কাপড়চোপড় ঠিকমতো গুছিয়ে না রাখলে প্রয়োজনের সময় খুঁজে পাওয়া যায় না। আবার অগোছালো কাপড় যত্নের অভাবে নষ্টও হয়ে যেতে পারে। তাই কাপড়চোপড় সুন্দর ও পরিপাটি করে রাখার উপায় সম্পর্কে বলছিলেন গার্হস্থ্য অর্থনীতি কলেজের বস্ত্র-পরিচ্ছদ ও বয়নশিল্প বিভাগের সহকারী অধ্যাপক সানজিদা হক।
জেনে নিন
দীর্ঘ সময়ের জন্য কাপড় কিংবা পোশাক সংরক্ষণ করতে হলে ভালোভাবে ধুয়ে, শুকিয়ে, ইস্তিরি করে রাখতে হবে।
মাড় দেওয়া কাপড় বেশি দিন তুলে রাখলে পোকা ধরে যেতে পারে এবং কাপড় হলুদ রঙের হয়ে যায়।
আকৃতি ও ব্যবহারভেদে কাপড়চোপড় ভাগে ভাগে সংরক্ষণ করতে হবে। ব্লাউজ, অন্তর্বাস, রুমাল, শার্ট, ন্যাপকিন প্রভৃতি ছোট কাপড় যেন শাড়ি, বিছানার চাদর প্রভৃতি বড় কাপড়ের সঙ্গে মিলে না যায়।
সুতি ও লিনেন কাপড় ধুয়ে পরিষ্কার করে, ভালোভাবে শুকিয়ে ইস্তিরি করে কিছুক্ষণ বাতাসে রেখে তারপর নির্দিষ্ট স্থানে তুলে রাখতে হবে।
পশমি কাপড় যদি ময়লা হয় তাহলে পোকার উপদ্রব বেড়ে যায়। তাই পশমি কাপড় সুন্দর করে ধুয়ে পরিষ্কার করে শুকিয়ে ইস্তিরি করে কিছুক্ষণ বাতাসে রেখে তারপর ভাগে ভাগে আলমারি বা বাক্সের মধ্যে রাখতে হবে।
পশমি কোট, প্যান্ট, জ্যাকেট প্রভৃতি আলমারির ভেতরে হ্যাঙারে ঝুলিয়ে রাখতে হবে।
রেশমি কাপড় আলমারি বা বাক্সে রাখার আগে পরিষ্কার ও ইস্তিরি করে নিতে হয়। যদি কাপড়ে জলীয় বাষ্প থাকে তবে ছত্রাক সংক্রামিত হয়ে ছড়িয়ে যেতে পারে।
বিভিন্ন ধরনের কাপড়ের পাশাপাশি লেপ, কম্বল, কাঁথা, তোশক এসব খোলা অবস্থায় রাখলে ধুলোবালি জমে ময়লা হয়ে যায়। তাই এগুলো ভালোভাবে রোদে শুকিয়ে ঝেড়ে পরিষ্কার করে রাখতে হবে।
প্রায় সব ঘরেই অতিথিদের জন্য কিছু অতিরিক্ত লেপ, কম্বল, মশারি, চাদর থাকে। এগুলো খোলা জায়গায় রাখলে ইঁদুরে কেটে ফেলতে পারে। তাই রোদে শুকিয়ে পরিষ্কার বস্তায় ভরে মুখ ভালোভাবে বন্ধ করে নির্দিষ্ট নিরাপদ স্থানে রাখতে হবে।
যা করতে হবে
প্রতিদিন যেসব কাপড় ব্যবহার করা লাগে সেগুলো হাতের নাগালে রাখতে হবে, যাতে প্রয়োজনের সময় সহজে পাওয়া যায়।
দামি কাপড়চোপড় এবং যেসব কাপড় মাঝেমধ্যে ব্যবহার করা হয়, সেগুলো যত্নসহ আলমারির তাকে বা বাক্সের নিচের দিকে সংরক্ষণ করতে হবে।
