হাইলাইটস
- বন্ধু সমস্যায় পড়লে অবশ্যই তাঁর পাশে থাকবেন,
- ভালোবাসার মানুষটিকে মন থেকে ভালোবাসবেন
- কিন্তু তাঁর জন্য নিজেকে উজাড় করে দেবেন না
সায়ন যে তিয়াসাকে শুধুমাত্র সিঁড়ি হিসেবে গত পাঁচ বছর ধরে ব্যবহার করে গিয়েছে তা তিয়াসা প্রথমে ধরতেই পারেনি। কারণ সায়ন তখন তিয়াসাকে ছাড়া পথই চলতে পারত না। নোটস জেরক্স করা, কোচিং থেকে শুরু করে কোথাও খেতে যাওয়া সব কিছু একসঙ্গে। তিয়াসা এবং পরিবারের যাবতীয় সমর্থন নিয়ে সায়ন যখন উচ্চশিক্ষার জন্য বিদেশ চলে গেল তখন থেকেই যেন হাব-ভাব, মানসিকতা সব বদলে যেতে লাগল। তিয়াসার ফোন এলেই তার বিরক্ত লাগত। মনে হত তার কাজের ব্যাঘাত ঘটছে। তিয়াসা তখনই সায়নকে সঠিক চিনতে পারল যখন বিয়ে এবং সম্পর্কের প্রসঙ্গ সচেতন ভাবে সে এড়িয়ে গেল। তখন তার কাছে তিয়াসার শিক্ষা, মানসিকতাই কিন্তু বড় হয়ে দেখা দিল। এতদিনের এত সাহায্য, আর্থিক ভাবে পাশে দাঁড়ানো কোনও কিছুর জন্যই কিন্তু কোনও কৃতজ্ঞতা বোধ ছিল না। আর তাই এমন সঙ্গীকে যে ভাবে চিনবেন-
নিজেকে কারোর জন্যই উজাড় করে দেবেন না- বন্ধু সমস্যায় পড়লে অবশ্যই তাঁর পাশে থাকবেন, ভালোবাসার মানুষটিকে মন থেকে ভালোবাসবেন কিন্তু তাঁর জন্য নিজেকে উজাড় করে দেবেন না। কারণ প্রথমেই মনে রাখুন আপনার যতই ঘনিষ্ঠ আত্মীয় হোক না কেন কেউই আপনাকে মন থেকে সমর্থন করবেন না। আজকাল কিন্তু উপকারের বদলে উপকার পাওয়া যায় না। বরং সবাই চান কীভাবে আপনার থেকে পুরোটা নেওয়া যায়।
নিজের পছন্দের কাজকে প্রাধান্য দিন- সঙ্গীর স্বপ্নপূরণ করতে হবে বলে যে নিজের শখকে বিসর্জন দেবেন এমন নয়। পকেটমানি জমিয়ে অবশ্যই সঙ্গীর জন্মদিনে উপহার দিন, কিন্তু নিজেকে বাদ রেখে নয়। যদি নিজের পছন্দের কোনও কিছুর জন্য টাকা জমিয়ে থাকেন তাহলে আগে নিজের কাজ মেটান। পরে অন্যের।
টাকা ধার হিসেবেই দিন- টাকা কিন্তু যে কোনও সমস্যার মূলে। কারণ এই টাকা নিয়েই একে অপরের মধ্যে ভুল বোঝাবুঝি হয়। তাই বন্ধুকে কোনও প্রয়োজনে যদি টাকা ধার দিতে হয় তাহলে সময়মতো তা ফেরত দিন। হতেই পারে আপনার হাতে পর্যাপ্ত পরিমাণ অর্থ আছে। তাই বলে সব সময় সবার জন্য যে আপনিই খরচ করবেন এরকমটা যেন না হয়। কারণ তখন সম্পর্কের থেকেই বড় হয়ে দাঁড়ায় অর্থ।
মানুষ চিনতে শিখুন- সব মানুষের মানসিকতা যে একরকম হবে তা নয়। প্রচুর মানুষ আছেন যাঁদের কাছে আত্মবিশ্বাস এবং আত্মসম্মান ভীষণ রকম দামি। আবার কিছু মানুষ আছেন যাঁরা পরের পয়সায় ফূর্তি করতে ভালোবাসেন। প্রয়োজনে অন্যের কাছে হাত পাততেও দ্বিধা করেন না। তাই মানুষকে চেনার দায়িত্ব আপনাকেই নিতে হবে। আর যদি প্রথম থেকেই তাঁর সঙ্গে বন্ধুত্বটা হয় অর্থের সঙ্গে সম্পর্কিত তাহলে সেই সম্পর্ক থেকে দ্রুত বেরিয়ে আসাই ভালো।
Lifestyle News in Bengali, লাইফস্টাইল খবর, Health Tips, Fashion Trends and Tips in Bangla
2021-09-07 19:45:04
Source link
Leave a Reply