করোনার তাণ্ডবে মানুষ যখন দিশেহারা, তখন দেশে ডেঙ্গি জ্বরের সংক্রমণ বৃদ্ধি পাওয়ায় সবার উদ্বেগ আরও বেড়েছে। গত বছরের তুলনায় এ বছর ডেঙ্গি রোগীর সংখ্যা বেশি। রোগীর অবস্থা খারাপ হলে অবশ্যই হাসপাতালে ভর্তি করতে হবে।
আসুন জেনে নিই, কখন ডেঙ্গি জ্বরের রোগীকে হাসপাতালে ভর্তি করতে হবে?
১. প্রচণ্ড পেট ব্যথা ও অত্যাধিক পানির পিপাসা থাকলে
২. ঘন ঘন বমি বা বমি বন্ধ না হলে
৩. রক্তবমি বা কালো পায়খানা হলে
৪. দাঁতের মাড়ি বা নাক থেকে রক্তপাত হলে
৫. ৬ ঘণ্টার বেশি সময় ধরে প্রস্রাব না হলে
৬. প্রচণ্ড শ্বাসকষ্ট হলে
৭. ডায়রিয়া হলে ও অত্যধিক শারীরিক দুর্বলতা অনুভব করলে
৮. গর্ভবতী মা, নবজাতক শিশু, বয়স্ক রোগী, ডায়াবেটিস ও কিডনি রোগ থাকলে
৯. শরীরের তাপমাত্রা অস্বাভাবিক কমে গেলে (শরীর অস্বাভাবিক ঠাণ্ডা হয়ে গেলে)
উপরের যেকোনো একটা বিপদচিহ্ন থাকলে রোগীকে হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা নিতে হবে।
উপরের কোনো বিপদচিহ্ন না থাকলে এবং রোগী যদি মুখেই পর্যাপ্ত পরিমাণে তরল খাবার খেতে পারে তাহলে বাসায়ই চিকিৎসা নিতে পারবে।
ডেঙ্গি জ্বরের পরীক্ষা ও চিকিৎসার আগে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নেবেন।
ডেঙ্গি জ্বরের ব্যাপারে আমাদের স্বাস্থ্য অধিদপ্তরের নির্দেশনা এমনই।
এম ইউ
স্বাস্থ্য | DesheBideshe
2021-08-06 22:35:57
Source link
Leave a Reply