বিভিন্ন ধরের মুদির সামগ্রীর উপর দুর্দান্ত ছাড় দিচ্ছে bigbasket। দেশের বৃহত্তম অনলাইন সুপারমার্কেট কী ভাবে গ্রাহকদের জন্য এত বড় ছাড় নিয়ে হাজির হল? জানুন-
প্রায় ১ দশকের কাছাকাছি সময় ধরে ঘরের নিত্য জিনিসের অনলাইন বাজারে নজির সৃষ্টি করে চলেছে bigbasket। দেশের 25 টির বেশি শহরের 1 কোটি গ্রাহকের কাছে পরিষেবা পৌঁছে দিয়েছে এই সংস্থা। বর্তমানে, বিভিন্ন ক্যাটেগরির প্রায় 30 হাজার প্রোডাক্টের উপর ব্যাপক ছাড় দিচ্ছে bigbasket। এই ক্যাটেগরিতে যেমন রয়েছে ফল ও সবজি, তেমনই সস্তায় পাওয়া যাবে প্যাকেজ ফুড থেকে ব্যক্তিগত যত্নের জন্য জরুরি জিনিসও। উন্নত মানের প্রোডাক্টে এত বড় ছাড় কী ভাবে দিচ্ছে bigbasket? জেনে নেওয়া যাক-
#1 কমপক্ষে 20 হাজারের বেশি চাষির থেকে 85% ফল ও সবজি সরাসরি কেনা হয়
20 হাজার ভারতীয় চাষির সঙ্গে সরাসরি যোগাযোগ রেখে কাজ করে bigbasket। সংস্থার কালেকশন সেন্টারে একবার ওই ফল বা সবজি পৌঁছে গেলে, তা যত্ন সহকারে bigbasket এর ওয়ারহাউজে পৌঁছে যায়। সেখানে পরিষ্কারের পর ডেলিভারির জন্য তৈরি করা হয়। এর জন্য অতিরিক্ত কোনও খরচ হয় না এবং ন্যূনতম দামেই ঝকঝকে ফল ও টাটকা সবজি কম দামে পৌঁছে দিতে পারে bigbasket।
#2 সরাসরি ব্র্যান্ডের সঙ্গে কাজ
দেশের বৃহত্তম অনলাইন সুপারমার্কেট হিসেবে 1000 এর বেশি ব্র্যান্ডের সঙ্গে সরাসরি যুক্ত bigbasket। অর্থাৎ, কোনও প্রোডাক্টের দাম সম্পর্কে সরাসরি ব্র্যান্ডগুলির সঙ্গে আলোচনা করে অনলাইন সংস্থা। এবং এর মাধ্যমেই বড় বিক্রির ক্ষেত্রে ব্যাপক ছাড়ও সম্ভব হয়। গোটা পদ্ধতিতে কোনও ফড়ে বা দালাল না থাকায় অতিরিক্ত খরচও বাড়ে না। এর ফলেই MRP-এর থেকেও কম দামে ক্রেতাদের কাছে সামগ্রী পৌঁছে দিতে পারে bigbasket।
#3 নিজস্ব ব্র্যান্ডিংয়ের মাধ্যমে কোয়ালিটি প্রোডাক্ট উৎপাদন
চাল, আটার মতো রান্নাঘরের জরুরি জিনিস থেকে ঘর পরিষ্কারের প্রয়োজনীয় প্রোডাক্টের ক্ষেত্রে bigbasket নিজস্ব ব্র্যান্ডিংয়ের সুবিধা দিয়ে থাকে। এক্ষেত্রে যত্ন সহকারে গ্রাহকের জন্য সঠিক উৎপাদন পদ্ধতি অনুসরণ করা হয়। গোটা উৎপাদন পদ্ধতি অত্যন্ত উন্নত মানের এবং এর সাহায্যে bigbasket প্রিমিয়াম কোয়ালিটির প্রোডাক্ট খুবই কম দামে বিক্রি করতে পারে।
# 4 প্রযুক্তির মাধ্যমে ক্রেতা অভিজ্ঞতাকে বাড়ানো
bigbasket সব সময়ই ভবিষ্যতের চিন্তা করেই উদ্যোগী হয়। এই কারণেই ভবিষ্যতে সুফল দেবে, এমন প্রযুক্তিতে বিনিয়োগ করে ক্রেতা অভিজ্ঞতাকে ক্রমশই উন্নততর করে তুলছে bigbasket। প্রযুক্তি-প্রথম মানসিকতার কারণেই সঠিক ভাবে 99% ফিল-রেট এবং কোনও অপচয় নিশ্চিত করেই উৎপাদন পদ্ধতি সম্পন্ন করা হয়। ন্যূনতম অপচয় এবং অপটিমাইজড স্পেস-এর অর্থ অতিরিক্ত খরচ বাঁচানো।
জন্ম থেকেই জোগানের জরুরি নেটওয়ার্ক এবং পদ্ধতির উপর বিশেষ জোর দিয়েছে bigbasket। যার ফল হল, অনলাইন মুদি বাজারে (Online Grocery Industry) এই ভাবে এগিয়ে থাকা। আর এই লক্ষ্যেই গোটা দেশে 60 টি কালেকশন সেন্টার, 100 টি এর বেশি ওয়ারহাউজ, ডেলিভারির জন্য একটি ফ্লিট এবং 8000 এর বেশি গাড়ি এবং অবশ্যই 30 হাজারের বেশি কর্মী নিয়োগ করেছে bigbasket।
প্রতি স্টেপে bigbasket-এর এই ফিচার্সগুলিই গোটা ডেলিভারি পদ্ধতিকে মসৃণ করে তুলেছে।
#5 অতিরিক্ত সঞ্চয়ের জন্য স্ট্র্যাটেজিক পার্টনারশিপ
বড় ব্যাঙ্ক, আর্থিক প্রতিষ্ঠান, ডিজিটাল ওয়ালেটের সঙ্গে সমন্বয় রেখেই কাজ করছে bigbasket। এই পার্টনারশিপের ফলে এক্সক্লিউসিভ ছাড়, ক্যাশব্যাক এবং আরও অনেক কিছুর মাধ্যমে অতিরিক্ত সঞ্চয় সম্ভব ক্রেতার পক্ষে।
আপনার পরবর্তী অর্ডারে বড় ছাড় পেতে আজই ডাউনলোড করুন bigbasket app অথবা লগ ইন করুন www.bigbasket.com-এ।
Disclaimer: Content Produced by Big Basket
Health and Fitness Tips in Bengali শরীর-গতিক, Yoga and Exercise Tips in Bangla
2021-08-26 10:30:21
Source link
Leave a Reply