গ্রীষ্মে যত কম বা হালকা মেকআপ করা যায় ততই ভালো। কারণ গরমে ত্বক থেকে অতিরক্ত তেল। তার উপর মেকআপ করলে ত্বকে নানা ধরনের সমস্যা দেখা দিতে পারে। মেকআপের ক্ষেত্রে গ্রীষ্মে সন্ধ্যাবেলায় পার্টি, ফাংশান, বিয়েবাড়িতে যাবার আগে প্রথমে ত্বকে ভালো করে বরফ ঘষে নিলে ভালো হয়। তারপর যে কোনো ভালো কোম্পানির ক্লিনজার দিয়ে মুখের ত্বক ভালোভাবে পরিষ্কার করে নিতে হবে। তারপর একটু অ্যাস্ট্রিনজেন্ট লাগাবেন। গরমকালে মেকআপ অর্থাৎ ফাউন্ডেশন, লাইনার এগুলো ওয়াটার বেসড হওয়া একান্ত জরুরি। প্রথমে ওয়াটার বেসড এবং ময়েশ্চারাইজারযুক্ত ফাউন্ডেশনটিকে লাগিয়ে দিয়ে সেটাকে ত্বকে ধীরে ধীরে বসিয়ে দিতে হবে। এর ফলে ঘাম কম হবে এবং অল্ন ঘাম দেখা দিলেও মেকআপ বের হয়ে যায় না। এবার ট্রান্সক্লুসেন পাউডার লাগাতে হবে। লাগানোর পর এমন একটা ম্যাট ফিনিশ রূপ দেখা দেবে যে, ঘাম হলে টিস্যু পেপার দিয়ে মুখের উপর হালকা হালকা করে চাপ দিয়ে ঘামের বিন্দুগুলোকে মুছে ফেললেও মেকআপের কোনো ক্ষতি হবে না। এবার ব্লাশ- অনেক টাচ্ দিতে হবে খুব গ্লসি নয়, ম্যাট ফিনিশ ব্লাশ-অন-ই ভালো। যাদের মুখের গড়ন লম্বা তারা চিকবোন থেকে কোনাকুনিভাবে লাগাবেন আর যাদের মুখের গড়ন গোলাকার তারা সোজাসুজি গালের দিকে লাগাবেন।
চোখের মেকআপ
যে কোনো সময় চোখের মেকআপের উপর বিশেষ দৃষ্টি দিতে হয়। বিশেষত সময়টা যখন গ্রীষ্মকাল হয়। মনে রাখবেন, মুখের সৌন্দর্য কিন্তু অনেকাংশে চোখের সৌন্দর্যের উপর নির্ভরশীল। চোখের আই শ্যাডোলাইনার ওয়াটার বেসড ও ওয়াটারপ্রুফ হবে। প্রথমেই আইশ্যাডো লাগান। এই শ্যাডো দু’টো বা একাধিক রঙ ব্লেন্ড করে লাগাতে পারেন। তবে শাড়ির রঙের সঙ্গে ম্যাচ করে লাগানোই শ্রেয়। অনেকে আবার ম্যাচ না করেও লাগান। সে ক্ষেত্রে শ্যাডো হবে হালকা। এবার ওয়াটরপ্রুফ লাইনার ও মাসকারা লাগাবেন। আই ব্রো বা ভ্রূ’র ব্যাপারও কোনো বিশেষ ব্যাপার নয়।
চুলের সাজ
গরমকালে গাড়ের অংশ অনাবৃত রেখে চুল বাঁধতে হবে। এর ফলে ঘাম কম হলেও অস্বস্তিকর কিছু হবে না। যেমন উঁচু খোঁপা, ফ্রেঞ্চ রোল, হাই-পানি ইত্যাদি। গরমকালে খোলা চুলের স্টাইল না করাই উচিত। ভ্যাপসা গরমে ঘামেই মেকআপ নষ্ট হয়। তাই গরমের প্রকৃতি অনুযায়ী সাজপোশাক করলে এমনিতেই ঘাম কমে যায়। গাঢ় ধরনের শাড়ি পরলে গরম বেশি লাগবেই। ঘাম ও হবে বেশ।
দিনের সাজ
ভ্যাপসা গরমে দিনের বেলায় মেকআপ না করাই ভালো। আর যদি একান্তই করার ইচ্ছে হয় তাহলে খুব হালকা ভাবেই করবেন। প্রথম নজরেই যেন কেউ বুঝতে না পারে যে আপনি মেকআপ করেছেন। মনে রাখতে হবে গরমকালে হেভি মেকআপ দৃষ্টিকটু হয়। যাই হোক, দিনের বেলায় মেকআপ করবার আগে সানস্ক্রিন ক্রিম অবশ্যই লাগাতে হবে। এবার খুব লাইট ফাউন্ডেশন এবং ট্রান্সক্লসেন পাউডার লাগাতে ভুলবেন না। আইশ্যাডো দিনে লাগানো ভালো নয়। যদি লাগাতেই হয় তবে হালকা গোলাপী বেসড শ্যাডো লাগাবেন। ব্লাশন না দিলেই ভালো। বার বার টিুস্য পেপার দিয়ে ঘাম মুছতে ভুলবেন না যেন।
পহেলা বৈশাখে কিছু টিপস্
০ মুখ ক্লিন করুন।
০ শুধু ফেস পাউডার দিয়ে বেস মেকআপ করুন।
০ চোখে হালকা বাদামী এবং কালো রঙ এর স্যাডো দিন।
০ ঘন করে মাশকারা এবং লাইনার লাগান।
০ যাদের চোখ বড় তারা চোখের ভেতর কাজল লাগাতে পারেন।
০ হালকা ব্লাশার লাগান।
০ কপালে লাল টিপ করুন
০ ঠোঁটে হালকা রঙ এর লিপস্টিক দিন।
০ হাত ভরে কাঁচের চুড়ি পরতে পারেন।
০ পায়ে আলতা লাগাতে পারেন।
০ ১লা বৈশাখের আগের দিন মেহেদী লাগান, তাহলে ১লা বৈশাখের দিন মেহেদীর রঙ বেশি গাঢ় দেখাবে।
০ চুলে ঘাড়ের কাছে হাত খোপার মতো করে ফুল পরালে আরো সুন্দর লাগবে।
আপনার পোশাকে, মেকআপে এবং উপস্থাপনায় বাঙালি বৈশিষ্ট যেন সুন্দরভাবে ফুটে ওঠে।
সূত্র: দৈনিক ইত্তেফাক, এপ্রিল ১৩, ২০১০
Leave a Reply