নিজস্ব প্রতিবেদন: কলকাতায় কি ফের মাথাচাড়া দিচ্ছে কোভিড? (Covid-19) গত ২৪ ঘণ্টায় আক্রান্ত ১২২। শতাধিক সংক্রমিত উত্তর ২৪ পরগনাতেও। মৃতের সংখ্যা বেশি নদিয়ায়। মৃত্যু হয়েছে ৫ জনের।
বৃহস্পতিবার স্বাস্থ্য দফতরের বুলেটিন (West Bengal Heath Department) অনুযায়ী, নমুনা পরীক্ষা করা হয়েছে ৪০ হাজার ২৭০ জনের। আক্রান্ত ৬৯৫। সংক্রমণের হার ১.৭৩%। কলকাতায় দৈনিক সংক্রমণ ১২২। উত্তর ২৪ পরগনায় ১০২ জন আক্রান্ত হয়েছেন। ৪১ জন সংক্রামিত দার্জিলিঙে। হাওড়া, হুগলি ও দক্ষিণ ২৪ পরগনায় আক্রান্ত যথাক্রমে ৫৪, ৪৭ এবং ৩৯।
২৪ ঘণ্টায় করোনায় মৃত্যু (West Bengal Covid Death) হয়েছে ১৩ জনের। কলকাতা ও উত্তর ২৪ পরগনায় মৃত যথাক্রমে ১ ও ৩। মৃতের সংখ্যা সর্বাধিক নদিয়ায়। মৃত ৫। এ দিন কোভিড থেকে সুস্থ হয়েছেন ৭৪৯ জন। সক্রিয় আক্রান্ত কমে হয়েছে ৮ হাজার ৭৩৪। সুস্থতার হার ৯৮.২৪ শতাংশ।
স্বাস্থ্য দফতরের তথ্য বলছে, বৃহস্পতিবার এ পর্যন্ত ৫ লক্ষ ৭৫ হাজার ৮৮৬ ডোজ টিকা (Covid Vaccine) দেওয়া হয়েছে। ৩ কোটির বেশি মানুষ পেয়েছেন টিকার প্রথম ডোজ।
আরও পড়ুন- Covid-19: উৎসবে গণ-উদযাপন করতে চাইলে দু’টি ডোজ আবশ্যক, জানাল কেন্দ্র
(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)
Zee24Ghanta: Health News
2021-09-02 22:58:54
Source link
Leave a Reply