মাঝেমধ্যে আমাদের মধ্যে কেউ কেউ মনে করে থাকতে পারে যে, আমাদের প্রাক্তন প্রেমিক বা এমন কেউ, যাঁর প্রতি মনে কোনও ধরনের অনুভূতি ছিল, তাঁরা অনলাইনে আমাদের ওপর নজরদারি চালাচ্ছে। যেমন- আমাদের ইনস্টাগ্রাম স্টোরি দেখা বা আমাদের ছবি লাইক করা, এমনকি কমেন্ট করাও। অর্থাৎ হন্টিংয়ের সম্ভাবনাই এ ক্ষেত্রে বেশি।
প্রাক্তনের পেছনে নজরদারি
চমকপ্রদ ভাবে, এখন বিশ্বে নতুন ডেটিং ট্রেন্ড দেখা গিয়েছে। এর নাম দেওয়া হয়েছে ‘হন্টিং’। এই শব্দটি আপনাকে ‘ঘোস্টিং’-এর স্মরণ করিয়ে দিতে পারে। অনলাইনে কাউকে পিছু করা বা স্টকিং (stalking)-এর চমকপ্রদ পন্থা।
মাঝেমধ্যে আমাদের মধ্যে কেউ কেউ মনে করে থাকতে পারে যে, আমাদের প্রাক্তন প্রেমিক বা এমন কেউ, যাঁর প্রতি মনে কোনও ধরনের অনুভূতি ছিল, তাঁরা অনলাইনে আমাদের ওপর নজরদারি চালাচ্ছে। যেমন- আমাদের ইনস্টাগ্রাম স্টোরি দেখা বা আমাদের ছবি লাইক করা, এমনকি কমেন্ট করাও। অর্থাৎ হন্টিংয়ের সম্ভাবনাই এ ক্ষেত্রে বেশি।
হন্টিং এর কারণ কিন্তু জানা যায় না
ব্রেক আপের পর হন্টিংয়ের প্রবণতা দেখা দেয় বলে অনেকে মনে করতে পারেন। কোনও ব্যক্তির সঙ্গে সম্পর্ক বিচ্ছেদ হলে, তাঁরা সামাজিক মাধ্যমে আপনার উপস্থিতিকে স্বীকৃতি জানিয়ে কৌশলগত ভাবে ফিরে আসে। এর ফলে অস্বস্তি ও অস্বচ্ছন্দ বোধ হতে পারে। কিন্তু কেন কেউ কাউকে হন্টিং করছে, তাঁর কারণ জানা খুবই বিরল।
যা বলছেন বিশেষজ্ঞরা
ডেটিং বিশেষজ্ঞরা এমন অভ্যাস বা প্রবণতার নাম দিয়েছেন হন্টিং, কারণ এটি বিশ্বে সবচেয়ে সাধারণ। ডেটিং বিশেষজ্ঞদের মতে এটি, ‘অর্থপূর্ণ যোগাযোগ নয়, বরং একটি দীর্ঘস্থায়ী উপস্থিতি।’ তাঁদের মতে, এই ডিজিটাল যুগে যোগাযোগ ভেঙে দেওয়া খুব একটা সহজ হয় না।
ভালো ডিটক্সের কাজ করে
বিশেষজ্ঞদের মতে, এর ফলে কারও অস্বস্তি হলে, তাঁরা সর্বসমক্ষে সেই ব্যক্তির সঙ্গে সোশ্যাল মিডিয়ার সমস্ত সম্পর্ক ঘুচিয়ে দিতে পারেন। তাঁদের ইনস্টাগ্রামে আনফলো করতে পারেন, এমনকি ফলোয়ারের তালিকা থেকেও সরিয়ে দিতে পারেন। আবার কোনও ব্যক্তি যদি নিজের ক্ষেত্রেও কোনও হন্টিং প্যাটার্ন লক্ষ্য করেন, তা হলে তাঁরাও ঠিক এই পন্থা অবলম্বন করতে পারেন। এটি একটি ভালো ডিটক্সের কাজ করবে।
FODA বা ফিয়ার অফ ডেটিং এগেইন, অর্থাৎ পুনরায় ডেট করতে ভয় পাওয়া
অতিমারীর যুগে প্রত্যেকের জীবনই অনিশ্চিত হয়ে পড়েছে। সমস্ত কিছু আগের মতো হবে কি না, তা এখন মনে সবসময় ঘুরপাক খেতে থাকে। আগের মতো নিজের কোনও সম্ভাব্য ডেটের সঙ্গে ঘোরাফেরা বা ওয়ান নাইট স্ট্যান্ড সম্ভব হবে না ভেবেই অনেকেই এখন পুনরায় ডেটিং শুরু করতে ভয় পাচ্ছে।
অ্যাপোক্যালিপ্সিং
অর্থাৎ আপনি যে কোনও সম্পর্কের ক্ষেত্রে এমন আচরণ করছেন, যাতে মনে হয় এটিই আপনার জীবনের শেষ পর্যায়। কেউ কেউ আবার এ-ও মত ব্যক্ত করছেন যে, পৃথিবী ধ্বংস হতে চলেছে, তাই যে সম্পর্কে জড়িয়ে আছ, সেটাই শেষ।
পেপারক্লিপিং
স্তরবিশিষ্ট আচরণ ব্যাখ্যা করতে মাইক্রোসফ্ট ওয়ার্ডের এই আইকনটি ব্যবহার করেছেন এক প্রখ্যাত ইলাস্ট্রেটার। এ ক্ষেত্রে এক ব্যক্তি কারও সঙ্গে সম্পর্কে রোম্যান্টিক ভাবে জড়াতে চান না, কিন্তু অপর ব্যক্তিটি তাঁকে ভুলে যাক, সেটাও চান না। বলা যেতে পারে, তাঁরা সম্পর্কের মধ্যে না-থেকেও থাকতে চান।
ওকফিশিং
এটি অত্যন্ত ভয়ানক একটি প্রবণতা। এ ক্ষেত্রে একজন সমস্ত বিষয় নিজের প্রগতিশীল মতামত পোষণ করার ভান করে যান, যাতে তাঁরা নিজের উপস্থিতি বজায় রাখতে পারেন।
স্লো ডেটিং
এটিকে অতিমারীর পরিণতি বলা যেতে পারে। এ ক্ষেত্রে একজন অপরজনকে সামনাসামনি দেখা করার আগে ভিডিও ডেটের মাধ্যমে জানতে ও চিনতে চান। করোনা থেকে নিরাপদে থাকার বিষয়টি মাথায় রেখে এমন করেন তাঁরা।
Lifestyle News in Bengali, লাইফস্টাইল খবর, Health Tips, Fashion Trends and Tips in Bangla
2021-11-05 19:23:44
Source link
Leave a Reply