প্রকৃতি সেজেছে আজ রঙিন বধূর বেশে; থোকা থোকা কৃষ্ণচূড়া কিন্তু তা-ই জানান দিচ্ছে। প্রকৃতির এই সৌন্দর্যের সঙ্গে মিলেমিশে একাকার হয়ে যেতে কার না মনে সাধ জাগে! হোক না প্রখর রোদ কিংবা গরম, তাই বলে কি সাজবেন না সুন্দর সাজে! গ্রীষ্মের এই সময়টায় কেমন হবে আপনার সাজ—এসব বিষয়ে বলেছেন রেড বিউটি স্যালনের রূপবিশেষজ্ঞ আফরোজা কামাল।
গরমে ঘাম হয় বেশি। ব্রণ, ঘামাচি আর ঘামের অত্যাচারে ঢাকা পড়ে আমাদের স্বাভাবিক সৌন্দর্য। তাই এ সময় ত্বকের প্রতি একটু বাড়তি নজর দিতে হয়, পাশাপাশি শাসন করতে হয় বেয়াড়া চুলগুলো।
প্রচণ্ড গরমেও সজীব থাকার সবচেয়ে কার্যকর উপায় হচ্ছে মুখটা সুন্দরভাবে পরিষ্কার করা। সারা দিনে বেশ কয়েকবার ঠান্ডা পানির ঝাপটা দিয়ে মুখ ধুয়ে ফেলুন। ত্বকের ধরন অনুযায়ী পরিষ্কারক উপাদান বেছে নিন। তৈলাক্ত ত্বকের জন্য তেলমুক্ত পরিষ্কারক, শুষ্ক ত্বকে পানি ও গ্লিসারিনযুক্ত পরিষ্কারক এবং স্বাভাবিক ত্বকের জন্য সাধারণ পরিষ্কারক বেছে নিন। বাইরে বেরোনোর আগে রোদের তাপ থেকে ত্বককে বাঁচাতে অবশ্যই সানস্ক্রিন লোশন ব্যবহার করুন। খুব তৈলাক্ত ত্বক হলে সানব্লক পাউডার ব্যবহার করতে পারেন। সানস্ক্রিন লোশন ও সানব্লক পাউডারের এসপিএফ যেন ৩০-এর বেশি হয়, তা নিশ্চিত হয়ে নিন। বাইরে থাকলে তিন ঘণ্টা পর পর সানস্ক্রিন লোশন ব্যবহার করতে ভুল করবেন না। গরমে খুব বেশি মেকআপ করা উচিত নয়। মেকআপ খুব হালকা হতে হবে। এ ছাড়া হালকা রঙের শ্যাডো লাগাতে পারেন। আঙুল দিয়ে শ্যাডোটা খুব ভালোভাবে মিশিয়ে নিন। হালকা গোলাপি ব্লাশ-অনের ছোঁয়া টানতে পারেন আপনার গালের দুই পাশে। এতে ভালোই দেখাবে। ঠোঁটে রঙিন আভা ফুটিয়ে তুলতে হালকা রঙের লিপস্টিক ব্যবহার করতে পারেন। এ সময় ম্যাট লিপস্টিক ব্যবহার করাই ভালো। এসপিএফ ১৫-এর বেশি, এমন লিপস্টিক ব্যবহার করলে ঠোঁট সুন্দর থাকবে। ঠোঁট শুষ্ক হলে ব্যবহার করতে পারেন লিপবাম।
চোখে চিকন করে আইপেনসিলের রেখা টেনে নিন। আইলাইনারও চিকন করে টেনে নিতে পারেন। পোশাকের সঙ্গে মিলিয়ে রঙিন আই পেনসিল ব্যবহার করতে পারেন। খেয়াল রাখুন, সাজের উপাদানটি যেন পানিনিরোধক হয়, না হলে ঘামে সাজের বারোটা বাজবে।
একে তো গরম, তার ওপর ধুলাবালি। এ সময় চুল আঁটসাঁটভাবে বেঁধে রাখলে আরাম পাবেন। সামনের দিকে ছোট চুল থাকলে ক্লিপ দিয়ে আটকে নিন। এতে অনেক সজীব দেখাবে আপনাকে। চুল আধখোলা রাখতে পারেন। এ ক্ষেত্রে ঘাড়ের দুই পাশের চুলগুলো একসঙ্গে আটকে নিন। চুল একপাশে ছেড়েও রাখতে পারেন। সবচেয়ে আরাম বোধ হবে আপনার সব চুল ওপরে তুলে পনিটেইল বেঁধে রাখলে। সুবিধামতো আপনার চুল সাজিয়ে নিন। আর এক পাশে গুঁজে নিতে পারেন ছোট একটা নয়নতারা অথবা রঙিন এক থোকা কৃষ্ণচূড়া।
এবার বাইরে বেরোনোর পালা…
মনে করে ব্যাগে ওয়েট টিস্যু, সানস্ক্রিন লোশন ও ক্লিনজার নিন। আর বাড়ির মূল ফটক থেকে বের হয়ে মাথার ওপর মেলে ধরুন রঙিন ছাতা। একটু কষ্ট হলেও কী আর করা, সুন্দর থাকার জন্য এটুকু কষ্ট তো করতেই হবে, তাই না?
শান্তা তাওহিদা
মডেল: সারিকা
সূত্র: দৈনিক প্রথম আলো, মে ০৪, ২০১০
Leave a Reply