সুতা কৃমি বা গুঁড়া কৃমি-শিশুদের মধ্যে খুবই সচরাচর হওয়া একধরনের কৃমি। এটি বড়দেরও হতে পারে। এ কৃমি দেখতে ক্ষুদ্র সাদা সুতার টুকরার মতো। পুরুষ কৃমি স্ত্রী কৃমির চেয়ে ছোট। মল ত্যাগের পর মলের ওপর এ কৃমি দেখা যায়। আবার সকালে ঘুম থেকে উঠে অন্তর্বাসে বা প্যান্টেও দেখা যেতে পারে এসব কৃমি। খাদ্যনালির নি্নাংশ এদের আবাসস্থল। স্ত্রী কৃমি ডিম পাড়ার জন্য রাতে পায়ুপথের কাছাকাছি বা পায়ুপথের বাইরে চলে আসে। একসঙ্গে ডিম পাড়ে ১০ হাজার থেকে ২০ হাজার! ডিম থাকে পায়ুপথের মুখের কাছে এবং পায়ুপথের আশপাশের ত্বকে। ডিম পাড়ার পর স্ত্রী কৃমি একধরনের পদার্থ নিঃসরণ করে। ফলে খুব চুলকানি হয়। এ ছাড়া, ডিম পাড়ার প্রয়োজনে আসা স্ত্রী কৃমির নড়াচড়ার জন্য পায়ুপথে ও পায়ুপথের আশপাশে সুড়সুড়ি অনুভূত হয়। চুলকানি ও সুড়সুড়ির জন্য রাতে ঘুমের ব্যাঘাত ঘটে। চুলকানির সময় কৃমির ডিম লেগে যায় হাতের আঙ্গুলে, ঢুকে যায় নখের নিচে। খাওয়ার সময় বা সেই হাত কোনোভাবে মুখের সংস্পর্শে এলে ডিমগুলো মুখের মধ্য দিয়ে খাদ্যনালিতে প্রবেশ করে। সেখানে ডিম ফুটে বাচ্চা হয়। আবার পায়ুপথের কাছাকাছিই কিছু ডিম ফুটে বাচ্চা হয় এবং খাদ্যনালিতে প্রবেশ করে। বাচ্চা কৃমি ডিম দেওয়ার উপযোগী বড় হতে সময় নেয় প্রায় দেড় থেকে দুই মাস। চুলকানির সময় হাতের আঙ্গুল বা নখের নিচে লেগে যাওয়া ডিম অন্য যেকোনো বস্তুতে স্থানান্তরিত হতে পারে সেই হাতের স্পর্শে। এ ডিমগুলো বেঁচে থাকতে পারে প্রায় দুই সপ্তাহ। পরিবারে একজন মাত্র শিশুও যদি এই কৃমিতে আক্রান্ত হয়, তবুও পরিবারের সব সদস্যকেই চিকিৎসা নিতে হবে একসঙ্গে। কৃমিনাশক শুধু কৃমির বিরুদ্ধেই কার্যকর, ডিমের বিরুদ্ধে নয়। ডিমগুলো থেকেই যায়। আর যেহেতু ডিমগুলো বেঁচে থাকতে পারে প্রায় দুই সপ্তাহ, তাই দুই সপ্তাহ পরে আবার সবাইকে কৃমিনাশক সেবন করতে হবে।
সুতা কৃমি প্রতিরোধে যা করতে হবে খাওয়ার আগে ও পায়খানার পরে ভালোভাবে হাত ধোয়া, হাতের নখ ছোট ও পরিষ্কার রাখা, দাঁতে নখ কাটার অভ্যাস গড়ে না তোলা, পায়ুপথ বা এর আশপাশের ত্বকে চুলকানো বন্ধ করা, প্রতিদিন পরিষ্কার অন্তর্বাস পরিধান করা, বিছানার চাদর, পরনের প্যান্ট ইত্যাদি প্রতিদিন পরিষ্কার করা বা রোদে দেওয়া, শিশুকে সকালে গোসল করানো।
ডা· মো· শহীদুল্লাহ্
সহযোগী অধ্যাপক, কমিউনিটি মেডিসিন বিভাগ, কমিউনিটি বেজড্ মেডিকেল কলেজ, ময়মনসিংহ
সূত্র: দৈনিক প্রথম আলো, ফেব্রুয়ারী ২৫, ২০০৯
কৃমি হলে কি ওজন হ্রাস পায় দয়া করে জানাবেন
এবং কৃমি আক্রান্ত হওয়ার পর করনিও কি?
