নিজস্ব প্রতিবেদন: আগামী মাস শুরু হতে হাতে মাত্র তিনটে দিন। সেপ্টেম্বরে অবশ্য বেশ কিছুদিন বন্ধ থাকবে রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কগুলি। আগামী মাসে মোট ১২ দিন বন্ধ থাকবে ব্যাঙ্ক। তাই গুরুত্বপূর্ণ কাজগুলি সেরে ফেলুন ঝটপট৷
রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার নির্দেশিকা অনুযায়ী সরকারি, বেসরকারি, বিদেশি, কোঅপারেটিভ এবং স্থানীয় ব্যাঙ্ক এ নির্দিষ্ট কিছু ছুটির দিন রয়েছে। সেই দিন ব্যাঙ্ক বন্ধ থাকতে বাধ্য। তবে এটাও ঠিক যে ব্যাঙ্কের ছুটির দিন এক এক রাজ্যে অনুযায়ী বদলায়৷ তবে নির্দিষ্ট কিছু ছুটির দিন রয়েছে। যেমন- প্রজাতন্ত্র দিবস (২৬ জানুয়ারি), স্বাধীনতা দিবস (১৫ অগাস্ট), গান্ধী জয়ন্তী (২ অক্টোবর), বড়দিন (২৫ ডিসেম্বর)।
এই দিনগুলি ছাড়াও দিওয়ালি, ঈদ, গুরু নানক জয়ন্তী, গুড ফ্রাইডেতেও ব্যাঙ্ক বন্ধ থাকে। পাশাপাশি আরবিআই-এর নিয়ম অনুযায়ী, মাসের সবকটি রবিবার এবং দ্বিতীয় এবং চতুর্থ শনিবারও ব্যাঙ্ক বন্ধ থাকে। তবে সেপ্টেম্বরে এই বাধ্যবাধক ছুটি ছাড়াও আরও অতিরিক্ত সাতটি দিন রয়েছে, যেদিন যেদিন ব্যাঙ্ক বন্ধ থাকবে।
রাজ্যভিত্তিক এই সাত দিনের অতিরিক্ত ছুটি রয়েছে। কারণ বিভিন্ন ধর্মীয় অনুষ্ঠান ও উৎসব রয়েছে। তাই রবিবার, দ্বিতীয়-চতুর্থ শনিবার এবং এই অতিরিক্ত সাতদিন মিলিয়ে মোট ১২ দিনের ছুটি রয়েছে৷
আরও পড়ুন, সকলের মাঝে দৃষ্টি আকর্ষণ করতে চান! জেনে নিন সহজ কয়েকটি টিপস
এক নজরে দেখে নেওয়া যাক সেগুলি কী কী?
৫ সেপ্টেম্বর- রবিবার
৮ সেপ্টেম্বর -শ্রীমন্ত শঙ্করদেব তিথি (গুয়াহাটি)
৯ সেপ্টেম্বর- তিজ (গ্যাংটক)
১০ সেপ্টেম্বর- গনেশ চতুর্থী (আমেদাবাদ, বেঙ্গালুরু, ভুবনেশ্বর, চেন্নাই, হায়দরাবাদ, মুম্বই, নাগপুর, পানাজি)
১১ সেপ্টেম্বর- শনিবার
১২ সেপ্টেম্বর-রবিবার
১৭ সেপ্টেম্বর- কর্মা পুজো (রাঁচি)
১৯ সেপ্টেম্বর- রবিবার
২০ সেপ্টেম্বর- ইন্দ্রযাত্রা (গ্যাংটক)
২১ সেপ্টেম্বর- শ্রী নারায়ণ গুরু সমাধি (কোচি এবং তিরুবন্তপুরম)
২৫-২৬ সেপ্টেম্বর- শনি ও রবিবার
(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)
Zee24Ghanta: Lifestyle News
2021-08-28 16:38:07
Source link
Leave a Reply