ম্যালেরিয়া, ডেঙ্গি, হলুদ জ্বরের মতো ভয়ানক রোগ ছড়িয়ে থাকে মশা। তা ছাড়াও, মশার কামড় বা ঘুমের সময় মশার ভিনভিন শব্দে বিরক্তি জাগে সকলের মনে। এখানে এমন কিছু ওপায় জানানো রইল যার সাহায্যে সহজেই বাড়ি থেকে মশা তাড়ানো যাবে।
মশা ঢোকার সমস্ত পথ বন্ধ করুন
মশাবিহীন ঘর চাইলে সন্ধে নামার আগেই নিজের বাড়ির দরজা, জানালা বন্ধ করুন। তবে জানালায় নেট লাগানো থাকলে কোনও সমস্যা নেই। দিনের বেলা সূর্যের রশ্মিতে মশার উপদ্রব কম থাকে। কিন্তু অন্ধকার নামতে শুরু করলেই বাড়িতে ঢুকতে শুরু করে মশার ঝাঁক।
আবার দরজা ও জানালা বন্ধ করলেও, এগুলির তলা অথবা পাশের ফাঁক ফোকর দিয়ে গলে বাড়িতে প্রবেশ করতে পারেন মশা বাবাজীবন। তাই দরজা ও জানালার ফাঁকা অংশে লাগান স্ট্রিপ। অনলাইনে সহজেই নানান ধরণের ডোর স্ট্রিপ কিনতে পাওয়া যায়।
বাড়ির ভিতরে মশার প্রজনন আটকান
লক্ষ্য রাখুন, মশারা যাতে আপনার বাড়িতে নিজের বংশ বিস্তার না-করতে পারে। এসি-র জমা জল, ছাদ বা বাগানের কোনও অংশে জল জমে থাকলে মশারা সেখানেই ব্রিডিং করতে পারে। তাই বাড়ি ও বাগান নিয়মিত পরিষ্কার করুন। আবার কোথাও জল জমে থাকলে সেখানে কফির গুঁড়ো ছড়িয়ে দিন। সেখানে মশা ডিম পেড়ে থাকলে, তা ওপরে ভেসে উঠবে এবং অক্সিজেনের অভাবে সেগুলি বাঁচতে পারবে না। আবার স্টোর রুম থাকলে, সেখানেও খুব বেশি দিন নোংরা বা জঞ্জাল জমা হতে দেবেন না। কারণ এমন স্থানেও মশা বংশবিস্তার করতে পারে। বাড়ি লাগোয়া নর্দমা থাকলে লক্ষ্য রাখুন, সেটি যেন ভালোভাবে ঢাকা থাকে। নির্দিষ্ট সময় অন্তর নর্দমা পরিষ্কারের বিষয়টি সুনিশ্চিত করতে ভুলবেন না যেন।
মশা তাড়ানোর গাছপালা লাগান
মশা তাড়ানোর অন্য একটি সহজ উপায় হল বাড়ির মধ্যে মসকিউটো রেপেলেন্ট গাছ রাখা। ছোট আকারের এই গাছগুলিকে সহজেই বাড়ির কোনও কোণে বা ডেস্কের ওপরে রাখা যেতে পারে। এই গাছগুলি শুধু মশাই নয়, অন্যান্য কীটপতঙ্গ বা ইঁদূরও তাড়াতে সাহায্য করে।
এমনই কয়েকটি গাছ হল গাঁদা, তুলসী, লেমনগ্রাস, সিট্রোনেলা, পুদিনা এবং ক্যাটনিপ। এঁদের মধ্যে কোনও গাছ বাড়িতে থাকলে, মশা তাড়াতে সুবিধা হবে।
বাড়িতে রাখুন লেবু ও লবঙ্গ
এটি মশা তাড়ানোর বহুল প্রচলিত ও জনপ্রিয় ঘরোয়া উপায়। মশা লবঙ্গ ও টক দ্রব্যের গন্ধ সহ্য করতে পারে না। তাই একটি লেবুকে দু টুকড়ো কেটে, তাতে কয়েকটি লবঙ্গ গুঁজে দিন। এর পর বাড়ির নানান স্থানে এগুলো রেখে দিন। এটি প্রাকৃতিক ও অক্ষতিকর ঘরোয়া মসকিউটো রেপেলেন্ট।