হ্যাঁ, ওজন কমে যাওয়াটা কৃমি হওয়ার একটা লক্ষণ।
কৃমি আক্রান্ত হলে ডাক্তার দেখিয়ে ওষুধ খাবেন। পায়খানার সাথে কৃমি বেরিয়ে যাবে।
তবে কৃমি থেকে দূরে থাকতে হলে সবসময় পরিষ্কার-পরিচ্ছন্ন থাকতে হবে। বিশেষ করে খাবার-দাবাদের ব্যাপারে। এছাড়া খাওয়ার আছে ভালো করে হাত ধুয়ে নেবেন। আর খালিপায়ে চলাফেরা করবেন না।
ধন্যবাদ
আমার ওজন প্রায় ৫ কেজি কমে গিয়াছে এবং উশুধ সবন করেছি
এখন আমার প্রশ্ন আমার ওজন আবার কিভাবে বাড়াব ?
ওষুধ খাওয়ার পর কৃমি বের হয়ে যাওয়ার কথা। তখন আরেকবার ডাক্তার দিয়ে পরীক্ষা করে নেবেন যে আর কোনো সমস্যা আছে কিনা। তারপর আবার নিয়মিত খাবার খাবেন, রেস্ট নেবেন, ঘুমাবেন অনেক। এতে আবার ওজন পূর্বাবস্থায় ফিরে আসবে। কিছুদিনের মধ্যে ওজন না বাড়লে খাওয়া একটু বাড়িয়ে দেবেন।
তবে আগে দেখে নেবেন, উচ্চতানুসারে আপনার ওজন কত হওয়া উচিত।
আপনার পরামর্শের জন্য ধন্যবাদ
আমি অনেকদিন যাবত এই রোগে আক্রান্ত।
রাতে ঘুমানোর আগে পায়ুপথের বাইরে চলে আসে এবং নাড়াচাড়া করে, রাতে ঘুমাতে অনেক অসুবিধা হয় কিন্তু চুলকায় না।
আমি এখন কী ধরনের ওষুধ সেবন করব??
আমি অনেকদিন যাবত এই রোগে আক্রান্ত।
রাতে ঘুমানোর আগে পায়ুপথের বাইরে চলে আসে এবং নাড়াচাড়া করে, রাতে ঘুমাতে অনেক অসুবিধা হয় কিন্তু চুলকায় না।
আমি এখন কী ধরনের ওষুধ সেবন করব??
Amr age 24, Ojon 58kg, Uccota 5’5”, onk chasta korci but ojon barate parci na.
amr 2ti problem hocca
1.Ami ratha gumanor por Dhat diya onak Jora shobdo kori, Kinto ami boji na.
2.Jokon kabar kai tar 30, take 45 min pori abar kida lage.
ami jante chacci a problem ki Kirmi jonno Hocca.
Ami korbo amk help koran amr ojon kano hocca na.
