হাইলাইটস
- সিঙ্গলরা মনে করেন কোনও কারণ বশত তাঁদের কেউ ভালোবাসেনা।
- পছন্দও করে না।
- ফলে প্রেম হওয়া খুব মুশকিলের
এই নিয়ে অবশ্য তার মধ্যে একটা ক্ষোভ ছিল। ডিপার্টমেন্টেরই এক সিনিয়র দাদাকে তার বেশ ভালোলাগত। কারণ দাদা বেশ সুন্দর করে পড়া বুঝিয়ে দেয়। সারাক্ষণ এতই দাদার নামগান করতে থাকল যে বন্ধুরা বলল দেবলীনা প্রেমে পড়েছে। কিন্তু প্রেম নাকি মোহ তা সে কিছুতেই বুঝতে পারল না। এরপর ক্লাসেরই এক বন্ধুর সঙ্গে তার আলাপচারিতা বেশ জমে উঠল। একসঙ্গে পড়াশোনা, কাজে সাহায্য এসব তো ছিলই। দেবলীনা ভাবত এর নামই বুঝি প্রেম। কিন্তু ভুল ভাঙল তখন যখন ওই বন্ধু তাকে জানাল সে তো তার খুব ভালো বন্ধু। এরপর থেকে দেবলীনা ভাবতে শুরু করল তার দ্বারা প্রেম হবে না। কারণ কেউ তাকে পছন্দ করে না।
আসলে শুধু দেবলীনাই নয়, এমন সমস্যা অনেকের ক্ষেত্রেই হয়। যারা প্রেম, বন্ধুত্ব এসব গুলিয়ে ফেলে। ফলে দুঃখী মন নিয়ে তারা ঘুরে বেড়ায়। জানুন যে যে কারণে সিঙ্গলরা দুঃখ করে থাকেন-
তাঁর আর প্রেম করা হল না- যাঁরা ২৫ বছর বয়সে সিঙ্গল থাকেন তাঁরা ভাবেন আর বুঝি তাঁর প্রেম করা হল না। দেখে শুনেই বিয়ে করতে হবে। কারণ এবার তাঁর বিয়ে করে থিতু হবার সময় হয়েছে। বন্ধুরাও সব সঙ্গী খুঁজে নিয়েছে। তবে সমস্যা হল সবাই যে একই বয়সে Soulmate খুঁজে পাবেন তা নয়। অনেকে ৪০ বছর বয়সে গিয়েও নিজের মনের মতো সঙ্গী খুঁজে পান।
তাঁরা ভাবেন ভালোবাসা বুঝি আর আসবে না- সিঙ্গলরা মনে করেন কোনও কারণ বশত তাঁদের কেউ ভালোবাসেনা। পছন্দও করে না। ফলে প্রেম হওয়া খুব মুশকিলের। খান থেকেই কিন্তু তাঁরা নানা রকম দ্বন্দে ভোগেন। লোকজনকে ভুল বুঝতে শুরু করেন। এমনকী সামনে যদি কেউ প্রেম করেন তাহলে বিরক্ত হন।
সোশ্যাল মিডিয়া থেকে আরও বেশি দুঃখ পান- যখন পরিচিতদের দেখেন মনের মানুষের সঙ্গে সোশ্যাল মিডিয়ায় সুখী ছবি দিতে তখন তাঁরা বিরক্ত হন। মনও খারাপ করে। ভাবেন যাঁরা প্রেম করছেন তাঁরাই বোধ হয় পৃথিবীর শ্রেষ্ঠতম সুখী মানুষ। যাবতীয় ভালোবাসা রয়েছে তাঁদের কাছেই।
বন্ধুদের সঙ্গে প্রতিযোগিতা- যাঁরা সিঙ্গল তাঁরা কিন্তু বন্ধুদের সফল প্রেম দেখে এখটু বেশিই হিংসে করেন। কারণ তাঁদের মনে সব সময় ঘোরে বন্ধু বেশ সুন্দর করে সঙ্গী জুটিয়ে ফেলল কিন্তু সে পারল না। শুধু তাই নয়, এসব ক্ষেত্রে চাকরি, অর্থ এই প্রসঙ্গও আসে। ভালো দেখতে হয়ে কিংবা ভালো চাকরি করেও কেন প্রেম হচ্ছে না সেই বিষয়ে চিন্তা করেন। আর জন্যই তাঁদের মধ্যে অদ্ভুত প্রতিযোগিতা কাজ করে। বন্ধুর থেকে ১০ গুণ সেরা সঙ্গী খুঁজতে হবে মনের মধ্যে এসবই চলে।
Lifestyle News in Bengali, লাইফস্টাইল খবর, Health Tips, Fashion Trends and Tips in Bangla
2021-08-04 20:16:52
Source link
Leave a Reply