হাইলাইটস
- রাখি পরালে আগে ভাই বা দাদার বোনেদের হাতে তুলে দিত মিষ্টির প্যাকেট কিংবা চকোলেট।
- তবে দিন বদলের সঙ্গে সঙ্গে চাহিদাতেও এসেছে বদল।
- আর তাই রাখির উপহারও এখন অন্যরকম
ছাতা- বর্ষায় অবশ্যই উপকারী ছাতা, কিন্তু কখনও এটি উপহার হিসেবে দেবেন না। কারণ যাঁকে দিচ্ছেন তিনি ভাবতেই পারেন আপনি তাঁর সিদ্ধান্তে খুশি নন। এছাড়াও ছাতা উপহার দিলে নাকি সম্পর্ক ভেঙে যায়, এমনও শোনা যায়।
ঘড়ি- উপহার হিসেবে ঘড়ি এড়িয়ে চলুন। চিনে মনে করা হয়, ঘড়ি উপহার দেওয়ার অর্থ হল তোমার এবার বিদায় নেবার সময় ঘনিয়ে এসেছে। যদিও জীবনে ঘড়ির অবদান খুবই গুরুত্বপূর্ণ। কারণ সময় ছাড়া আমরা কেউই এগোতে পারি না। চিনে কেন উপহার হিসেবে ঘড়ি পছন্দ নয় এই নিয়ে বেশ কিছু মজাদার আর্টিকেলও রয়েছে।
ছুরি- ছুরি বা ধাবত কোনও জিনিস কিংবা ছুঁচলো মুখ যুক্ত কোনও কিছু উপহার হিসেবে দিতে নেই। বিশেষত জন্মদিনে। কারণ এগুলিকে দুর্ভাগ্যের চিহ্ন হিসেবে গণ্য করা হয়।
রুমাল- উপহার হিসেবে কখনও কাউকে রুমাল দেবেন না। মনে করা হয় রুমাল দুঃখের প্রতীক। চোখের জল বয়ে আনে। তাই উপহারে রুমাল না দেওয়াই ভালো।
চিরুনি-ক্লিপ-রাবার ব্যান্ড- জাপানের অধিবাসীরা মনে করেন উপহার হিসেবে কখনই চিরুনি দেওয়া ঠিক নয়। কারণ চিরুনি কাউকে উপহার দিলে তাঁর হঠাৎ করেই স্বাস্থ্যের অবনতি হতে পারে এবং এমনকী মৃত্যুও হতে পারে বলে বিশ্বাস করেন। তাই চিরুনি, ক্লিপ উপহারে দেবেন না।
কালো জামা- কালো পোশাক নিয়ে অনেকের অনেক রকম অন্ধবিশ্বাস থাকে। যে কোনও শুভ কাজে অনেকেই কালো পোশাক এড়িয়ে চলেন। তেমনই উপহার হিসেবেও কাউকে কালো পোশাক দেওয়া ঠিক নয়। কালো দুঃখ বয়ে আনে এমনটা অনেকেই মনে করেন।
জুতো- উপহার হিসেবে কখনও জুতো দেওয়া ঠিক নয়। এই বিশ্বাস রয়েছে চিনের অধিবাসীদের মধ্যে। জুতো দুর্ভাগ্য বয়ে আনে। যে কারণে সেখানকার মানুষরা জুতো উপহার দেওয়া থেকে বিরত থাকেন। তেমনই উপহার হিসেবে আয়না দেওয়া কিন্তু ঠিক নয়।
Lifestyle News in Bengali, লাইফস্টাইল খবর, Health Tips, Fashion Trends and Tips in Bangla
2021-08-19 17:19:01
Source link
Leave a Reply