কৃমি আছে কিনা সেটা ডাক্তার পরীক্ষা করে বলতে পারবেন। একবার পরীক্ষা করে নিন।
১. এটা এক ধরনের স্লিপ ডিজঅর্ডার। হজমে সমস্যা, দুশ্চিন্তা, এলার্জি জনিত কারণে ঘুমের সময় শরীরটা এভাবে রিএক্ট করে।
২. খাওয়ার একটু আগে একগ্লাস পানি খেয়ে নেবেন। তারপর খাবেন। ক্ষিদে লাগাটা খারাপ নয়। আপনার যেহেতু ওজন কম, তাই একটু পর পরই অল্প অল্প করে খাবেন।
আমি অনেকদিন যাবত এই রোগে আক্রান্ত।
রাতে ঘুমানোর আগে পায়ুপথের বাইরে চলে আসে এবং নাড়াচাড়া করে, রাতে ঘুমাতে অনেক অসুবিধা হয় কিন্তু চুলকায় না।
আমি এখন কী ধরনের ওষুধ সেবন করব??
স্যার ৪-৫ মাস যাবত্ আমার পায়খানা ক্লিয়ার হয় না কি করি?
ঘুম থেকে উঠেই ২ গ্লাস পানি পান করে নেবেন।
খাবারে প্রচুর শাকসবজি-ফলমূল রাখবেন।
আসসালামু আলাইকুম,
আমার পায়খানা রাস্তা দিয়ে সুতা কৃর্মি বের হয় রাতের বেলায়, কোনো কারণ ছাড়াই, আর পায়খানার রাস্তায় অনেক জ্বালা পোড়া হয়, এর থেকে বাচার উপায় কি?
আমি মলদ্বারে কৃমির অত্যাচার একদম সহ্য করতে পারিনা তাই কৃমির হাত থেকে বাচার জন্য খুবই পরিস্কার পরিচ্ছন্ন থাকি । কৃমি টের পেলে এ্যালমেক্স ৪০০ খাই ১০দিন অন্তর ২টা কিন্তু মাত্র দেড় থেকে ২ মাস কৃমি থেকে মুক্ত থাকি তারপর যেকোন সময় আবার আক্রান্ত হই । আমি ঔষধ খেলে ক্যালেন্ডারের পাতায় মার্ক করে রাখি । এখন আমার প্রশ্ন কৃমির ঔষধ বাস্তবে কতদিন পর খাওয়া উচিৎ । দেড়মাস পর কৃমি দেখা গেলেই ঔষধ খাওয়া নিরাপদ কিনা কারন শুনেছি ঘনঘন কৃমির ঔষধ খাওয়া শরীরের অন্যান্য অঙ্গ পত্যঙ্গের জন্য নিরাপদ নয় । একবার এক ট্রেনিংএ একজন বলেছিলো ঔষধ না খেয়ে এ্যন্যুষ্টেট সিরিন্জ দিয়ে এনাসে লবন পানি পুষ করতে ।এটা কতটুকু সঠিক ?
কৃমির সমস্যা থাকলে ডাক্তার দেখিয়ে চিকিৎসা নিন। এভাবে নিজে নিজে ঔষধ খাওয়া ঠিক হবে না।
hello sir, amr age 23, ami kub cikon, ami ki vabe bujbo amr krimi ache, kono lockhon ashe ki. Plz bolben.
কৃমি হলে রক্তশূন্যতা দেখা দিতে পারে। পেটে ব্যথা, খাওয়া-দাওয়ায় অরুচি, পেট ফাঁপা, পেট ফোলা, অরুচি, বমিভাব, পাতলা পায়খানা, আমাশয়, ওজনহানির মত লক্ষণ দেখা দিয়ে থাকে।
স্যার প্রথমে আমার আন্তরিকভাবে সালাম গ্রহণ করবেন। আমার বয়স ২৬ বৎসর। আমার ওজন ৫১ কেজি। আমি শরিরীকভাবে পাতলা। গত ১৫ দিন আগে আমার পায়খানার রাস্তা দিয়ে সুতা কৃমির সুরসুরি অনুভব করি। তখন আমি ক্রমাগত কৃমির ৬ টি ট্যাবলেট খালি পেটে খেয়ে থাকি। এতে মোটামুটি সুরসুরি কমে যায়। কিন্তু এখন অর্থাৎ ১৫ দিন পর আবার সুরসুরি অনুভব করছি। আমার খাওয়া দাওয়া রুচি কম। ভাত খাওয়ার পর গলায় কি যেন আটকে থাকে। তা গিলতে বা উপরে আনতে চাইলে বমি ভাব আসে। প্লিজ এ সমস্যার সমাধান দিলে খুবই উপকৃত হব।
ডাক্তার না দেখিয়ে ঔষধ খাবেন না। আপনি আগে ডাক্তার দেখান।
আমি যখন পায়খানা করি তখন ___ এত টুকু সাদা কি যেন পায়খানার সাথে অনেকগুলো বের হয়।পায়খানা ঠিকমত হয়না।___ এটা কি কৃমি?যদি হয় তাহলে ঠিক হতে কত সময় লাগবে?
