সমস্যাঃ আমার বয়স ৩৪ বছর। অবিবাহিত। বেশ কয়েক বছর ধরে আমার ডান কিডনিতে ২·৩ সেন্টিমিটার দীর্ঘএকটি পাথর হয়েছে। মাঝেমধ্যে কিডনি/কোমর প্রচণ্ড ব্যথা হয়।তলপেটে চিনচিন করে।হোমিও চিকিৎসা করিয়েছি কিন্তু কোনো কাজ হয়নি। অপারেশন ছাড়া পাথর ভাঙার কোনো ব্যবস্থা আছে কি? এবংএ চিকিৎসা কি নিরাপদ?
কামালহোসেন, চুয়াডাঙ্গা।
পরামর্শঃ কিডনিতে পাথর হওয়াটা একটি সাধারণসমস্যা। তবে এর আকার বড় হলে (২·৩ সেন্টিমিটারের বেশি) বেশ কিছু শারীরিক সমস্যা হতে পারে।তখন এটি দ্রুত অপসারণ করা প্রয়োজন হয়।কিডনির পাথরের জন্যআধুনিক শল্যচিকিৎসা রয়েছে, যার মাধ্যমে এটি পুরোপুরি নির্মূল করা যায়।যেকোনো মূত্ররোগ ও কিডনি হাসপাতালে এ চিকিৎসা পাওয়া যাবে। গুরুত্বপূর্ণ হচ্ছে, কিডনির পাথর ভালো হয়ে যাওয়ার পরও সব সময় চিকিৎসকের পর্যবেক্ষণে থাকতে হবে। কারণভালো হয়ে যাওয়ার পরও এটি আবার হতে পারে। আপনি মেডিকেলকলেজ হাসপাতালের কিডনি ও মূত্ররোগ বিভাগে দেখা করুন। আপনার পিসি এমএল পরীক্ষাও করা লাগতে পারে।
পরামর্শ দিয়েছেন
অধ্যাপক ডা· এম এ সালাম
অধ্যাপক, ইউরোঅনকোলজি বিভাগ
বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়, ঢাকা
সূত্র: দৈনিক প্রথম আলো, মার্চ ২৫, ২০০৯
Leave a Reply