হাইলাইটস
- হঠাৎ করে যদি তিনি যোগাযোগ বন্ধ করে দেন,
- ফোন না ধরেন কিংবা নিয়মিত মেসেজের উত্তর না দেন
- তাহলে কিন্তু ধরে নিতে হবে যে তাঁর আপনার প্রতি উৎসাহ নেই
যোগাযোগ বন্ধ করে দেওয়া- হঠাৎ করে যদি তিনি যোগাযোগ বন্ধ করে দেন, ফোন না ধরেন কিংবা নিয়মিত মেসেজের উত্তর না দেন তাহলে কিন্তু ধরে নিতে হবে যে তাঁর আপনার প্রতি উৎসাহ নেই। তিনি আপনাকে এড়িয়ে যেতে চাইছেন।
অযথা রাগারাগি- কারণ ছাড়াই আপনার উপর রাগ দেখাচ্ছে, সবার সামনে অপমান করছে? এমন মানুষের উদ্দেশ্য কিন্তু ভালো নয়। তিনি আপনাকে এড়িয়ে যাওয়ার জন্যই এসব করছে। এমন মানুষের উদ্দেশ্য ভালো নয়।
আপনার কাছে এলেই বিরক্ত হন- অন্য সময় প্রেমিক দিব্যি হাসি খুশি থাকেন কিন্তু আপনার সঙ্গে সময় কাটানোর প্রসঙ্গ এলেই বিরক্ত হন। আপনার উপস্থিতি, আপনার কথা সবেতেই যেন তাঁর আপত্তি। এমনকী আপনার সঙ্গে সময় কাটাতে তিনি খুব বিষণ্ণ বোধ করেন।
অন্যদের গুরুত্ব বেশি- আপনার থেকে অন্য বন্ধুদের বেশি গুরুত্ব দেন। তাঁদের প্রয়োজন, চাহিদা আগে দেখেন। এমনকী তাঁরা কিছু বললে আপনাকে অপমান করতেও দুবার ভাবেন না। শুধু তাই নয়, বন্ধুদের সামনে আপনাকে নিয়ে স্বচ্ছন্দ্য নন তিনি।
আপনার কোনও মূল্য নেই- আপনাকে তিনি টেকেন ফর গ্রান্টেড হিসেবেদেখেন। আপনার ভালোবাসা, স্নেহ তাঁর কাছে দুর্বলতা। আর তাই তিনি বুঝে গিয়েছেন, খারাপ ব্যবহার করলেও আপনি জোর করে থেকে যাবেন। ভালোবাসার খাতিরে কোনও প্রতিবাদ করবেন না।
অভিযোগ- তাঁর যত অভিযোগ সব আপনাকে নিয়েই। আপনার সব খারাপ, একমাত্র তিনি ভালো। অন্যদের সঙ্গে সব সময় আপনার তুলনা টানা তাঁর অভ্যাস। আপনাকে অপমান করে তিনি আনন্দ পান। শুধু তাই নয়, আপনার ভুল ধরাতেও তিনি ওস্তাদ।
Lifestyle News in Bengali, লাইফস্টাইল খবর, Health Tips, Fashion Trends and Tips in Bangla
2021-08-02 21:31:53
Source link
Leave a Reply