দেশের বেশ কয়েকটি রাজ্যে যেমন বিমানবন্দরে যেতে গেলে প্রতিষেধকের ডোজ সম্পূর্ণ হয়েছে কিনা দেখা হচ্ছে আবার কোনও রাজ্যে দেখা হচ্ছে RT-PCR সার্টিফিকেট। কোনও কোনও রাজ্যে তো এখনও কোয়ারেন্টাইনে থাকার নিয়ম বহাল আছে। সবই হচ্ছে রোগ সংক্রমণ প্রতিরোধের জন্য।
জানুন কোথায় চলছে কী নিয়ম
করোনা সংক্রমণ এবং লকডাউনের জেরে দেশ তথা বিশ্বজুড়ে বিপুল পরিমাণে অর্থনৈতিক হয়েছে। সেই সব ঘাটতি ধীরে ধীরে পূরণ শুরু হয়েছে। শুরু হয়েছে ব্যবসা বাণিজ্য। কোভিড নিয়ম মেনে শুরু হযে গেছে পর্যটনও। এই বেলা পর্যটক শিল্পকে চাঙ্গা না করলে অর্থনৈতিক ধস নামবে। পর্যটকরাও দেশের বিভিন্ন রাজ্যে যাতায়াত করছেন কিন্তু তাঁদের জন্য রয়েছে নানা নিয়ম। এবং একেক রাজ্যের বিমানবন্দরে প্রবেশের নিয়ম একেক রকম। প্রতিষেধক বা RT-PCR পরীক্ষার রিপোর্ট দেখাতে হচ্ছে পর্যটকদের।
পর্যটকদের জন্য RT-PCR পরীক্ষা এত গুরুত্বপূর্ণ কেন?
দেশের কিছু রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলে প্রবেশ করতে গেলে RT-PCR পরীক্ষার প্রয়োজন হচ্ছে। পরীক্ষার ফলাফল হতে হবে সেই রাজ্যে বা কেন্দ্রশাসিত অঞ্চলের পর্যটক শুরুর ৪৮ ঘণ্টার মধ্যে। রোগ সংক্রমণ রুখতেই রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলের প্রশাসকরা এই সিদ্ধান্ত নিয়েছেন। যে সমস্ত জায়গায় এই পরীক্ষা দরকার পড়ছে সেগুলি হল-
আন্দামান (৪৮ ঘণ্টার RT-PCR পরীক্ষা আবিশ্যিক)
ছত্তিশগড় (৯৬ ঘণ্টার RT-PCR পরীক্ষা আবিশ্যিক)
ঝাড়খণ্ড (৭২ ঘণ্টার RT-PCR পরীক্ষা আবিশ্যিক)
লাদাখ (৯৬ ঘণ্টার RT-PCR পরীক্ষা আবিশ্যিক)
মিজোরাম (৪৮ ঘণ্টার RT-PCR পরীক্ষা আবিশ্যিক)
ত্রিপুরা (৭২ ঘণ্টার RT-PCR পরীক্ষা আবিশ্যিক)
কেরল, গোয়া, সিকিম
প্রতিষেধকের ডোজ সম্পূর্ণ না করলে RT-PCR পরীক্ষা আবিশ্যিক অসম, মেঘালয়, চণ্ডীগড়, পঞ্জাব, রাজস্থান, সিকিম, কেরল, গোয়া, মহারাষ্ট্র, মণিপুর, উত্তরাখণ্ড, নাগাল্যান্ড রাজ্যে।
প্রতিষেধক নেওয়া থাকলে পশ্চিমবঙ্গে প্রবেশ করা যাচ্ছে। তবে পুনে, মুম্বই এবং চেন্নাই থেকে রাজ্যে প্রবেশ করলে ৭২ ঘণ্টা RT-PCR পরীক্ষা আবিশ্যিক।
কর্ণাটক- তামিলনাড়ু
পশ্চিমবঙ্গের মতোই প্রতিষেধকের ব্যাপারে নিয়ম পালন করছে বিহার, গুজরাট, জম্মু ও কাশ্মীর, কর্ণাটক এবং তামিলনাড়ুও।
তবে দিল্লি, মহারাষ্ট্র, কেরল এবং পঞ্জাব থেকে বিহারে প্রবেশকারীরা ভ্যাক্সিনের ডোজ সম্পূর্ণ না করলে তাঁদের ৭২ ঘণ্টার RT-PCR পরীক্ষা আবিশ্যিক।
কেরল থেকে কর্ণাটকে এবং কেরল ও মহারাষ্ট্র থেকে তামিলনাড়ুতে প্রবেশের জন্য ভ্যাক্সিন না নেওয়া ব্যক্তিদের ৭২ ঘণ্টার RT-PCR পরীক্ষা আবিশ্যিক।
গুজরাট-শ্রীনগর
গুজরাটের একমাত্র সুরাটে প্রবেশের সময়ই ৭২ ঘণ্টার RT-PCR পরীক্ষার রিপোর্ট লাগছে।
শ্রীনগরে পৌঁছোতে হলে RT-PCR পরীক্ষার রিপোর্ট না থাকলে RAT অন অ্যারাইভাল হচ্ছে।
সিকিম, মণিপুর, নাগাল্যান্ড, মিজোরাম, মেঘালয়, অরুণাচল প্রদেশ, ত্রিপুরা, কেরল এবং মহারাষ্ট্র থেকে উত্তর প্রদেশের লখনউতে প্রবেশ করতে হলে ৯৬ ঘণ্টার RT-PCR পরীক্ষা আবিশ্যিক।
আগ্রা- দিল্লি
আগ্রায় পৌঁছেই পরীক্ষা করা হচ্ছে। ভ্যাক্সিনের ডোজ সম্পূর্ণ না করলে বারাণসী বা বরেলিতে ৭২ ঘণ্টার RT-PCR পরীক্ষার রিপোর্ট লাগছে।
দিল্লি থেকে কানপুর পৌঁছোতে হলে সেখানেই পরীক্ষা করতে হচ্ছে পর্যটকদের।
যদিও নির্দিষ্ট সময় অন্তর এই সব নিয়মের নানা পরিবর্তন হচ্ছে। তাই যাত্রা শুরুর আগে ভালোমতো সমস্ত নিয়ম জেনে তবেই যাত্রা শুরু করা উচিত।
Lifestyle News in Bengali, লাইফস্টাইল খবর, Health Tips, Fashion Trends and Tips in Bangla
2021-08-29 22:48:16
Source link
Leave a Reply