানে এটাই একমাত্র ফল নয়, যার দাম কেজি প্রতি লক্ষ টাকার উপরে। ওদেশে এরকম বেশ কিছু ফল এবং সবজি পাওয়া যায়, যার দাম লাখ টাকার উপরে হয়। অনেক ফল এবং সবজিই ৮০ হাজার থেকে ১ লক্ষ টাকায় কেজি প্রতিতে বিক্রি হয়। বিশ্বের দরবারে এই সমস্ত ফল এবং সবজির চাহিদাও চোখে পড়ার মতো।
Lifestyle News in Bengali, লাইফস্টাইল খবর, Health Tips, Fashion Trends and Tips in Bangla
2021-11-08 15:19:09
Source link
Leave a Reply