রঙের দাবি
– বর্গক্ষেত্রের মাঝে ছোট্টো গোলাকার চিহ্নটির রং সবুজ হলে মনে করতে হবে যে সেটি ১০০ শতাংশ ভেষজ। অর্থাৎ সম্পূর্ণ প্রাকৃতিক উপাদান দিয়েই টুথপেস্টটি তৈরি করা হয়েছে।
– চিহ্নটি যদি নীল রঙের হয় তার অর্থ প্রাকৃতিক এবং মেডিসিন উভয় উপাদান দিয়েই তৈরি হযেছে এই টুথপেস্ট।
– লাল রঙের চিহ্ন থাকলে মনে করতে হবে যে প্রাকৃতিক উপাদানের পাশাপাশি রাসায়নিক উপাদনও টুথপেস্ট তৈরিতে ব্যবহার করা হয়।
– আর চিহ্নের রং কালো হওয়ার অর্থ গোটা টুথপেস্টটাই রাসায়নিক পদার্থ দিয়ে তৈরি হযেছে।
– সাধারণত সবুজ এবং নীল রঙের চিহ্ন বিশিষ্ট টুথপেস্ট ব্যবহারের দিকেই জোর দেন বিশেষজ্ঞরা।
বাস্তবে কী হয়?
– এই সমস্ত কালার কোডে কিন্তু আবার বেশ কয়েকটি ভ্রান্তিও রয়েছে। সম্পূর্ণ প্রাকৃতিক কোনও টুথপেস্ট বাস্তবে হয় না।
– যে কোনও টুথপেস্টে রাসায়নিক থাকবেই।
– সবুজ রঙের চিহ্ন থাকলেও সেটি ১০০ শতাংশ ভেষজ নয়। দাবি করেন বিশেষজ্ঞরা।
– শুধু তাই নয় প্রাকৃতিক উপাদান বলে যেগুলি ব্যবহার করা হয় সেগুলিও রাসায়নিকের সাহায্যে তৈরি করা হয়। যেমন লবঙ্গের স্বাদ বিশিষ্ট টুথপেস্টে লবঙ্গের রাসায়নিক ফরমুলা ব্যবহার করা হয়। অন্যান্য ভেষজ পদার্থের ক্ষেত্রেও তাই করা হয়।
– টুথপেস্টে মেডিসিন ব্যবহার হয়েছে বলে যে দাবি করা হয় সেটিও বিভ্রান্তিমূলক। কারণ কোনও টুথপেস্ট সংস্থাই বিস্তারিতভাবে ওষুধের বিবরণ দেয় না।
– এমনকি টুথপেস্টে নুন সহ ওকাধিক খনিজ থাকার দাবিটিও বিভ্রান্তি মূলক বলে দাবি করেন বিশেষজ্ঞরা।
– মোট কথা এই কালার কোডের ব্যবহারটি শুধুমাত্র একটি আই ওয়াশ। আদতে এসববের কোনও বাস্তব অস্থিত্ব নেই। সাদা বাংলায় একে বলে ক্রেতাকে বোকা বানানো। মার্কেটিং স্ট্র্যাটেজি।
আপনার টুথপেস্টে কী আছে তাহলে?
টুথপেস্টে যতই সবুজ বা নীল রং থাকুক না কেন আপনার টুথপেস্ট কিন্তু একেবারেই রাসায়নিক মুক্ত নয়। ইন্ডিয়ান ডেন্টাল অ্যাসোসিয়েশনের তথ্য অনুযায়ী, প্রায় সব ধরনের টুথপেস্টের প্রাথমিক উপাদানগুলি প্রায় একই। সেই উপাদান দিয়ে মূলত দাঁত পরিষ্কার করা যায় এবং পেস্টটি কোমল হয়। যদিও টুথপেস্টের একেক রকম স্বাদ নির্ভর করে ফ্লেবারযুক্ত রাসায়নিকের উপর।
Lifestyle News in Bengali, লাইফস্টাইল খবর, Health Tips, Fashion Trends and Tips in Bangla
2021-08-03 12:16:17
Source link
Leave a Reply