নিজস্ব প্রতিবেদন: এই ছুটির মরসুমে কেনাকাটা চলছে পুরোদমে। এর একটি বড় অংশই হচ্ছে অনলাইনে। আর সেখানে সাইবার অপরাধীরা হাতিয়ে নেওয়ার চেষ্টা করছে টাকা। ক্রেতাদের অবশ্যই জানতে হবে কিভাবে সুরক্ষিত থাকবে তাদের টাকা। শুধুমাত্র অনলাইন কেনাকাটা নয়, ব্যাঙ্ক লোন প্রক্রিয়া, ডিসকাউন্ট এবং ক্যাশব্যাক অফারগুলিকেও চুরি করতে ব্যবহার করা যেতে পারে।
বেশিরভাগ ভারতীয়ই দীপাবলির সময়ে কেনাকাটা করেন। এই সময়ে, বিভিন্ন ধরনের কেনাকাটা করা হয়। কোভিড -১৯ এখনও থাকায়, অনেকেই মলের মতো জায়গায় কেনাকাটা করতে দ্বিধা বোধ করছেন। তারা অনেকেই অনলাইনে কেনাকাটা করতে পছন্দ করছেন। এই প্রক্রিয়া বেশ সহজ এবং নিজের ঘরে বসেই করা যায়।
আরও পড়ুন: WB By-poll LIVE: দিনহাটায় রেকর্ড উদয়নের, বাকি ৩ কেন্দ্রেও সবুজ ঝড়! শুভেচ্ছা মমতার
জালিয়াতরা যানে যে অপেক্ষাকৃত কম সংখ্যক ব্যক্তি যে ওয়েবসাইট থেকে তারা কিনছেন বা অর্থ প্রদান করছেন সেটি যাচাই করার চেষ্টা করেন। ব্যাঙ্ক, ইকমার্স এবং অন্যান্য ব্যবসার অসংখ্য ভুয়ো ওয়েবসাইট রয়েছে যা আসল বলে মনে হয়। অনেক গ্রাহক প্রায়ই ভুয়া ওয়েবসাইটের অফার দ্বারা প্রতারিত হয়।
এর থেকে বাঁচার জন্য গ্রাহকদের উচিত ফনে কোনও রকম ডিলের বিষয়ে কথা না বলা এবং কাউকে নিজের ব্যাক্তিগত তথ্য না দেওয়া। এছারাও কোনও রকম লগ ইন তথ্য, পাসওয়ার্ড এবং ওটিপি কাউকে না দেওয়া। কোনও ওয়েবসাইট খজার জন্য গুগল সার্চ না করা কারন সেখানে ভুয়ো ওয়েবসাইট সামনে থাকতে পারে, আসলটির আগে। এছারাও গ্রাহকের প্রয়োজনীয় ওটিপি না হলে সেটা কাউকে না দেওয়া।
(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)
Zee24Ghanta: Lifestyle News
2021-11-02 15:04:29
Source link
Leave a Reply