কাপড়ের গায়ে যেসব ধাতব বোতাম, হুক প্রভৃতি থাকে সেগুলোর কারণে অনেক সময় কাপড়ে মরিচা পড়ার দাগ লেগে যায়। তাই জামাকাপড় সংরক্ষণ করার সময় কাপড়ে লাগানো এসব ধাতব বোতাম, হুক প্রভৃতি খুলে রাখতে হবে।
শার্ট, প্যান্ট, কোট, শাড়ি সব সময় হ্যাঙারে ঝুলিয়ে রাখতে হবে।
যেকোনো ধরনের কাপড় সংরক্ষণ করে রাখার সময় অবশ্যই কাপড়ের ভাঁজে ভাঁজে ন্যাপথলিন দিতে হবে।
লেপের ঢাকনি, বিছানার চাদর, মশারি প্রভৃতি সংরক্ষণের ক্ষেত্রে ভাঁজে ভাঁজে কালোজিরা, শুকনো চাপাতা বা নিমপাতা রাখলে ভালো থাকে।
মাঝেমধ্যে কাপড় রোদে দিয়ে শুকিয়ে নিলে কাপড়ের স্যাঁতসেঁতে ভাব দূর হয়ে যায়।
পশমি কাপড় আলমারিতে বা বাক্সে রাখার আগে কীটনাশক ছিটিয়ে দিন।
ন্যাপথলিন দেওয়ার পাশাপাশি পশমি কাপড়ে শুকনো নিমপাতা বা তামাকপাতাও দেওয়া যেতে পারে, যাতে কাপড় পোকায় না কাটে।
আলমারির তাক বা বাক্সের নিচে পুরোনো খবরের কাগজ বিছিয়ে দিলে পোকার আক্রমণ কম হয়। তবে খেয়াল করতে হবে, যেন কালির দাগ কাপড়ে না বসে।
রেশমি কাপড় পোকার আক্রমণ থেকে রক্ষার জন্য কাপড়ের ফাঁকে ফাঁকে ন্যাপথলিন দিন এবং মাঝেমধ্যে হালকা রোদে দিয়ে ইস্তিরি করে রাখুন।
কাপড়চোপড় আলমারি, ওয়্যারড্রোব কিংবা বাক্সে রাখার আগে সামান্য কীটনাশক ছিটিয়ে নিতে হবে। এরপর কিছুক্ষণ অপেক্ষা করে কাপড় রাখতে হবে।
যতনে রতন মেলে
বাজার থেকে আনা মোটা কাগজের বাক্সের মধ্যে শাড়ি, শার্ট, গেঞ্জি, সোয়েটার, শাল প্রভৃতি সংরক্ষণ করা ঠিক নয়। কারণ বন্ধ বাক্সের মধ্যে আলো-বাতাস ঢুকতে পারে না। ফলে কাপড়ের মধ্যে ছত্রাক জমে কাপড়ের ক্ষতি করে।
অন্ধকার ও স্যাঁতসেঁতে জায়গায় রাখলে ভেতরের কাপড় স্যাঁতসেঁতে হয়ে যায় এবং ছত্রাক জন্মাতে পারে। তাই আলমারি, ওয়্যারড্রোব বা যে বাক্সে কাপড় রাখা হবে সেটি যেন আলো-বাতাসপূর্ণ শুকনো স্থান হয়।
বর্ষাকালে সাধারণত সংরক্ষিত কাপড়চোপড় স্যাঁতসেঁতে হয়ে পড়ে। এ জন্য বর্ষা ঋতুর শেষে এসব কাপড় রোদে ভালোভাবে শুকিয়ে ইস্তিরি করে রাখতে হয়।
যেকোনো ধরনের কাপড় সংরক্ষণ করার আগে আলমারি, ওয়্যারড্রোব বা বাক্সটি ভালোভাবে ঝেড়েমুছে পরিষ্কার করে কাপড় রাখার উপযোগী করে নিতে হবে।
মডেল: তানজিলা
সূত্র: দৈনিক প্রথম আলো, মে ০৪, ২০১০
Leave a Reply