হাইলাইটস
- দুজনে মিলে একটা ফান্ড তৈরি করুন।
- যেখানে দুজনেই প্রতিমাসে কিছু না কিছু টাকা জমা রাখবেন।
- তা হতে পারে ৫ হাজার বা ১০ হাজার
মোটকথা বাড়ির অন্দরসজ্জা নিয়ে ওরা দুজনেই পরিকল্পনা করে রেখেছে। সেই সঙ্গে ঠিক করে রেখেছে যাবতীয় খরচ ওরা দুজন ভাগাভাগি করে নেবে। আসবাবাপত্র , রান্নার লোক, কাজের লোক এমনকী বাড়িভাড়াটাও ওরা ভাগাভাগি করবে। কিন্তু মেয়ে বিয়ের পর বাড়িভাড়া দেবে এটা যেন ঠিক মেনে নিতে পারছিলেন না তিন্নির মা। বিয়ের পর মেয়েদের দায়িত্ব স্বামীর এমনটাই তাঁরা জেনে এসেছেন এতদিন। তবে তিন্নি যখন মাকে বুঝিয়ে বলল, সেও চাকরি করে আর দৃপ্তর সঙ্গে যখন শেয়ার করেই থাকছে তখন কেন সবটা ভাগাভাগি করবে না। এসলে এখন একজনের উপর যদি পুরো আর্থিক চাপ পড়ে যায় সেক্ষেত্রে কিন্তু নানারকম সমস্যা আসে। যখন দুজনেই রোজগার করছেন তখনবাকি খরচও দুজনেই ভাগাভাগি করে নেওয়া শ্রেয়। আর তাই যেভাবে খরচা ভাগ করে নেবেন
নিজেরা একটা ফান্ড তৈরি করুন- দুজনে মিলে একটা ফান্ড তৈরি করুন। যেখানে দুজনেই প্রতিমাসে কিছু না কিছু টাকা জমা রাখবেন। তা হতে পারে ৫ হাজার বা ১০ হাজার। সংসার খরচ বাদেই এটা রাখবেন। এই টাকা থেকেই কোথাও ঘুরতে যেতে পারেন। বা পরে নিজেদের কোনও কাজে লাগান।
কে কোন খরচা দেবেন ঠিক করে নিন- কে কোন খরচা দেবেন সেটাআগেই ঠিক করুন। বাড়ি ভাড়া দুজনে মিলে ভাগ করুন। এবার একজন কেবলের বিল দিলে অন্যজন ইন্টারনেটের বিল দিন। আবার কেউ গ্যাস খরচা দিলে অন্যজন রান্নার সহকারীর। এতে চাপ কম পড়বে।
একে অন্যকে ট্রিট দিন- যদি উইকেন্ডে কোথাও খেতে যাওয়ার প্ল্যান করেন তাহলে এক সপ্তাহ একজন খরচা দিলে অন্য সপ্তাহে আর একজন দিন। এতে নিজেদের মধ্যেকার বোঝাপড়া ভালো থাকবে। সই সঙ্গে টাকা বাঁচবে। অতিরিক্ত খরচা হবে না। তবে এসবের বাইরেও কিন্তু নিজেদের পছন্দের কোনও কেনাকাটা থাকলে করবেন। কারণ নিজেকে খুশি রাখাও জরুরি।
ইনভেস্টমেন্ট প্ল্যান করুন- চাকরির করলে সঞ্চয় করাটাও জরুরি। আর চাকরির প্রথম দিক থেকে এই অভ্যাস গড়ে তুলতে না পারলে খুব মুশকিল হয়। কারণ যত বেশি সংসারে ঢুকে যাবেন তত বেশি খরচা। আর তাই প্রথম থেকেই কিছুটা সঞ্চয়ের ভাবনা করুন। মাসে মাসে টাকা জমা দেবেন এমন কোনও পলিসি করে রাখতে পারেন। এতে নিজেদেরই উপকার হবে।
একসঙ্গে লোন না নেওয়াই ভালো– আজকাল নানা প্রয়োজনে ব্যাংক থেকে লোন নিতে হয়। তা হতে পারে কার লোন কিংবা বাড়ি লোন। তবে চেষ্টা করবেন দুজনকে যেন একসঙ্গে লোন না নিতে হয়। এতে চাপ পড়ে। এ বিষয়ে দুজনে পরিকল্পনা করে নিল। সেরকম কোনও লোন চললে দু বছর বাদে অন্য লোন পরিকল্পনা করুন। এতে নিজেদেরই সুবিধে।
Lifestyle News in Bengali, লাইফস্টাইল খবর, Health Tips, Fashion Trends and Tips in Bangla
2021-07-31 00:10:58
Source link
Leave a Reply