নিজস্ব প্রতিবেদন: কোভিডের তৃতীয় ঢেউয়ে শিশুদের নিয়ে পরোক্ষ চিন্তা রয়েছে সব দেশেরই৷ ফুড অ্যান্ড ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশনের (এফডিএ) প্রাক্তন প্রধান স্কট গটলিবের মতে, মার্কিন ওষুধ প্রস্তুতকারক ফাইজারের কোভিড-১৯ টিকা অক্টোবরের মধ্যেই ৫ থেকে ১২ বছর বয়সী শিশুদের ভ্যাকসিন দেওয়ার অনুমোদন পেতে পারে, এমন সম্ভাবনা রয়েছে।
১২ বছরের কম বয়সী শিশুদের মধ্যে ভ্যাকসিনের নিরাপত্তা এবং কার্যকারিতা মূল্যায়নের জন্য ফাইজার, মডার্না এবং জনসন অ্যান্ড জনসন একসঙ্গেই ক্লিনিকাল ট্রায়াল করেছে। এর ভিত্তিতে সেপ্টেম্বরেই শিশুদের জন্য ফাইজার ভ্যাকসিনের রেজাল্ট পাওয়া যেতে পারে। গাইটলিব বলেন, “ফাইজার আগামী মাসে কোনো এক সময় এফডিএ -তে তথ্য জমা দিয়ে দিতে পারে৷ এরপর ৫ বছরের বা তার বেশি বয়সের শিশুদের ভ্যাকসিনের জন্য জরুরি ব্যবহারের জন্য অনুমোদন পাওয়ার আবেদনও জমা দিতে পারে৷
আরও পড়ুন, Coronavirus: সপ্তাহের শুরুতে ৪০ হাজারের ওপরেই সংক্রমণ, কিছুটা কমল মৃত্যু
(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)
ফাইজার ২ বছর এবং তার বেশি বয়সিদের জন্যও ক্লিনিকাল ট্রায়াল পরিচালনা করছে। নভেম্বর থেকে ডিসেম্বরের মধ্যে এর রিপোর্ট পেয়ে যাবে সংস্থাটি এমনটাই বলা হচ্ছে৷ এফডিএএর প্রাক্তন প্রধান বলেন যে হয়তো চলতি বছরের শেষ থেকেই ২ বছর বয়সিদের থেকেই টিকাকরণ শুরু হয়ে যেতে পারে। কোভিডের বিরুদ্ধে ছোট বাচ্চাদের টিকা দেওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ অত্যন্ত সংক্রামক ডেল্টা প্রজাতি শিশুদেরকেও আক্রমণ করতে পারে এমন আশংকা রয়েছে। মার্কিন যুক্তরাষ্ট্রে প্রতিদিন প্রায় ৩০০ জন শিশু হাসপাতালে ভর্তি হচ্ছে। গটলিবের কথায়, মার্কিন মুলুকে স্কুল চালু হওয়ায় সংক্রমন আরও বেড়েছে৷
Zee24Ghanta: Health News
2021-08-30 15:31:49
Source link
Leave a Reply