পরিবার-পরিজন ও বন্ধু, স্কুল-কলেজ কিংবা প্রতিষ্ঠানের সদস্যদের নিয়ে একসঙ্গে কোনো জায়গায় যাওয়ার মজাই আলাদা। আর আরামে যাওয়ার জন্য চাই ভালো একটা গাড়ি।
চার থেকে ছয়-সাত সদস্যের পরিবার নিয়ে পিকনিকে রওনা হলে এ জন্য প্রয়োজন হবে ছোট গাড়ি অথবা মাইক্রোবাস। আর একটি প্রতিষ্ঠানের সব সদস্য নিয়ে পিকনিকের প্রস্তুতি নিলে দরকার ভালো একটি বাসের। বছরের সব সময় প্রাইভেটকার ও মাইক্রোবাসের চাহিদা থাকে বলে তিন থেকে পাঁচ দিন আগেই গাড়ির বিষয়টি চুকিয়ে নিতে হবে। ঢাকার মহাখালীর সোহাগ রেন্ট-এ কারের পরিচালক নজরুল ইসলাম বলেন, গাড়ি ভাড়া করার কয়েকটি প্রক্রিয়া রয়েছে। এর মধ্যে গুরুত্বপূর্ণ হলো জ্বালানি খরচ, রাস্তার টোল কে বহন করবে। যাত্রাপথে রাস্তায় কোনো স্থানে দেরি হবে কি না ইত্যাদি আগেই ঠিক করে নেওয়া। ঢাকা থেকে এর আশপাশে একদিনের জন্য ছোট্ট গাড়ি ভাড়া নিলে পড়বে দুই থেকে আড়াই হাজার টাকা (যাবতীয় সব খরচ রেন্ট-এ কারের), খরচ নিজে বহন করলে পড়বে দেড় হাজার থেকে আড়াই হাজার টাকা। ঢাকার বাইরে হলে ওই টাকার মধ্যে আরও দুই থেকে তিন হাজার টাকা যোগ হবে (যাওয়া-আসা)। মাইক্রোবাস হলে ঢাকার জন্য খরচ হবে আড়াই থেকে সাড়ে তিন হাজার টাকা আর ঢাকার বাইরে হলে পাঁচ থেকে নয় হাজার টাকার মধ্যে পেয়ে যাবেন গাড়ি (যাওয়া-আসা)।
বাসের বেলায়: রাজধানীর মহাখালী বাস টার্মিনাল, গাবতলী বাস টার্মিনালসহ সায়েদাবাদ আন্তজেলা বাস টার্মিনাল থেকে বাস ভাড়া করতে পারেন। তবে এর জন্য উৎসবের ঠিক এক সপ্তাহ আগেই বাস ভাড়া করে রাখতে হবে।
বাস ভাড়ার ক্ষেত্রে ছোট গাড়ি ও মাইক্রোবাসের মতো কিছু পূর্ব আনুষ্ঠানিকতা নিতে হবে। তা হলো জ্বালানি খরচ, চালক ও তার সাহায্যকারী এবং রাস্তার টোল খরচ কে বহন করবে ইত্যাদি। এ ক্ষেত্রে সব খরচ বাস কর্তৃপক্ষকে বহন করার ভার দেওয়াই ভালো হবে। ২৫ থেকে ৩৫ জন লোক হলে এর জন্য আপনি ভাড়া নিতে পারেন মিনিবাস। এর সিটসংখ্যা ২৮ থেকে ৩০টি। ঢাকা ও এর আশপাশে হলে একদিনের জন্য ভাড়া পড়বে ছয় থেকে আট হাজার টাকা। ঢাকার বাইরে হলে একদিনের জন্য ভাড়া পড়বে আট থেকে ১২ হাজার টাকা। অন্যদিকে সদস্যসংখ্যা ৫০ কিংবা এর বেশি হলে আপনার দরকার হবে বড় মাপের একটি বাস। ঢাকা ও এর আশপাশের জন্য ভাড়া লাগবে ছয় থেকে নয় হাজার টাকা আর ঢাকার বাইরে হলে একদিনের ভাড়া পড়বে ১০ থেকে ১৫ হাজার টাকার মধ্যে। আপনি ভাড়া যত টাকায় করেন না কেন সঙ্গে কর্তৃপক্ষ কিংবা বাসচালকের স্বাক্ষরসংবলিত একটি রসিদ করিয়ে নেবেন অন্যথায় বিপাকে পড়তে পারেন। সঙ্গে চালকের মুঠোফোনের নম্বর ও যাত্রার করার স্থান নির্দিষ্ট করে বলে দিতে হবে। তা ছাড়া আপনি নামকরা পরিবহনগুলোর কাছ থেকেও ভাড়া বাস নিতে পারেন। সে ক্ষেত্রে ভাড়ার টাকার অর্ধেক আপনাকে আগেই দিতে হবে। টাকার পরিমাণও তুলনামূলকভাবে বেশি হবে। আর স্কুল-কলেজের শিক্ষার্থী সংখ্যা কিংবা প্রতিষ্ঠানের সদস্যা খুব বেশি হলে আপনাকে বেশ কয়েকটি বাস ভাড়া নিতে হবে। সে ক্ষেত্রে কোনো ভালো মানের প্রতিষ্ঠানের কাছ থেকে বাস ভাড়া করা বুদ্ধিমানের কাজ হবে। নতুবা পরে দেখা যাবে দু-একটি বাস নাও আসতে পারে।
বাসসংখ্যা যদি পাঁচের বেশি হয়, তাহলে পার্কিংয়ের জন্য খুব বড় জায়গার প্রয়োজন হবে। এদিকটিও আপনার মাথায় রাখতে হবে।
আনিসুর রহমান
সূত্র: দৈনিক প্রথম আলো, মে ১৮, ২০১০
Leave a Reply