ব্যাপারটা নিশ্চিত বোঝা যাচ্ছে না। ডাক্তার দেখিয়ে নিন।
sir,amar meyer age 3 years. Kichudi porbe crimir oshud kheyeche. Kinto 15 din por theke proti rate paiopothe betha pay bole. Please give me a suggession.
বেশি করে শাকসবজি ফলমূল খাওয়াবেন। খাবার-দাবার পরিস্কার পরিচ্ছন্ন হতে হবে।
সমস্যা না কমলে ভালো ডাক্তার দেখান।
আমার বাচ্চার বয়স ৪ বছর,ওর খুব সুতা কৃমির সমস্যা। কৃমির ঔষুদ খাওয়ার ১ মাস পর আবার পায়ুপথ দিয়ে কৃমি বের হয় যার কারনে সারা রাত ঘুমাতে পারেনা কান্না করে।এ অবস্তায় প্রতিকারের উপায় বলেন প্রিল্জ।
আপাতত এই পোস্টের বাইরে নতুন তেমন কিছু বলার নেই। দেখা যাচ্ছে, ওষুধ খাওয়ার পরে আবার হচ্ছে। তার মানে আপনাদের ঘরে আশেপাশ থেকে এটা আবার কোনো ভাবে পেটে যাচ্ছে। ওষুধের পাশাপাশি পরিষ্কার-পরিচ্ছন্নতাই আপাতত বিকল্প পদ্ধতি। সবাই পরিষ্কার-পরিচ্ছন্ন থাকার চেষ্টা করবেন, বাচ্চার খাবার যেন পরিষ্কার-পরিচ্ছন্ন থাকে, কখনো যেন হাত মুখে না দেয় সেদিক খেয়াল রাখবেন, হাতের নখ কেটে দেবেন, দিনে কয়েকবার হাত ধুইয়ে দেবেন।
স্যার আমার মনে হচ্ছে কৃমি গলার দিকে আটকে আছে,গরম পানি খাওয়ার পরও যাচ্ছে না কি করতে পারি??
স্যার,
আমার গলায় মনে হয় কৃমি উঠছে,ঢুক খেলে ঐ রকম মনে হচ্ছে,কিন্তু গরম পানি খাইছি,রসুন,আদা খাইছি,তারপর ও যাচ্ছে না, আমি কি করতে পারি??
আসসালামু আলাইকুম,
আমার পায়খানা রাস্তা দিয়ে সুতা কৃর্মি বের হয় রাতের বেলায়, কোনো কারণ ছাড়াই, আর পায়খানার রাস্তায় অনেক জ্বালা পোড়া হয়, এর থেকে বাচার উপায় কি?
আসসালামু আলাইকুম,
আমার পায়খানা রাস্তা দিয়ে সুতা কৃর্মি বের হয় রাতের বেলায়, কোনো কারণ ছাড়াই, আর পায়খানার রাস্তায় অনেক জ্বালা পোড়া হয়, এর থেকে বাচার উপায় কি?
আমার এই সমস্যা আছে