হাইলাইটস
- কেউ ভালোবাসেন সিদ্ধ ডিম, কেউ পোচ, কেউ বা আবার ওমলেট।
- অতিরিক্ত ডিমপ্রেমীরা আবার অতকিছু ভাবেনই না। যে কোনও প্রকারে ডিম তাদের চাই-ই-চাই।
- স্বাস্থ্য সচেতনরা আবার ডিম ভাজার বদলে সেদ্ধতেই মন দেন বেশি।
সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় এক ফুড ব্লগার একটি ভিডিয়ো শেয়ার করেছেন। ওই ভিডিয়োতেই তিনি Fanta Omelette-এর সঙ্গে সকলের পরিচয় করান। একেবারে ব্যতিক্রমী এই ওমলেট। প্রায় দাবানলের মতো সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে যায়। দোকান মালিক ফ্যান্টা অমলেটের নাম দিয়েছে ফ্যান্টা ফ্রাই।
শুধু ফ্যান্টা ওমলেট কেন? লিমকা, পেপসি ওমলেট চাইলেও পাওয়া যাচ্ছে গুজরাটের এই দোকানে। দেদার বিকোচ্ছে ফ্যান্টা ওমলেট। লিমকা, পেপসি, ফ্যান্টার মধ্যে ফ্যান্টার ফ্যানের সংখ্যা একটু বেশি। মাত্র ২৫০ টাকা দিলেই মিলবে এই সুস্বাদু ওমলেট। ইন্ডিয়া ইট ম্যানিয়া নাম একটি ইউটিউব চ্যানেল ফ্যান্টা ওমলেটের রেসিপি শেয়ার করতেই ভাইরাল হয়ে পড়ে। এখন নেটিজেনদের মুখে মুখে ঘুরছে ফ্যান্টা ওমলেটের নাম। তবে নেটিজেনরা এই রেসিপি দেখে ভুরু কুঁচকেছেন।
অনেকে এই ধরনের রেসিপি দেখে ক্ষোভ প্রকাশ করে কমেন্টও করেছেন। কেউ আবার ফ্যান্টা এবং ওমলেট আলাদা ভাবে খাওয়ার পরামর্শ দিয়েছেন। তবে যে যাই বলুন, আপনি যদি একবার চেকে দেখতে চান ফ্যান্টা ওমলেট তার জন্য সুরাটে আসার প্রয়োজন নেই, বাড়িতে বসেই একবার ট্রাই করে দেখতে পারেন নতুন এই রেসিপি।
কীভাবে তৈরি হচ্ছে ফ্যান্টা ওমলেট?
ভিডিয়োটিতে দেখা গিয়েছে, একটি কড়াইতে তিনটি ডিম ভেজে তুলে রাখা হয়েছে। তারপর বিভিন্ন ধরনের মশলার মিশেলে গ্রেভি তৈরি করা হচ্ছে। এর মধ্যে মিশিয়ে দেওয়া হচ্ছে ফ্যান্টা। তবে, ক্রেতার পছন্দ অনুসারে ফ্যান্টার বদলে লিমকা বা পেপসিও দেওয়া হচ্ছে। সাধারণ ওমলেটের তুলনায় একটু বেশি টাকা যে পকেট থেকে বেরবে, সে বিষয়ে কোনও সন্দেহ নেই। চাইলে আপনিও চেখে দেখতেই পারেন ফ্যান্টা ফ্রাই। তবে আর একদল নেটিজ়েন অবশ্য সাফ জানিয়ে দিয়েছে এমন আজব খাবার মোটেও চেখে দেখতে রাজি নন তাঁরা। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ২ ফুটের এগ চিকেন রোল ভাইরাল হয়। সেই তালিকাতে এবার নবতম সংযোজন ফ্যান্টা অমলেট।
Lifestyle News in Bengali, লাইফস্টাইল খবর, Health Tips, Fashion Trends and Tips in Bangla
2021-08-09 11:50:26
Source link
Leave a Reply