‘রঙ যেন মোর মর্মে লাগে আমার সকল কর্মে লাগে’- গানের এই লাইনগুলোর মতোই রঙ আমাদের মননে, আমাদের কর্মে বেশ অনেকটাই প্রভাব ফেলে। চোখ বন্ধ করে একবার ভেবে দেখুন যদি প্রকৃতি হত সাদাকালো, চারিদিকে কোনো রঙ না থাকতো তবে কেমন হতো আমাদের এই চিরচেনা পৃথিবীর রূপ? মোটেই তা দৃষ্টিনন্দন হতো না। রঙ মানুষের মনে একেক ধরনের আবেগ তৈরি করে। শুধুমাত্র রঙের সঠিক ব্যবহারের মাধ্যমে আমরা বদলে ফেলতে পারি নিজের ঘরকে। ঘরের মুড তৈরিতে রঙ একটা বিরাট ভূমিকা পালন করে থাকে। এখন কথা হল রঙ কী কী ভাবে অথবা কোন জিনিসে ব্যবহার করলে ঘরকে আরো আকর্ষণীয় ভাবে ফুটিয়ে তোলা যাবে। ঘরে রঙের ব্যবহারের ক্ষেত্রে প্রথমেই যেটা আসে সেটা হল দেয়ালের রঙ। ঘরে সঠিক এবং আসবাবের সাথে মানানসই কালার স্কিম ব্যবহার করলে ঘরের চেহারাই পাল্টে যাবে। সাধারণ একটা ঘরকে সঠিক কালার স্কিম ব্যবহার করে বদলে ফেলা যায় সহজেই। এক্ষেত্রে প্রথমেই যেটা করতে হবে তা হল ঘরের আকৃতি অনুযায়ী রং নির্বাচন করতে হবে। ঘর ছোট হলে একটি রঙের বিভিন্ন শেড অথবা বড় ঘর হলে দু’রকম রং তিন শেডের সাহায্যে কালার স্কিম করলে ভাল লাগবে। ঘর ছোট এবং ছাঁদ নিচু হলে প্যাস্টেল রং ব্যবহার করতে পারেন। আমাদের যে ধরনের আবহাওয়া তাতে বেশি গাঢ় রং ব্যবহার না করাই ভাল। আর একটা কথা বিবেচনা করতে হবে ঘরে যদি গাঢ় রং যেমন- ডার্ক উড, মেহগনি কাঠ বা অ্যান্টিক কালারের কোনো আসবাব থাকে তবে দেওয়ালে হালকা রং ব্যবহার করলে ভাল লাগবে। ঘরের আরো কিছু জিনিসের রঙের ব্যবহার করা যায়। তার একটি হল জানালার পরদা। জানালা যেহেতু ঘরের অনেকটা অংশ জুড়ে থাকে তাই জানালার পরদা ঘরের অলংকরণের একটি উপাদান হিসেবে বিবেচিত হয়। পরদা নির্বাচনের ক্ষেত্রে কয়েকটা বিষয় খেয়াল রাখতে হবে। তা হল পরদা ঘরের কালার স্কিম এবং আসবাবের সাথে মানানসই হতে হবে। আবার পরদার সাথে মিলিয়ে সোফার কুশন কাভার করলেও অনেক ভাল লাগবে। এতে করে ঘরের সাজে একটা সামঞ্জস্য বজায় থাকবে। পরদা চাইলে দুই কালারের করতে পারেন। বসার ঘরে সাধারণত উজ্জ্বল গাঢ় রং দেখতে বেশি ভালো লাগে। তাই লাল-সাদার কম্বিনেশনে পরদা করতে পারেন। আবার খাবার টেবিলে ক্লথ, ন্যপকিন ইত্যাদিও ঘরের পরদার সাথে মিলিয়ে করলে দেখতে ভাল লাগে।
খাবার ঘরে পরদার রং নির্বাচনের ক্ষেত্রে হালকা রং বেশি উপযোগী হবে। এক্ষেত্রে বেছে নিতে পারেন নীল এর কোনো শেড। ঘরের র্যাক বা টেলিফোন রাখার টেবিল কভার ইত্যাদিও ঘরের পরদার সাথে মিলিয়ে করবেন। তাহলে ঘরে একটা ইউনিক লুক ফুটে ওঠবে। এরসাথে মিলিয়ে যদি লাইটিং করা যায়, ঘরে তবে পুরো ঘরের মুডটাই পাল্টে যাবে।
সূত্র: দৈনিক ইত্তেফাক, মে ০৪, ২০১০
Leave a Reply