হাইলাইটস
- প্রতিদিন আমাদের অনেক মানুষের সঙ্গে আলাপ হয়,
- অনেক নতুন সম্পর্ক তৈরি হয় আর
- সেই সব সম্পর্কই আমাদের অজান্তে অনেক কিছু শিখিয়ে দিয়ে যায়
হাতে কলমে শেখা
শিশুমনে যেমন কৌতূহল থাকে তেমনই কিন্তু শেখারও একটা অদম্য ইচ্ছা থাকে। সেই সঙ্গে মনে থাকে প্রচুর প্রশ্ন। কেন হয়, কখন হয়, কী করে হয়…এক একটা সময় বড়রাও উত্তর দিতে দিতে ক্লান্ত হয়ে যেতেন। কিন্তু অবুঝ মন খুঁজে চলত অনেক কিছু। তবে ছোট বয়সে মনে কোনও আঘাত পেলে তার ক্ষত কিন্তু গদগদগে হয়ে যায়। সারা জীবন তা মনে থেকে যায়। এমন কিছু অভিজ্ঞতা হয়, যা হয়তো সারা জীবনের রসদ। চেষ্টা করলেও তা ভুলতে পারা যায় না। একটা ছোট চারাগাছ যেভাবে সার, জল পেয়ে আস্তে আস্তে বেড়ে ওঠে জীবনও কিন্তু ঠিক তাই। সময় আর অভিজ্ঞতা জীবনকে এগিয়ে যেতে সাহায্য করে। ছোটবেলায় যে কাজে বারণ করা হয় সেই কাজের উপর থাকে অদ্ভুত একটা আকর্ষণ। ভুল হয়। কিন্তু সেই ভুলই পরবর্তীতে শিক্ষকের কাজ করে।
আমরা সবার থেকে কিছু না কিছু শিখি
এই সমাজে সকলেই নানা ভাবে একে অপরের থেকে উপকৃত। সকলের থেকেই কিন্তু কিছু না কিছু শেখার থাকে। পরিবার, প্রতিবেশী, গাছপালা, পশুপাখি, শিক্ষক, ড্রাইভার, গৃহ সহায়ক, দোকানদার, চিকিৎসক— তালিকাটা কিন্তু লম্বা। প্রতিদিন আমাদের অনেক মানুষের সঙ্গে আলাপ হয়, অনেক নতুন সম্পর্ক তৈরি হয় আর সেই সব সম্পর্কই আমাদের অজান্তে অনেক কিছু শিখিয়ে দিয়ে যায়। অন্যের ভালো-খারাপ দুটোই আমরা দেখি। বোধ বুদ্ধি অনুসারে বিবেচনার দায় কিন্তু আমাদের। সমাজের প্রতি প্রতিটা মানুষ দায়বদ্ধ। একে অপরকে উৎসাহ দেওয়া, একে অন্যের অনুপ্রেরণা হয়ে কাটিয়ে দেওয়ার নামই হল জীবন। অন্যের কথা শোনাটাও কিন্তু একটা শিক্ষা। টেলিভিশন, সিরিয়াল, সিনেমা, রিয়্যালিটি শো, পার্কে খেলা, বাড়ির পোষ্য, ছবি তোলা, হাউস পার্টি, বন্ধুদের সঙ্গে ঘুরতে যাওয়া সবাই আমাদের শিক্ষক। পরিস্থিতি আমাদের অনেক চ্যালেঞ্জ দেয়, আর সেই সমস্ত চ্যালেঞ্জের মোকাবিলা করে এগিয়ে যাওয়ার শক্তি দেয় জীবন।
পরিস্থিতি আমাদের সবচেয়ে বড় শিক্ষক
জীবনটাই একটা মস্ত বড় চ্যালেঞ্জ। কখন কোনও পরিস্থিতির সম্মুখীন হতে হবে তা কেউই জানে না। বরং পরিবর্তিত পরিস্থিতির সঙ্গে আমাদের মানিয়ে নিতে শেখায়। আমাদের নিজেদের সম্পর্কে অনেক কথা জানান দেয়। বুঝিয়ে দেয় আমাদের আসল বাস্তবকে। বরং ঘুরিয়ে প্রশ্ন করতে শেখায়, আমি কে, কী আমার অস্তিত্ব। কখনও তার সোজা উত্তর পাওয়া যায়, কখনও না। নিজেদের ক্ষমতা, নিজের আত্মবিশ্বাস,নিজের ইতিবাচকতা, নিজের প্রতিভা এই সব কিছুর উত্তর দেয় সময় এবং জীবন।
মনের কথা শুনতে শেখায়
মন আমাদের অনেক কথা শোনে। অনেক কথা বোঝে। কোন পরিস্থিতিতে কী সিদ্ধান্ত নেওয়া উচিত সেটাও কিন্তু ভিতর থেকে জানান দেয় মন। কোন পরিস্থিতিতে কীভাবে মোকাবিলা করতে হবে, কী ভাবে সমস্যার সমাধান হবে সর্বোপরি মানসিক ভাবে আমাদের আগলে রাখে জীবন আর জীবনলব্ধ এই সব অভিজ্ঞতাই। তাই আজ শিক্ষক দিবসে আরও একবার মাথা নত হোক জীবনের কাছে। জীবন আমাদের অনেক কিছু ভরে দিয়েছে,প্রতি মুহূর্তে শিখিয়ে চলেছে, সুস্থ স্বাভাবিক ভাবে বেঁচে থাকার আরেক নাম হল জীবন।
Lifestyle News in Bengali, লাইফস্টাইল খবর, Health Tips, Fashion Trends and Tips in Bangla
2021-09-05 18:55:20
Source link
Leave a Reply