সমস্যাঃ আমার বয়স ২৫ বছর। তিন মাস ধরে আমি আমার ডান স্তনে হাত দিয়ে চাপ দিলে একটি ব্যথাহীন গোলাকার পিণ্ডের উপস্থিতি অনুভব করি। এ থেকে স্তনের আকার বিকৃতি বা ক্যান্সার হওয়ার আশঙ্কা আছে কি?
নাম প্রকাশে অনিচ্ছুক, করটিয়া, টাঙ্গাইল।
পরামর্শঃ স্তনে গোলাকার পিণ্ড হলেই যে সেটা ক্যান্সার হবে, এমন নয়। পিণ্ড বা টিউমার দুই ধরনের-ক্যান্সার টিউমার এবং বেনাইন টিউমার, যাকে নির্দোষ টিউমারও বলা যায়। স্তনের এ ধরনের ব্যথাহীন পিণ্ড থেকে ক্যান্সার নাও হতে পারে। তবে যত দ্রুত সম্ভব বিশেষজ্ঞ চিকিৎসককে দেখিয়ে এ ব্যাপারে নিশ্চিত হোন। যে ধরনের টিউমারই হোক না কেন, শুরুতেই ধরা পড়লে এর চিকিৎসা আছে। তাই লজ্জা বা দ্বিধা না করে বিশেষজ্ঞ চিকিৎসককে দেখান। নিয়ম মেনে নিয়মিত স্তন পরীক্ষা করুন। খেয়াল করুন, অন্য কোনো ধরনের গুটি বা পিণ্ডের অস্তিত্ব টের পান কি না।
তিন মাস ধরে স্তনে পিণ্ডের অস্তিত্ব অনুভব করার পরও এটা নিয়ে বসে থাকাটা ঠিক হয়নি।
পরামর্শ দিয়েছেন
অধ্যাপক ডা· আনোয়ারা বেগম
সাবেক বিভাগীয় প্রধান, স্ত্রীরোগ ও প্রসূতিবিদ্যা বিভাগ, ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল
সূত্র: দৈনিক প্রথম আলো, মার্চ ২৫, ২০০৯
Leave a Reply