হাইলাইটস
- বিছানায় ভেজা তোয়ালে রাখা নিয়ে যতই বউ চিৎকার করুক না কেন
- আপনি কিন্তু চুপ থাকবেন।
- প্রয়োজনে চুপি চুপি নিজের কাজ সারুন। বা সরি বলুন
বিয়ে হল। বিয়ের পর প্রথম বছর তো বাড়িতে কাক-চিলও বসতে পারল না। নিজের কাজ, সংসার, সব গোছানো এসব নিয়ে তার মাথা সর্বদাই থাকত গরম। তার উপর সৌপর্ণ এমন কিছু কাজ করত যাতে সে আরও বিরক্ত হয়ে যেত। তবে এই ঘন ঘন ঝগড়াতে সৌপর্ণ এবার খুবই বিরক্ত। এখন বেশিরভাগ সময়েই সে মৌনব্রত নয়। সৌপর্ণর মতো এরকম ভুক্তভোগী আরও অনেকে আছেন। আসলে সারাদিনের খাটাখাটনির শেষে অহেতুক বাজে কথা শুনতে কার আর ইচ্ছে করে। তাই দেখে নিন এমন ঝগড়ুটে বউকে সামলানোর টিপস।
শান্ত থাকার চেষ্টা করুন- বিছানায় ভেজা তোয়ালে রাখা নিয়ে যতই বউ চিৎকার করুক না কেন আপনি কিন্তু চুপ থাকবেন। প্রয়োজনে চুপি চুপি নিজের কাজ সারুন। বা সরি বলুন। আপনি যত চুপ থাকবেন ততই কিন্তু পরিস্থিতি নাগালের মধ্যে আসবে। এমনকী আপনার সঙ্গীও কিছুক্ষণ পর চুপ হয়ে যাবেন। অহেতুক ঝগড়া করলে অশান্তি বাড়বে।
কীভাবে সমস্যার সমাধান হয় তাই নিয়ে কথা বলুন- কীভাবে পরিস্থিতির সামাল দেবেন তা আপনাকেই ঠিক করতে হবে। সঙ্গীর রাগ পড়লে ঠান্ডা মাথায় আলোচনা করুন। ভুল কিন্তু কখনই কারোর একার হয় না। বরং একে অপরকে বুঝে চলুন। একই ভুল বারবার করবেন না।
পরিস্থিতির সামাল দিন- কী বিষয় নিয়ে আপনাদের মধ্যে সমস্যা হচ্ছে তা কিন্তু নিজেকেই বুঝতে হবে। বার বার কেনএকই সমস্যা হচ্ছে তা দুজনেই ভাবুন। অনেকের মানসিক কিছু সমস্যা থাকে। anger issues থাকে। কিংবা অতীতে এমন কোনও ঝামেলা হয়েছে যার রেশ এখনও থেকে গিয়েছে। সেখান থেকেও কিন্তু এই রকমের সমস্যা হয়।
সব দাবি মেনে নেবেন না- অনেকের অকারণে ঝগড়া করার অভ্যাস থাকে। একরকম জোর করেই সঙ্গীর উপর সব দোষ চাপিয়ে দিতে চান। এমন কিছু দাবি রাখেন যা মেনে নেওয়া সম্ভব নয়। আর তা না হলেই চিৎকার শুরু হয়। তাই যেটুকু সম্ভব সেটাই মেনে নিন। জোর করে কিছু মেনে নিতে যাবেন না বা নিজেকে পরিবর্তন করবেন না।
সঙ্গীকে শান্ত করার চেষ্টা করুন- অতিরিক্ত রাগ শরীরের জন্য ভালো নয়। রাগ বাড়লে কিন্তু স্ট্রেসও বাড়ে। আর তাই সঙ্গী খুব রেগে গেলে তাঁকে শান্ত করার চেষ্টা করুন। তাঁকে বুঝিয়ে বলুন এই ভাবে রাগ না করতে। যত তাড়াতাড়ি দুজন শান্ত হবেন ততই কিন্তু পরিস্থিতি নিয়ন্ত্রণে আসবে।
Lifestyle News in Bengali, লাইফস্টাইল খবর, Health Tips, Fashion Trends and Tips in Bangla
2021-08-05 19:28:53
Source link
Leave a Reply