জোরদার ঝগড়া করুন- যদি বুঝতে পারেন যে সঙ্গী মিথ্যে বলছেন তাহলে তাঁর উপর অযথা রাগ করে কিংবা বাঁকা কথা বলে ঝাল মেটাবেন না। বরং সরাসরি কথা বলুন। কেন মিথ্যে বলছেন চেপে ধরুন। অস্বীকার করে গেলে সঠিক পয়েন্টে বুঝিয়ে দিন। পর পর কয়েকদিন ঝগড়া করলেসঙ্গীও বুঝতে পারবেন।
কোনও অজুহাত শুনবেন না- যাঁরা মিথ্যে বলতে ভালোবাসেন বা মিথ্যে কথাকে অভ্যাসে পরিণত করে ফেলেন তাঁরা নানা অজুহাত দেন। তাই সঙ্গীর কোনও অজুহাত কানে নেবেন না। এর আগে অনেক বেশি ছাড় দিয়েছেন আর নয়। এবার একটা সিদ্ধান্ত নিতেই হবে।
সম্পর্ক ভেঙে দেওয়ার হুমকি দিন- যদি দেখেন যে সোজা কথায় কাজ হচ্ছে না তাহলে সম্পর্ক ভাঙার হুমকি দিন। বলে দিন, যেখানে বিশ্বাস নেই সেখানে থাকতে চান না। আর দিনের পর দিন এই মানসিক অশান্তি সহ্য করে থাকাও মুশকিলের। প্রয়োজনে বেশ কিছুদিনের জন্য পুরোপুরি যোগাযোগ বন্ধ করে দিন।
পুরনো ভুলের কথা মনে করিয়ে দিন- এই স্বভাব যে তাঁর নতুন নয়, আগেও করেছেন এবং Sorry-ও বলেছেন তা মনে করিয়ে দিন। তা সত্ত্বেও কেন বিশ্বাস ভাঙলোন সেই উত্তর চান। যতক্ষণ না সত্যি বলছেন কিংবা মনোমত উত্তর না পাচ্ছেন ততক্ষণ জেরা চালিয়ে যান। চরম পর্যায়ের অশান্তি করুন।
বার বার এই ভুলের কারণ খোঁজার চেষ্টা করুন ও বাড়িতে জানান- হঠাৎ কেন এমন আচরণ করছেন সঙ্গী তা খুঁজে বের করার চেষ্টা করুন। কোন সময় তিনি সত্যি কথা বলছেন কোনও সময় মিথ্যে বলছেন এগুলো আপনাকে বুঝতে হবে। প্রয়োজনে সঙ্গীর বাড়িতে জানান। কেন তিনি এমন আচরণ করছেন তার কারণ ওনাদেরও জিগ্গেস করুন।
Lifestyle News in Bengali, লাইফস্টাইল খবর, Health Tips, Fashion Trends and Tips in Bangla
2021-08-02 18:30:32
Source link
Leave a Reply