হাইলাইটস
- মশা অত্যন্ত ক্ষুদ্রতম হলেও অনায়াসেই প্রাণ সংশয় করতে পারে।
- বর্তমানে প্রাণঘাতীর মধ্যে মশাকেও ধরা হয়। তার মধ্যে বর্ষা এলেই বাড়তে থাকে মশার উপদ্রব।
- মশার কামড় থেকে মারণ রোগ হতে পারে ডেঙ্গি, চিকুনগুনিয়া… আরও কত কী!
- তাই একটাও মশা যাতে না কামড়ায়, সব সময় সতর্ক থাকতে হয়।
আজ বিশ্ব মশা দিবস World Mosquito Day। মেরু অঞ্চল ছাড়া পৃথিবীর প্রায় সর্বত্র ম্যালেরিয়ার প্রকোপ দেখা যায়। প্রতি বছর ম্যালেরিয়ায় ৪ লক্ষ ৩৫ হাজার মানুষ মারা যান। তাই সতর্ক করতে প্রতি বছর ২০ অগস্ট পালিত হয় বিশ্ব মশা দিবস। রোনাল্ড রস নামের এই ব্রিটিশ চিকিৎসককে সম্মান জানাতেই যুক্তরাজ্যের লন্ডন স্কুল অব হাইজিন অ্যান্ড ট্রপিক্যাল মেডিসিন দিবসটি পালনের সূচনা করেছিল। ১৯৩০ সালের দিকে শুরু হওয়া বিশ্ব মশা দিবস পালন করা হয়। সন্ধ্যায় মশক বাহিনী আপনার বাড়িতে যদি প্রবেশ করে, তাহলে সারা রাত অতিষ্ট করে তুলবে। এমন পরিস্থিতিতে কয়েকটি সহজ টিপস আপনার জন্য উপকারী হতে পারে। এগুলো মেনে চললে কিছুদিনের মধ্যেই আপনার ঘর থেকে মশা পালিয়ে যাবে।
মশার কামড়ের কারণগুলি কী কী?
মশার কামড়ে বর্ষাকালে অনেক রোগ হয়। প্রতি বছর লক্ষাধিক মানুষ মশাবাহিত রোগে আক্রান্ত হয়। জমা জল মশার বংশবৃদ্ধির প্রধান কারণ। এ ছাড়া, গরম এবং আর্দ্র জলবায়ুও মশার প্রজননকে দ্রুত করে। অতএব, বিশেষ করে বর্ষা মরসুমে, মশার কামড় প্রতিরোধে অনেক ব্যবস্থা নেওয়া হয়।
সঠিক পোশাক পরুন: বর্ষাকালে মশার প্রজনন বেশি হয়। তাই এমন পোশাক পরতে হবে যাতে এর কামড়ের হাত থেকে রেহাই পাবেন। তাই মশার কামড় এড়াতে ফুলহাতা, ঢিলেঢালা পোশাক এর কামড়ের হাত থেকে রেহাই দিতে পারে। ফিট জামাকাপড় পরলে মশা সহজেই আপনাকে কামড়াতে পারে।
কর্পূর ব্যবহার করুন: কর্পূরের গন্ধ মশা একেবারেই সহ্য করতে পারে না। আপনি যে কোনও ওষুধের দোকানে বা মুদির দোকান থেকেও কর্পূরের ট্যাবলেট কিনে আনতে পারেন। একটি কর্পূরের টুকরো একটি ছোটো পাত্রতে রেখে সেটি জল দিয়ে পূর্ণ করুন। এর পর এটি ঘরের কোণে রেখে দিন। অল্প সময়ের মধ্যেই ঘর থেকে মশা গায়েব হয়ে যাবে। দু’দিন পর পাত্রের জল পরিবর্তন করুন। পাত্রে রাখা আগের জল ফেলে দেবেন না। এই জল ঘর মোছার কাজে ব্যবহার করলে ঘরে পিঁপড়ের উপদ্রব থেকেও মুক্তি পাবেন।
মশা তাড়ানোর জন্য এইগুলি ব্যবহার করুন: যদি আপনি প্রাকৃতিকভাবে মশার হাত থেকে মুক্তি পেতে চান, তাহলে তুলসি, ল্যাভেন্ডার এবং মেহেন্দির মতো মশা তাড়ানোর উদ্ভিদ ব্যবহার করা ভালো বিকল্প। পেপারমিন্ট, লেমনগ্রাস, তুলসি এবং ইউক্যালিপটাস এমন কিছু প্রয়োজনীয় তেল যা আপনি মশার কামড় থেকে রক্ষা করতে পারে।
লেবু ও লবঙ্গের ব্যবহার: একটি গোটা লেবু দুই টুকরো করে কেটে নিন। এর পর কাটা লেবুর ভেতরের অংশে বেশ কয়েকটা করে লবঙ্গ গেঁথে দিন। লেবুর মধ্যে লবঙ্গের পুরোটা গেঁথে শুধুমাত্র মাথার দিকের অংশ বাইরে রেখে লবঙ্গ গেঁথে দিন। এর পর লেবুর টুকরোগুলো একটি প্লেটে রেখে ঘরের কোণায় রেখে দিন। ব্যস, এতেই বেশ কয়েকটা দিন মশার উপদ্রব থেকে মুক্তি পেতে পারেন। এই পদ্ধতিতে মশা ঘরের ধারে কাছে ঘেঁসবে না একেবারেই। আপনি চাইলে লেবুতে লবঙ্গ গেঁথে জানালার গ্রিলেও রাখতে পারেন। এতেও মশার ঘরে ঢোকার পথ বন্ধ হবে।
চারপাশ পরিষ্কার রাখুন: মশার কামড় এড়াতে আপনার চারপাশ পরিষ্কার রাখা খুবই গুরুত্বপূর্ণ। বর্ষাকালে আশেপাশের এলাকায় জলের জমা এড়ানোর চেষ্টা করুন। জমা জল রোধ করতে বালতি, টব উল্টো করে রাখুন। এছাড়াও, সন্ধ্যায় দরজা এবং জানালা বন্ধ রাখলে মশার প্রবেশ করতে পারবে না, যদি না খুব প্রয়োজন হয়।
Lifestyle News in Bengali, লাইফস্টাইল খবর, Health Tips, Fashion Trends and Tips in Bangla
2021-08-20 09:38:55
Source link
Leave a Reply