হোটেলে দরদাম
অনলাইনে বুকিং করলে আলাদা কথা কিন্তু গিয়ে যদি হোটেল বুক করেন তাহলে কিন্তু দরদাম করা যায়। অনেক হোটেলের তরফেই প্রথমে তা স্বীকার করা হয় না বটে। তবে একটু ধরাধরি করলে সামান্য হলেও দাম কমে। বেশিরভাগ ক্ষেত্রেই পর্যটকরা দরদাম বিশেষ করেন না। হোটেলের তরফে যা টাকা চাওয়া হয় তাই দিয়ে দেন। ফলে কিছু ঘর পড়ে থাকে যেগুলি দরদাম করলে কমানো যায়। তাতে গ্রাহকেরও সুবিধা হয় আবার হোটেলের লোকসান হয় না। আবার কিছু কিছু হোটেলে সন্ধ্যা ৬টার পর ঘর বুক করলে সকালের তুলনায় কম সস্তা হয়।
নিজে হোটেল বুক করুন
দালালের পরিবর্তে নিজে হোটেল বুক করুন। তাতে দালালের কমিশনের টাকাটা বেঁচে যায়। অন্যদিকে অনলাইনে কোনও ট্র্যাভেল এজেন্সির মাধ্যমে ঘর বুক করলেও কমিশনের খরচ দিতে হয়। তার চেয়ে হোটেলের ওয়াবসাইটে গিয়ে বা ফোন করে ঘর বুক করুন।
বিনামূল্যে পরিষেবা
হোটেলের কিছু বিনামূল্যে পরিষেবা থাকে। হোটেলে চেক ইন করার সময় সেগুলি ভালোভাবে জেনে নেবেন। অযথা খরচ করবেন না। সাধারণত, জল, ইস্ত্রি, ফোনের চার্জ, সাবান ইত্যাদির জন্য অতিরিক্ত টাকা নেওয়া হয় না। কোনও কোনও হোটেলে প্রাতঃরাশ বিনামূল্যে হয়। তারও খোঁজ রাখবেন। কোনও কোনও হোটেলে ট্যাক্সি বা গাড়িও বিনামূল্যে দেওয়া হয়। তার খোঁজ রাখতেও ভুলবেন না।
বুকিং বেশি হলে
অনেক সময় পিক সিজনে হোটেল পুরোপুরি ভর্তি থাকে। তা সত্ত্বেও হোটেলের তরফে ঘর বুকিং নেওয়া হয় এই ভেবে যে কোনও গ্রাহক যদি শেষ মুহূর্তে বুকিং বাতিল করেন তাহলে দ্বিতীয় ব্যক্তিকে ঘর দেওয়া হবে। শেষ পর্যন্ত বুকিং বাতিল না হলে হোটেলের তরফেই গ্রাহককে অন্য কোথাও ঘর বুক করে দেয়। এবং গ্রাহকের যাতায়াতের যাবতীয় দায়িত্বও তারা নেয়।
অপরিচ্ছন্ন ঘর
প্রতিদিন ঘর পরিষ্কার করা হোটেলের কর্তব্য এবং নিয়মের মধ্যে পড়ে। কিন্তু অনেক সময়ই দেখা যায় গ্রাহক ঘরে থাকা সত্ত্বেও নিয়মিত ঘর পরিষ্কার করা হয় না। এটা কখনওই মেনে নেবেন না। ঘর অপরিচ্ছন্ন থাকলে সঙ্গে সঙ্গে পরিষ্কার করে দিয়ে যেতে বলবেন। পরিচ্ছন্ন ঘরও আপনার বিনামূল্যে পরিষেবার মধ্যে পড়ে।
ঘরের চেহারা
রিসেপশন বা ওয়েব সাইটে দেখানো হয় যে প্রত্যেক ঘরের চেহারা এবং পরিষেবা একই রকম। বাস্তবে অনেক সময়ই তা হয় না। তাই ঘর ফাইনাল করার আগে চোখের দেখা দেখে নেবেন।
হোটেলের দালালি
হোটেলের রিসেপশন বা পরিষেবাকারীরা বেড়ানো, কেনাকাটা, গাড়ি নেওয়া ইত্যাদির ক্ষেত্রে পর্যটকদের আগ বাড়িয়ে অনেক পরামর্শ দেন। এসব ক্ষেত্রে তাঁদের কমিশন থাকে। তাই তাঁদের ভরসা না করে নিজেই গাড়ির উদ্দেশ্যে রওনা দিন। আশপাশের লোকজনকে জিজ্ঞেস করেও গাড়ি জোগাড় করে ফেলতে পারবেন। পর্যটন ক্ষেত্রগুলিতে এসব কোনও ব্যাপারই নয়।
নালিশ করবেন
হোটেলে কোনও সমস্যা থাকলে অবশ্যই নালিশ করবেন। মুখ চোরা হয়ে থাকলে নিজেরই ক্ষতি। মনে রাখবেন প্রত্যেক পরিষেবার জন্য আপনি টাকা দিচ্ছেন। হোটেলের ঘরে যতদিন থাকবেন ততদিনের টাকার বিনিময়ে সঠিক পরিষেবা নেওয়া আপনার অধিকার।
আলমারিতে ভরসা নয়
হোটেলের ঘরের আলমারিকে একেবারেই ভরসা করবেন না। মানে নিজের কোনও দামি জিনিস সেখানে রাখবেন না। তার চেয়ে খুব দামি জিনিস হলে রিসেপশনে রেখে তার রশিদ নিয়ে নিন।
Lifestyle News in Bengali, লাইফস্টাইল খবর, Health Tips, Fashion Trends and Tips in Bangla
2021-09-03 00:18:02
Source link
Leave a Reply