হাইলাইটস
- অ্যাপের সাম্প্রতিক দেশব্যাপী সমীক্ষায় দেখানো হয়েছে যে,
- প্রায় ৬৫ শতাংশ একক ভারতীয় দাবি করেছেন যে, হঠাৎ করে চলে আসা অভূতপূর্ব মহামারি যৌনতা
- এবং ঘনিষ্ঠতার প্রতি তাঁদের দৃষ্টিভঙ্গি পরিবর্তন করেছে
একটি সাম্প্রতিক সমীক্ষা দেখাচ্ছে যে, অতিমারি এবং লকডাউন আসলে সিঙ্গল মানুষদের ভাবনায় বেশ পরিবর্তন এনেছে। ডেটিং অ্যাপ এবং সোশ্যাল নেটওয়ার্কিং প্ল্যাটফর্ম বাম্বল-এর দেওয়া তথ্য অনুযায়ী, এখন বেশির ভাগ সিঙ্গল মানুষ নিজেদের শারীরিক সঙ্গী খুঁজে দেওয়ার ব্যাপারে আর দ্বিধা করছেন না। নিজেরটা বুঝে নিতে হয় নিজেকেই। ফলে একা থেকেও শারীরিক চাহিদা মিটিয়ে নেওয়ার সুখের দিকে ঝুঁকছেন তাঁরা। সমীক্ষায় দেখা গেছে, বিশ্বের প্রায় ৩৪ শতাংশ ভারতীয় সিঙ্গল সেক্স নিয়ে আর কোনও ছুঁতমার্গে বিশ্বাসী নন। বরং নিজের মনের মতো করে জীবনটাকে বাঁচতে ইচ্ছুক তাঁরা। আর ঠিক এই ভাবনাতেই ভারতের থেকে বেশ পিছিয়ে আছে আমেরিকা, ইউনাইটেড কিংডম, অস্ট্রেলিয়া এবং কানাডার মতো দেশগুলি।
অ্যাপের সাম্প্রতিক দেশব্যাপী সমীক্ষায় দেখানো হয়েছে যে, প্রায় ৬৫ শতাংশ একক ভারতীয় দাবি করেছেন যে, হঠাৎ করে চলে আসা অভূতপূর্ব মহামারি যৌনতা এবং ঘনিষ্ঠতার প্রতি তাঁদের দৃষ্টিভঙ্গি পরিবর্তন করেছে। সমীক্ষায় তিন জনের মধ্যে এক জনের বেশি (প্রায় ৩৭ শতাংশ) মানুষ দাবি করেছেন যে, তাঁরা এখনই ডেটিং করছেন এমন কোনও পুরুষ বা মহিলার সঙ্গে, যাঁরা নিজেদের সামাজিক সীমানা অতিক্রম করে মনের ভাবের পাশাপাশি শারীরিক ইচ্ছেগুলোকেও মর্যাদা দিতে চায়। ফলে তাঁরা এখন আগের চেয়ে অনেক বেশি উন্মুক্ত হয়েছেন। ২০২১ সালের মার্চ মাসে ভারতে কোভিডের দ্বিতীয় প্রবাহ আঘাত হানার পর থেকেই প্রায় প্রতি তিন জনের মধ্যে এক জন (অর্থাৎ ৩৩ শতাংশ) মানুষ ডেটিং অ্যাপে দেখা হওয়া পছন্দের মানুষটির সঙ্গে বসবাস করতে শুরু করেছেন। আবার লকডাউন শিথিল হওয়ার সঙ্গে সঙ্গে আরও বেশি করে নিজেদের শারীরিক চাহিদা পূরণ করতে বা অবাধ যৌনতার দিকে ঝুঁকছেন তাঁরা।
এ কথা অস্বীকার কোনও পথ নেই যে, ভারতের বেশির ভাগ মানুষ যত বেশি অর্থডক্স বা সংরক্ষণশীল মানসিকতা নিয়ে চলুন না কেন, এখন নতুন প্রজন্ম অনেক বেশি স্বাবলম্বী হতে চায়। সেক্স নিয়ে যে রাখঢাক ব্যাপার আছে, তা নিয়ে মোটেও তারা ভাবিত নন। বরং জীবনটাকে পুরোপুরি উপভোগ করা বিশ্বাসী হচ্ছে তরুণ প্রজন্ম। সেখানে যেমন মন দেওয়া নেওয়া আছে, তেমন তার প্রকাশ ঘটবে শরীরেও। তাই সেক্স নিয়ে নীতিপুলিশি মানতে চান না কেউই। এই জায়গাতেই বহু মানুষ নানা ধরনের ডেটিং অ্যাপকে বেছে নিচ্ছেন। কথা বলে ভাল লাগলে ডেট, ব্লাইন্ড ডেট, দেখা সাক্ষাৎ বা নেহাতই ওয়ান টাইম হুক আপ তৈরি হচ্ছে। স্বাভাবিক ভাবেই তাঁরা সাহসী হচ্ছেন। তার চেয়েও বড় কথা স্বাবলম্বী হচ্ছেন। নিজেদের যৌন পছন্দ, অপছন্দ দেখে, ভেবেচিন্তেই এগোচ্ছেন তাঁরা। সেক্স মানেই যে বিয়ে বা কমিটেড কোনও সম্পর্কের আগ্ল পেরোতে হবে, তা মোটেই ভাবছেন না তাঁরা। ফলে মুক্ত চিন্তা এবং মুক্ত জীবন যাপন এক নতুন উন্মুক্ত পথের সূচনা করছে।
সাহসের সঙ্গে সঙ্গেই স্বাধীনতার হাত ধরার এই ভাবনা নিঃসন্দেহে স্বাবলম্বী করছে তাঁদের, এ কথা অস্বীকার করার কোনও উপায় নেই।
Lifestyle News in Bengali, লাইফস্টাইল খবর, Health Tips, Fashion Trends and Tips in Bangla
2021-11-05 19:52:04
Source link
Leave a Reply