কৈশোরের কৌতূহল অদম্য
সদ্য কৈশোরে পা দেওয়ার সঙ্গে সঙ্গেই বদলে যেতে শুরু করে নানা রসায়ন, নানা সমীকরণ। শরীরে নানা পরিবর্তন আসতে শুরু করে এবং তা ছাপ ফেলতে থাকে মনেও। একটা কথা সবচেয়ে আগে নিজের মনে বিশ্বাস করা জরুরি যে, মেন্সট্রুয়েশন সাইকল মানে তা কোনও ট্যাব্য নয়। বিভিন্ন শারীরবৃত্তীয় কার্যকলাপের মতোই এটাও অত্যন্ত সাধারণ বিষয়। এর সঙ্গে কোনও লিঙ্গের যোগাযোগ আছে, কোনও লিঙ্গের নেই। তার মানে এই নয় যে, তা লুকিয়ে রাখার দরকার। বরং কন্যা সন্তানকে আগে ভাগে তার ঋতুচক্রের জন্য মানসিক ভাবে প্রস্তুত করা জরুরি। এমনকি ছেলে সন্তানের থেকেও আলাদা করে তা লুকিয়ে রাখার প্রয়োজন নেই।
‘না শেখার শুরু’
বাঙালিদের মধ্যে অনেক কিছুই মেনে নেওয়ার প্রবণতা আছে। সন্তানকে তাই সব কিছু না মেনে, প্রত্যাখ্যান করতে শেখানোর বড় দরকারি। এখনকার যা পরিস্থিতি, তাতে বহু মা-বাবাই আত্মীয় পরিজনদের মাঝেই নিজের সন্তানের সুরক্ষা নিয়ে চিন্তায় থাকেন। সেটা স্বাভাবিকও। কিন্তু যে কোনও পরিস্থিতিতেই ‘না’ বলতে শিখতে হবে। যা কিছু স্বাভাবিক নয়, তাকে ফিরিয়ে দিতে হবে। ঠিক উল্টোদিকে কারও কাছ থেকে প্রত্যাখ্যান এলে, তাকেও যতটা সম্ভব মেনে নিতে শিখতে হবে। এর মধ্যেও লুকিয়ে আছে গ্রেস, বড় হওয়ার পাঠ। আর এই ‘না’ বলতে শেখার কাজ হবে বাড়ির চার দেওয়ালের মধ্য থেকেই।
সম্পর্কের দাবি
কৈশোরে নতুন সম্পর্কের আঁচ লাগতে শুরু করলেই বহু বাড়িতে বিপদের কালো ছায়া নেমে আসতে দেখেন অভিভাবকেরা। তা না ভেবে বরং খোলাখুলি কথা বলুন সম্পর্ক নিয়ে। সম্পর্কের দাবি দাওয়া নিয়ে। মোহ, ছোটখাটো ভালোলাগার সঙ্গে সম্পর্ক কতটা আলাদা তা বোঝাতে পারেন সন্তানকে। কিন্তু কখনওই যেন তার ধরণ শাসকের মতো না হয়। বরং সম্পর্ক হোক বন্ধুত্বপূর্ণ।
একটা কথা বোঝা খুব জরুরি। যা কিছু সহজাত, তা সময়ের সঙ্গে সঙ্গে আসবেই। কিন্তু মুক্ত চিন্তা বা আর একটু সহজ করে ভাবার মাধ্যমে যা ঘটবেই, তাকে আহ্বান জানানো যায়। একটা বয়সের পরে ছেলেকে নিয়ে মেয়ের কৌতূহল বা মেয়েকে নিয়ে ছেলের কৌতূহল হওয়া স্বাভাবিক। কিন্তু এই কৌতূহল আদৌ কোন স্তরে পৌঁছচ্ছে এবং তা নিয়ে মা-বাবার চিন্তা করার দরকার কতখানি, তা বুঝতে হবে অভিভাবককেই। বায়োলজির পাঠ অনেক সময়ে এতে সাহায্য করে। কিন্তু বাড়িতে যদি তা সুন্দর এবং মার্জিত ভাবে বোঝানো যায় সন্তানকে, তা হলে যৌনশিক্ষা দেওয়ার কাজটাও যেমন সহজ হয়, তেমনই আবার মা-বাবার সঙ্গে সন্তানের সম্পর্কও দৃঢ় হতে শুরু করে।
বয়ঃসন্ধি ভীষণ আবেগপ্রবণ। ছেলেমেয়েরা একটুতেই প্রভাবিত হয়। তাই কিশোর-কিশোরীদের ঠিক মতো শিক্ষা দেওয়ার পাশাপাশি স্বাধীনতাও দেওয়া অত্যন্ত জরুরি। খাঁচায় বন্দি করে শিক্ষা দিতে চাইলে কিন্তু পাখিও সুযোগ পেলে উড়ে পালায়। বরং আপনার সন্তানের জন্য থাকুক মুক্ত আকাশ। যৌনশিক্ষার মতো গুরুত্বপূর্ণ শিক্ষার পাঠ তাই শুরু হোক ঘরের চৌহদ্দি থেকেই।
Lifestyle News in Bengali, লাইফস্টাইল খবর, Health Tips, Fashion Trends and Tips in Bangla
2021-08-31 17:07:11
Source link
Leave a Reply