এ তো গেল আন্দামান প্রবেশের পাসপোর্টের গল্প। এসব নিয়ে আজকাল আর কেউ ভাবেন না। ইন্টারনেটের কল্যাণে সমস্ত তথ্যই হাতের নাগালে। কিন্তু আমাদের দেশেই এমন একটি স্থান আছে যেখানে গেলে ভিসা লাগে তা কেউ জানেন কি?
যে সে ভিসা নয় বস্, একেবারে পাকিস্তানের ভিসা। এবং সেই স্থানটি একটি রেল স্টেশন। মানে ট্রেন টু পাকিস্তান নয়, ভিসা টু পাকিস্তান।
পায়ের তলায় যাঁদের সর্ষে তাঁরা রাজ্য বা দেশ ভ্রমণ তো বটেই বিদেশ ভ্রমণেও সমান উৎসাহী। অর্থ এবং ছুটি জমলেই ঝোলা কাঁধে নিয়ে টো টো করতে ঘুরতে বেরিয়ে পড়েন তাঁরা। টো টো কোম্পানিদের কেউ নিজের মন প্রাণ সঁপে দিয়েছে প্রকৃতিকে। কারও পছন্দ ঐতিহাসিক স্থান। কারও আবার অ্যাডভেঞ্চার না হলে মন ভরে না। কেউ কেউ এমনও আছেন যাঁরা রহস্যময় ইতিহাস এবং গায়ে কাঁটা দেওয়া অ্যাডভেঞ্চার দুইই পছন্দ করেন। এরকমই নানা স্বাদের পর্যটন প্রিয় মানুষদের জন্যই একটা দারুণ তথ্য। ভারতের এমন একটি স্থান রয়েছে যেখানে গেলে পাসপোর্ট তো লাগবেই সঙ্গে লাগবে পাকিস্তানের ভিসা। সেই স্থানের নাম আটারি শ্যাম সিং রেলওয়ে স্টেশন।
আটারি শ্যাম সি রেলওয়ে স্টেশনটি অবস্থান করছে পঞ্জাবের অমৃতসর জেলায়। অতীতে এখান দিয়েই ভারত-পাকিস্তান সমঝোতা এক্সপ্রেস চলত। এই স্টেশনে প্রবেশ করতে গেলে পাকিস্তানের ভিসা প্রয়োজন। বিদেশ আইনের ১৪ নম্বর ধারা অনুযায়ী, অমৃতসরের আটারি শ্যাম সিং স্টেশনে প্রবেশের জন্য পাকিস্তানের আসল ভিসা না থাকলে যে কোনও ব্যক্তিকে গ্রেফতার করা যেতে পারে। এবং ওই একই ধারা অনুযায়ী গ্রেফতার হওয়া ব্যক্তির জামিন পেতে প্রচুর সময় লাগে। মানে নিজের দেশের স্টেশনে প্রবেশ করার অপরাধে কয়েক বছর আপনাকে জেলে থাকতে হতে পারে।
মজার কথা হল ভারতের আর কোনও রেল স্টেশনে এমন নিয়ম নেই। আর এই অভিনবত্বের কারণেই এখানে অনেক পর্যটক একবার হলেও ঢুঁ দিয়ে আসার চেষ্টা করেন। স্টেশন চত্বরটি ভারতীয় সেনাদের কড়া নিরাপত্তা বেষ্টনীতে আবদ্ধ। স্টেশনের CCTV এক মিনিটের জন্যও বন্ধ হয় না। কোনও রকম অপ্রত্যাশিত ঘটনা রুখতে এখানে একাধিক স্তরের চেকিং চলে। স্টেশন চত্বরে কোনও কুলিকে প্রবেশ করতে দেওয়া হয় না। এমনকি যাত্রীদের ব্যাগ বা জিনিসপত্রের ওজন হালকা না হলে সমস্যার সৃষ্টি হয়।
অমৃতসর-লাহোর লাইনের শেষ স্টেশন এই আটারি শ্যাম সিং রেলওয়ে স্টেশনটি। ভারতম পাকিস্তানের সম্পর্ক, জঙ্গী অনুপ্রবেশ ইত্যাদির কথা নতুন করে বলার কিছু নেই। এই স্টেশনের এত কড়াকড়ি দেশের নিরাপত্তার স্বার্থেই। যাতে অযথা বা অকারণে কেউ স্টেশন চত্বরে ভিড় না করেন। পর্যটকরাও দূর থেকে স্টেশন দর্শন করে ফিরে যেতে বাধ্য হন।
Lifestyle News in Bengali, লাইফস্টাইল খবর, Health Tips, Fashion Trends and Tips in Bangla
2021-11-04 10:21:11
Source link
Leave a Reply