হাইলাইটস
- করোনার চিকিৎসায় কাজে লাগতে পারে কালোজিরে! এমনই মত অস্ট্রেলিয়ার সমীক্ষকদের।
- নাইজেলা স্যাটিভা বা কালোজিরে উত্তর আমেরিকা ও পশ্চিম এশিয়ার স্থানীয় গাছ।
- সংক্রমণ ও প্রদাহের জন্য পরম্পরাগত ওষুধ হিসেবে এই দেশগুলিতে বহু বছর ধরে নাইজেলা স্যাটিভা বা কালোজিরে ব্যবহৃত হয়ে আসছে।
সিডনির ইউনিভার্সিটি অফ টেকনলজির একটি সমীক্ষায় উঠে আসে যে, নাইজেলা স্যাটিভায় এমন একটি সক্রিয় উপাদান রয়েছে যা কোভিড-১৯ সৃষ্টিকারী সার্স-কোভ-২ ভাইরাসের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে পারে। ভারতে আয়ুর্বেদিক চিকিৎসায় কালোজিরে ব্যবহার করা হয়ে থাকে। পশ্চিমের দেশগুলিতে করোনা আবহে ভারতের যোগা, আয়ুর্বেদ বেশ জনপ্রিয় হয়ে উঠেছে।
এই বিশ্ববিদ্যালয়ের অধ্যাপিকা কানিজ ফাতিমা শাদ বলেন, ‘নানান অধ্যয়ন থেকে প্রমাণ পাওয়া যাচ্ছে যে, নাইজেলা স্যাটিভায় উপস্থিত থাইমোকিউনোন নামক একটি সক্রিয় উপাদান কোভিড-১৯-এর স্পাইক প্রোটিনের সঙ্গে আটকে গিয়ে ফুসফুসে সংক্রমণ ঘটানো থেকে ভাইরাসটিকে প্রতিরোধ করতে পারবে।’ তিনি আরও বলেন যে, ‘এটি সাইটোকাইন ঝড়কেও আটকে দেয়। এই সাইটোকাইন কোভিড-১৯-এর কারণে হাসপাতালে ভরতি গুরুতর অসুস্থ রোগীদের অবস্থা আরও প্রভাবিত করে।’
ক্লিনিক্যাল অ্যান্ড এক্সপেরিমেন্টাল ফার্মাকোলজি অ্যান্ড ফিজিওলজি নামক জার্নালে এই সমীক্ষার রিপোর্ট প্রকাশিত হয়। গবেষণাগারে এ বিষয়ে অ্যানিমাল স্টাডিও করা হয় এবং পুঙ্খানুপুঙ্খ ভাবে থাইমোকুইনোনের বিষয় অধ্যয়ন করা হয়। এটি ইন্টারলিউকিনসের মতো প্রো-ইনফ্ল্যামেটরি কেমিক্যালের নিঃসরণ বন্ধ করে। এই কেমিক্যালই প্রদাহ বা ইনফ্ল্যামেশনের জন্য দায়ী। এ কারণেই এই ওষুধটি অ্যাস্থমা, এক্সিমার মতো অ্যালার্জিক সমস্যা-সহ হৃউমাটয়েড ও অস্টিওআর্থ্রাইটিসের চিকিৎসায় কাজে লাগানো হয়। বিশেষত নাইজেলা স্যাটিভা এবং থাইমোকুইনন কোভিড-১৯ সংক্রমণের চিকিৎসায় আশার আলো দেখাচ্ছে বলে ব্যাখ্যা করা হয়েছে।
তবে নাইজেলা স্যাটিভা দুর্বল প্রাকৃতিক গ্যাস্ট্রোইন্টেসটাইনাল শোষণ এটিকে একটি থেরাপিউটিক অ্যাজেন্ট হিসেবে বিকশিত করার পথে বিশাল বাঁধা হয়ে দাঁড়িয়েছে।
তবে অধ্যাপক, উইসাম সৌব্রা এ বিষয় জানান যে, ন্যানোটেকনলজির মতো উন্নত ফার্মাকোলজিক্যাল পদ্ধতিতে এই বাধা কটিয়ে ওঠার সুযোগ রয়েছে। এর সাহায্যে নাইজেলা স্যাটিভাকেন ওরাল মেডিকেশন হিসেবে কার্যকর করা যায়। এমনকি সম্প্রতি এই ওষুধ রোগীদের ন্যাসাল স্প্রে ও টপিক্যাল পেস্ট হিসেবে দেওয়া হয়েছে।
নাইজেলা স্যাটিভার অন্যান্য উপকারিতা
দেখা গিয়েছে যে, উচ্চ রক্তচাপ, উচ্চ কোলেস্টেরল এবং ডায়বিটিস মেলিটাসের চিকিৎসায় নাইজেলা স্যাটিভা সাহায্য করতে পারে। এছাড়াও, অ্যালার্জিক হৃাইনিটিস, সাইনাসাইটিস, এক্সিমা, অস্টিওআর্থ্রাইটিস এবং শিশুকালীন এপিলেপ্সির চিকিৎসাতেও নাইজেলা স্যাটিভা সাহায্য করে থাকে। শুধু তাই নয়, ত্বকের গুরুতর সংক্রমণ ঘটাতে পারে এমন একটি ব্যাক্টিরিয়া স্ট্যাফিলোকোকাস অরিয়াস নষ্ট করতেও কালোজিরের ঔষধীয় গুণের ভূমিকা রয়েছে। এমনকি ইনফ্লুয়েঞ্জা ভাইরাস নষ্ট করতে সক্ষম নাইজেলা স্যাটিভা বা কালোজিরে।
Lifestyle News in Bengali, লাইফস্টাইল খবর, Health Tips, Fashion Trends and Tips in Bangla
2021-08-06 17:10:04
Source link
Leave a Reply