প্রতি মাসে তিন কোটি করে টিকা দেওয়া হবে বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী জাহিদ মালেক। তিনি বলেন, দেশে টিকার পর্যাপ্ত মজুদ রয়েছে। টিকা নিয়ে কোনো সমস্যা নেই। নভেম্বর থেকে প্রতি মাসে তিন কোটি করে টিকা দেওয়া হবে।
মঙ্গলবার রাজধানীর মহাখালীতে শেখ রাসেল জাতীয় গ্যাস্ট্রোলিভার ইনস্টিটিউট ও হাসপাতালে শেখ রাসেলের ৫৮তম জন্মদিন উপলক্ষে এক আলোচনা সভায় মন্ত্রী এসব কথা বলেন।
তিনি আরও বলেন, ইতোমধ্যেই ২১ কোটি ডোজ টিকা কেনার জন্য অর্ডার করা হয়েছে। ইতোমধ্যে ৬ কোটি ডোজ টিকা দেওয়া হয়ে গেছে।
প্রতি মাসেই তিন কোটি ডোজ টিকা আসছে জানিয়ে স্বাস্থ্যমন্ত্রী জানান, বিশ্বে অন্যান্য দেশে থাকা বাংলাদেশিরাও টিকা নিতে পারবেন। সেইসাথে শিক্ষার্থীদের টিকা দেওয়ার কাজও দ্রুতই শুরু হবে বলে জানান তিনি।
স্বাস্থ্য – Jamuna Television
2021-10-19 20:17:04
Source link
Leave a Reply