এই সময় জীবন যাপন ডেস্ক: সকল মা-বাবাই সাধ্যমতো নিজের সন্তানের জন্য সমস্ত কিছু করার চেষ্টা করেন। ভালো শিক্ষা, ভালো লালন-পালন সুনিশ্চিত করতে তৎপর থাকেন সকলে। তবে বাচ্চা মানুষ করা মুখের কথা নয়। এর জন্য প্রয়োজন অধ্যবসায়, ধৈর্য, শৃঙ্খলা ও মমতা। সন্তান লালন-পালন শুধু মায়ের একার দায়িত্ব নয়, বাবারও এতে সমান দায়িত্ব ভাগ করে নেওয়া উচিত। বর্তমানে অনেক পুরুষই সন্তান পালনে নিজের জীবনসঙ্গীকে সাহায্য করছেন। শুধু সন্তান পালনই নয়, সাহায্যের হাত বাড়াচ্ছেন বাড়ির দৈনন্দিন কাজকর্মে। অনেক তারকাই এ ক্ষেত্রে অগ্রণী ভূমিকা গ্রহণ করেছেন। এমনই এক তারকা দম্পতি হলেন, রীতেশ দেশমুখ ও জিনিলিয়া ডিসুজা।
২০১২ সালে বিবাহ বন্ধনে আবদ্ধ হন রীতেশ দেশমুখ ও জিনিলিয়া ডিসুজা। রায়ান ও রাহিল নামে দুই ছেলেও আছে তাঁদের। সন্তান লালন-পালনের বিষয় নিজের নানান অভিজ্ঞতা ভাগ করে নেন রীতেশ ও জিনিলিয়া।
রীতেশের মতে, নিজের সন্তানের জন্য কোনটি সবচেয়ে ভালো, তা প্রতিটি অভিভাবককে চিন্তা করে দেখতে হবে। অন্যেরা কী ভাবে নিজের সন্তানকে বড় করছেন, তার দেখাদেখি আমরা কোনও সিদ্ধান্তে আসতে পারি না। তিনি বলেন, ‘বর্তমানে সমাজ নানান প্রশ্ন ছুড়ে দেয়, যা ২০ বছর আগে কেউ চিন্তা করেনি। তবে আমাদের আজকের কথা ভাবলেই হবে না, ২০ বছর পরের সমাজের কথা ভেবে কাজ করতে হবে। তখন আমাদের বাচ্চারাও প্রাপ্ত বয়স্ক হয়ে যাবে।’
আজকের যুগে সন্তানকে নিজের জন্য ভাবনা-চিন্তা করার স্বাধীনতা দেওয়া অত্যন্ত জরুরি, এমনই ধারণা পোষণ করেন রীতশ দেশমুখ।
তবে চিরকাল থেকেই সন্তান পালনের দায়িত্ব মায়ের হাতে ছেড়ে দেওয়া হয়েছে। কিন্তু এখন কী এই চিন্তাধারা পরিবর্তনের সময় এসেছে? এই প্রশ্নের উত্তরে জিনিলিয়া জানান যে, ‘এক্কেবারেই তাই। আমি ও রীতেশ যখন দৈনন্দিন কাজ ভাগ করার আলোচনা করি, তখন ভাবি যে, সে সময় আমরা কে কী করছি। সে শ্যুটিংয়ে ব্যস্ত থাকলে, বাচ্চাদের অনলাইন স্কুলিংয়ে সাহায্য করা তার পক্ষে সম্ভব নয়। তবে আমি শ্যুটিংয়ে ব্যস্ত থাকলে, তাঁকে সেটা করতে হবে। আমার মতে, কোনও সম্পর্কে বন্ধুত্ব ও সামঞ্জস্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। অনেক সময় মহিলারা না বলতে পারেন না। সমাজে এটি মেনেই নেওয়া হয়েছে যে, এমন কিছু কিছু কাজ আছে, যা শুধু মহিলাদেরই করতে হবে। পুরুষরাও কখনও কখনও এমনই প্রত্যাশা করে থাকেন এবং আমাদের এর সঙ্গেই এগিয়ে যেতে হয়।’
আজকের যুগে অধিকাংশ মহিলাই চাকরি করেন। তাঁদেরও নিজস্ব কেরিয়ার রয়েছে। তাই জিনিলিয়ার মতে, বিয়ের পর জীবনসঙ্গী হিসেবে এক সঙ্গে মিলেমিশে কাজ করতে হবে, যাতে একে অপরের সঙ্গে সম্পর্ক সহজ ও মজবুত হয়।
Lifestyle News in Bengali, লাইফস্টাইল খবর, Health Tips, Fashion Trends and Tips in Bangla
2021-09-09 11:55:40
Source link
Leave a Reply