করোনাভাইরাসের চিকিৎসায় পরীক্ষামূলকভাবে আরও তিনটি ওষুধ প্রয়োগের সিদ্ধান্ত নিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। বুধবার এক বিবৃতিতে একথা জানায় সংস্থাটি।
ওষুধগুলো হলো আর্টেসুনেট, ইমাটিনিব ও ইনফ্লিক্সিম্যাব। এদের মধ্যে ম্যালেরিয়ার চিকিৎসায় ব্যবহৃত হয় আর্টেসুনেট। ইমাটিনিব প্রয়োগ করা হয় ক্যানসারের প্রতিষেধক হিসেবে। আর রোগ প্রতিরোধ ক্ষমতা সংক্রান্ত জটিলতায় ব্যবহার করা হয় ইনফ্লিক্সিম্যাব।
ডব্লিউএইচও’র তত্ত্বাবধানে এই গবেষণা চলছে ৫২ দেশের কয়েকশ’ হাসপাতালের রোগীদের ওপর। এর আগে কার্যকারিতা পরীক্ষা করা হয় অপর চারটি ওষুধের। দেখা যায়, হাসপাতালে চিকিৎসাধীন রোগীদের ক্ষেত্রে বিশেষ ভূমিকা রাখতে পারে না রেমডেসিভির ও হাইড্রোক্সিক্লোরোকুইন।
তবে, এ পর্যন্ত গুরুতর কোভিড-১৯ রোগীদের চিকিৎসায় কেবল কর্টিকোস্টেরয়েড কিছুটা কার্যকর বলে প্রমাণ মিলেছে।
স্বাস্থ্য – Jamuna Television
2021-08-12 22:14:36
Source link
Leave a Reply