নিজস্ব প্রতিবেদন: দেশে ফের করোনার বাড়বাড়ন্ত। শুক্রবারই দেশে করোনা অ্যাক্টিভ কেস ছাড়িয়েছে ৩.৪৪ লক্ষ। চিন্তা বৃদ্ধি করেছে পাঁচ রাজ্যে৷ দেশের মোট সংক্রমণের ৭০ শতাংশ এই রাজ্যগুলি থেকেই আসছে৷ কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রকের তরফে যে তথ্য প্রকাশিত হয়েছে সেই পরিসংখ্যান থেকে এমনটাই জানা যাচ্ছে৷
কেরল, কর্ণাটক, তামিলনাড়ু, তেলেঙ্গানা, অন্ধ্রপ্রদেশ এই পাঁচ রাজ্যে থেকে ২.৩৯ লক্ষ আক্রান্তের সংখ্যা উঠে আসছে৷ এদের মধ্যে কেরলের পরিস্থিতি সবচেয়ে উদ্বেগজনক৷ দক্ষিণের এই রাজ্যে থেকে ৫২ শতাংশ অ্যাক্টিভ কেস আসছে দেশের মোট সক্রিয় সংখ্যায়।
অন্য সব রাজ্যেও পরিস্থিতি কম বেশি একই রকম। কর্ণাটকে সক্রিয় রোগীর সংখ্যা ১৯ হাজার ৩২৬, তামিলনাড়ুতে ১৮ হাজার ৬৯, অন্ধ্রপ্রদেশে ১৪ হাজার ৪৪৮ জন।
আরও পড়ুন, Coronavirus: তৃতীয় ঢেউয়ের চোখ রাঙানি, দেশে একদিনে ৪৬ হাজার ছাড়াল সংক্রমণ
কেন্দ্রীয় স্বাস্থ্য সচিব রাজেশ ভূষণ করোনাভাইরাস মামলার বৃদ্ধির বিষয়ে উদ্বেগ প্রকাশ করেছেন। সংক্রমণ নিয়ন্ত্রণের জন্য কড়া পদ্ধতিতে লাগাম টানার পরামর্শ দিয়েছেন রাজ্যগুলিকে। এছাড়াও কার্ফু জারি করার নির্দেশও দিয়েছেন।
প্রসঙ্গত, কো-উইন পোর্টালের (CoWIN portal) সর্বশেষ তথ্য বলছে, সারা দেশে এ দিন ৯৩ লক্ষ ৯ হাজার ৫১৬ টিকার ডোজ দেওয়া হয়েছে। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী মনসুখ মান্ডব্য (Mansukh Mandaviya) টুইট করেছেন,’ঐতিহাসিক। ভারতবাসীকে অভিনন্দন। দেশজুড়ে আজ ৯০ লক্ষের বেশি টিকা দেওয়া হয়েছে। এখনও টিকাদান চলছে।’
(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)
Zee24Ghanta: Health News
2021-08-28 12:24:05
Source link
Leave a Reply