মশা নিয়ন্ত্রণের জন্য ব্যবহার করুন গার্লিক স্প্রে
কেমিক্যাল যুক্ত স্প্রে ব্যবহারে সমস্যা থাকলে রসুনের স্প্রে ব্যবহার করে সহজে মশা তাড়াতে পারেন। বাড়িতে সহজেই তৈরি করা যেতে পারে এই স্প্রে। এর জন্য কয়েক কোয়া রসুন থেতো করে জলে ভালোভাবে ফুটিয়ে নিন। তার পর স্প্রে বোতলে ঢেলে বাড়িতে ছেটান।
রসুনের কটূ দুর্গন্ধ আপনাদের পছন্দ না-হলেও, মশার হাত থেকে নিষ্কৃতি পেতে একে কাজে লাগান। ফল পাবেন হাতেনাতে। এই স্প্রের গন্ধ তাড়াতাড়ি ছড়িয়ে পড়ে এবং ততটাই দ্রুততার সঙ্গে এর কটূ গন্ধও উবে যাবে।
সাবান জল রাখুন
আপনাদের কারও জানা আছে কী, সাবান জলও আসলে রেপেলেন্টের কাজ করে? বাসন ধোয়ার সাবান বা ডিটার্জেন্ট দিয়ে এটি বানাতে পারেন। তবে লক্ষ্য রাখবেন, এটি যেন ফ্যানায় ঢাকা থাকে। মশা জলের প্রতি অকৃষ্ট হয়। তাই মশা সাবান জলের পাত্রে এসে বসার সঙ্গে সঙ্গে ফ্যানার মধ্যে আটকে মরে যাবে।
বিয়ার বা অ্যালকোহল রাখুন
বাড়িতে বিয়ার বা অন্য কোনও অ্যালকোহল থাকলে, তার সাহায্যেও মশার হাত থেকে মুক্তি পেতে পারেন। এর জন্য একটি পাত্রে বিয়ার ঢেলে রাখুন। সহজেই মশা নিয়ন্ত্রণে আসবে।
নিম ও নারকেলে তেলে দূর হবে মশা
স্বাস্থ্যের পক্ষে নিমের উপকারিতা সকলেরই জানা। মশা তাড়াতেও কার্যকরী ভূমিকা পালন করে নিম। নিম ও নারকেলের তেলকে সমপরিমাণে মিশিয়ে শরীরে লাগিয়ে নিন। এর ফলে মশার কামড় থেকে বাঁচতে পারবেন। উল্লেখ্য, আট ঘণ্টা পর্যন্ত এই তেল কার্যকর থাকে।
কয়েলের পরিবর্তে জ্বালান কর্পূর
মশা মারার কয়েল থেকে নির্গত ধোঁয়া অনেকেরই অস্বস্তির কারণ হয়ে দাঁড়ায়। দেখা দিতে পারে শ্বাসকষ্ট ও মাথা ব্যথা। তাই কয়েলের পরিবর্তে বাড়িতে কর্পূর জ্বালিয়ে রাখতে পারেন। ১৫-২০ মিনিটের জন্য এটি জ্বালিয়ে রাখলেই কাজ দেবে।
লেবু ও নীলগিরির তেলে মিলবে স্বস্তি
সমপরিমাণে লেবু ও নীলগিরির তেল মিশিয়ে গায়ে লাগিয়ে নিন। এর সুগন্ধে মশা কামড়াবে না। এ ছাড়াও টি ট্রি অয়েল বা পেপারমিন্ট অয়েল জলে মিশিয়ে গায়ে স্প্রে করলেও মশার কামড় থেকে বাঁচতে পারবেন। মশা ল্যাভেন্ডারের তীক্ষ্ণ সুগন্ধ সহ্য করতে পারে না। ল্যাভেন্ডার রুম ফ্রেশনার ছেটালে সুফল পেতে পারেন।
Lifestyle News in Bengali, লাইফস্টাইল খবর, Health Tips, Fashion Trends and Tips in Bangla
2021-08-20 08:05:19
Source link
Leave a Reply