ময়লা কাপড় ধোয়ার অভিজ্ঞতা কম-বেশি সবারই আছে। তবে কাপড়ের ধরন বুঝে কাপড় সাফাই করার নিয়মাবলী সম্পর্কে আমরা অনেকে অজ্ঞ। চলুন এবার জেনে নেই কিভাবে কাপড়ের ধরন বুঝে কাপড় ধোবেন।
সুতি কাপড়
সাদা সুতির পোশাক ধোয়ার জন্য গরম পানি ব্যবহার করুন। গরম পানিতে সাবান গুলে কিছুক্ষণ কাপড় ডুবিয়ে রাখুন।
০০ সাদা সুতির কাপড় সব সময়ই কড়া রোদে শুকাবেন। শুকিয়ে গেলে ঝক ঝকে দেখাবে।
০০ সুতি কাপড়ে হলদেটে দাগ পড়লে হলদেটে জয়গাটি সাবান দিয়ে ধুয়ে রোদে শুকিয়ে নিন।
০০ সুতির মোটা কাপড়ের জিনিস যেমন, বেড কভার, বেড শিট বা ন্যাপকিন এক সঙ্গে ধোঁয়ার প্রয়োজন পড়লে গরম পানিতে সাবানের কুচি দিয়ে ফোটান।
০০ রঙিন সুতি কাপড় ধোয়ার জন্য ঠান্ডা পানি ব্যবহার করাই শ্রেয়।
রঙিন কাপড়
০০ রঙিন কাপড় থেকে রঙ ওঠার সম্ভাবনা থাকলে পানিতে এক মুঠো লবণ গুলে নিন।
০০ আধা বালতি পানিতে ১ টেবিল চামচ ভিনেগারও মিশিয়ে নিতে পারেন। এতে করে কাপড়ের রঙ ওঠার সম্ভাবনা দূর হবে।
০০ পোশাকের রঙ ঠিক আছে কিনা তা বোঝার কিছু পদ্ধতি রয়েছে যেমন প্রথমে কাপড়টির এমন একটি অংশ ভেজান যেটা সহজে দেখা যায়না, তার ওপর সাদা কাপড় রেখে ইস্ত্রি করুন। এর পরেও যদি সাদা কাপড়ের রং সাদাই থাকে তাহলে বুঝতে হবে রং পাকা। আরেকটি পদ্ধতি হচ্ছে রঙিন পোশাকের অর্ধেকটা রোদে মেলে রাখুন। বাকি অর্ধেক ঢেকে রাখুন। কিছুক্ষণ পর লক্ষ করুন। রঙের কোনো পার্থক্য চোখে পড়ছে কি না।
সিল্ক ও অন্যান্য
০০ এসব পোশাক ঈষদুষ্ণ পানিতে ধুতে হবে। এ ধরনের পোশাক ধোয়ার পর জোরে রগড়াবেন না।
০০ হালকা ডিটারজেন্ট দিয়ে কাপড় ধোয়ার পর কয়েক ফোঁটা লেবুর রস মেশানো ঠান্ডা পানিতে কাপড়গুলো ডোবান।
এক নজরে ময়লা কাপড় পরিষ্কার
ময়লা কাপড় পরিষ্কারের জন্য নরম ব্রাশই উত্তম। পোশাকের বিভিন্ন জায়গা যেখানে ময়লা জমে সেখানে শুকনো ডিটারজেন্ট ছড়িয়ে ঘষুন।
০০ রান্না ঘরে ব্যবহার করার ফলে কিচেন এপ্রোন, ন্যাপকিনে তেলচিটে ময়লা হয়ে যায়। এসব পরিষ্কার করতে সাবান গুড়ো ও ওয়াশিং পাউডার পানিতে ফেলে ফুটিয়ে নিন। এরপর চুলার আঁচ কমিয়ে এতে প্যারাফিন গুলে নিন। এবার কাপড়গুলো ভিজিয়ে নিন। দেখবেন তেল চিট চিটে ভাব চলে যাবে।
০০ নোংরা সুতির মোজা ধোয়ার সময় ফুটন্ত সাবান পানিতে এক ফালি পাতি লেবু ফেলে দিন পরিষ্কার হয়ে যাবে।
০০ শার্টের কলারের ময়লা দূর করতে আগের দিন রাতে ঐ সব জায়গাগুলোতে ট্যালকম পাউডারের প্রলেপ দিন। এরপর ধুয়ে ফেলুন।
সূত্র: দৈনিক ইত্তেফাক, মে ০৪, ২০১০
Leave a Reply